আমি তো এমনি করেই থাকবো দুরে
গীতিকবিতা //আমি তো এমনি করে থাকবো দুরেআহসান হাবিব
২৯/১১/২০২১
আমি তো এমনি করেই থাকবো দুরে
যদিও মন মানে না, পাব কি আকাশের ঠিকানা
আসুক না দিন মাস বছর যুগ যুগ ঘুরে।
আমি তো এমনি করেই থাকবো দুরে।।
ঐ দেখ বিশাল আকাশ ভালো বাসে জমিনকে
কেউ কি দেখেছে কভু আকাশকে আসতে জমিনেতে
অসীম ভালোবাসার অর্ঘ জমিনকে দেয় বৃষ্টি হয়ে ঝরে
আমি তো এমনি করেই থাকবো দুরে।।
তুমি তো দিয়েছ আড়ি বলবেনা কথা তাড়াতাড়ি
আমি তো বুঝি তোমার মন, মান অভিমানেই যাচ্ছে দিনক্ষন
ভয় হয় ওগো সখা পেয়ে না হারাই তাই থাকি দুরে দুরে।
আমি তো এমনি করেই থাকবো দুরে।।
যাপিত দহনের গল্প - ৪
"সুখের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে
শীতের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে
অর্ধেক কপাল জুড়ে রোদ পড়ে আছে
শুধু ঝড় থমকে আছে গাছের মাথায়
আকাশমনির ।
ঝড় মানে ঝোড়ো হাওয়া, বাদ্ লা হাওয়া নয়
ক্রন্দনরঙের মত নয় ফুলগুলি
চন্দ্রমল্লিকার ।
জয়দেবের মেলা থেকে গান ভেসে আসে
সঙ্গে ওড়ে ধুলোবালি, পায়ের নূপুর
সুখের চট্ কা ভাঙে গৈরিক আবাসে
দিন যায় রে বিষাদে, মিছে দিন যায়..."
শক্তি চট্টোপাধ্যায়ের "দিন যায়" কবিতা। কিছু কিছু বিষাদমাখা দিনের জন্য যুতসই একদম একটা কবিতা। কত এমন দিন কাটে যখন বিছানা ছাড়তে ইচ্ছে হয় না একটুও। সে সময়ের কবিতা।
জীবনে এমন দিন এক-আধবার আসা খারাপ না। সমস্যা হয় যখন এমন দিন স্থায়ী হতে চায়। আর আমাদের মস্তিষ্কটাও যেন কেমন। এমন দিনের প্রতীক্ষায়ই যেন থাকে ওটা। আসলে কোন রকম দিনের প্রতীক্ষতেই থাকে না আমাদের মস্তিষ্ক। ওটা শুধু অলস হয়ে পড়ার সুযোগ খোঁজে।
যাপিত দহনের গল্প - ৩
“বহুদিন ছিলো আগুনখেলার দিন
বহুদিন ছিলো জলোৎসবের তোড়
বহুদিন ছিলো পথে পথে উড্ডীন
বহুদিন কত রাত হয়ে গেল ভোর।
শূন্যতা এসে শূন্যতে ছিলো মিশে
একাকার সেই পূর্ণতা থেকে কত
বহুদিনকার দিনানুদিনের বিষে
অকাতর ঐ মুখ ছিলো উদ্গত।
সে মুখের কোন সীমানা ছিলো না যেন
এ-কালে ও-কালে ছড়ানো হাজার সাজে
মূর্ছিত হয়ে পড়ে ছিলো সব জ্ঞানও
আধোরাত্রির দূরাগত পাখোয়াজে।
অশরীরী যত নাচের বিভঙ্গেরা
জ্ঞানহীন সেই শরীরে উঠেছে মেতে
ঐ মুখ ছিলো আমার দুহাতে ঘেরা
মগ্ন শিশির নগ্ন ফসলক্ষেতে।
ছন্দ আমার বুকের বাঁপাশে এসে
তুলে আনে আজ সেই রাত্রির ভার
ও যদি ঘুমোয় ঘুমোক না অক্লেশে
ভালোবাসি ছাড়া কী-বা ছিলো বলবার।"
এক গাছে কি সব ফল ফলায়
গীতিকবিতা/ এক গাছে কি সব ফল ফলায়।
আহসান হাবিব
৫/১১/২০২১
এক জনমে কি সব পাওয়া যায় ওগো বন্ধু,
এক গাছে কি সব ফল ফলায়।
বড় প্রেম শুধু কাছে টানে না দুরেও নিয়া যায়
ওগো বন্ধু, দুরেও নিয়া যায়।
এক গাছে কি সব ফল ফলায়।
সব নদী তো যায় না সাগরে নদীতেই মিলায়
সব কুড়িতে ফুল ফুটে না, অকালে ঝরে যায়
তোমার আমার হয়নি মিলন
তোমার আমার হয়নি মিলন
ছিলনা কপালে মোদের বিধাতার লেখায়।
এক গাছে কি সব ফল ফলায়।
স্থান কাল পাত্র সময় মেনে চলে জগত সংসার
স্থান কাল পাত্র সময় ছিলনা পক্ষে তোমার আমার
তাইতো ভালোবাসার কুড়িতে ফুল ফোটেনি
গেছে অন্তরে মিলায়,
ছিলনা কপালে মোদের বিধাতার লেখায়।
এক গাছে কি সব ফল ফলায়।
তুমিতো কখনো বলনি রেখেছ মনে মনে
আমিও লুকিয়ে রেখেছি মনের গহীন কোণে
আজ বলবো কাল বলবো বলে সময় গেল চলে
বুঝতে পারিনি হায়।
ছিলনা কপালে মোদের বিধাতার লেখায়।
এক গাছে কি সব ফল ফলায়।
খাইও না নেশার বড়ি
গীতিকবিতা/ খাইও না নেশার বড়ি
আহসান হাবিব
৬/১১/২০২১
তুমি খাইও না খাইও না বন্ধু গো
খাইও না নেশার বড়ি
বাপে কান্দে মায়ে কান্দে ধ্বংস হয় টাকা কড়ি।
খাইও না নেশার বড়ি।
একটা ছেলে নেশাখোর হলে, পুরা পরিবার যায় রসাতলে
কারো কাছে আশ্রয় পায়না, নেশাখোর ছেলে বলে।
নেশাখোরের থাকেনা ঈমান ধর্ম
যেখানে সেখানে করে যে চুরি।
খাইও না নেশার বড়ি
বাপে কান্দে মায়ে কান্দে ধ্বংস হয় টাকা কড়ি।
খাইও না নেশার বড়ি।
হতাশা বা সখের বশে একবার নেশা ধরিলে শেষে
নেশায় নেশা পেয়ে বসে ছাড়তে নারি হাজার চেষ্টা করিলে।
দিনে দিনে সব শেষ হয়,অসময়ে যেতে হয় দুনিয়া ছাড়ি।
খাইও না নেশার বড়ি
বাপে কান্দে মায়ে কান্দে ধ্বংস হয় টাকা কড়ি।
খাইও না নেশার বড়ি।
ইয়াবা বাবা গাঁজা আরো যত নেশার বড়ি
কিনতে লাগে টাকা রে ভাই লাগে টাকা কারি কারি
নেশার টাকা ভূতে জোগায় শুধু কথার কথা
শেষ হয়ে যায় সহায় সম্বল জমি বাড়ি
চাইলেই কি আর যায় ফিরা যায়
গীতিকবিতা / চাইলেই কি আর যায় ফিরা যায়
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
১/১১/২০২১
চাইলেই কি আর যায় ফিরা যায় সেই না শৈশব কালে
বন বাদারে ঘুরছি কত দুজন নাওয়া খাওয়া ভুলে।
চাইলেই কি আর যায় ফিরা যায় সেই না শৈশব কালে।
একদিন ভাংছি পাখির বাসা একদিন গেছি বিলে
পাখির ছানার খাবার জুগিয়ে ফিরছি সন্ধাকালে
আমার কিছু না হইলেও নিত্য মাইর ছিল তোমারই কপালে।
চাইলেই কি আর যায় ফিরা যায় সেই না শৈশব কালে।
নারকেল সুপারি আম কাঠাল জলপাই গাছে কত যে চড়েছি
কয়টা খাইছি কয়টা আনছি যেন বিশ্বজয় করে ফিরেছি
এসব আলতু ফালতু ছোটাছুটিতে কখন কৈশোর গেল চলে।
চাইলেই কি আর যায় ফিরা যায় সেই না শৈশব কালে।
আন্ধার শীতল মাটির ঘরে সে সব কি মনে পরে তোমার
অট্টালিকায় শীতল এসির বাতাসেও ঘুম না আসে আমার
খুব কি তাড়া ছিল তোমার, খুব কি তাড়া ছিল তোমার আগে বাগেই গেলে চলে।
চাইলেই কি আর যায় ফিরা যায় সেই না শৈশব কালে।।
ঘুমাও ঘুমাও ঘুমাও সখা ঘুমাও তুমি
গীতিকবিতা / ঘুমাও ঘুমাও ঘুমাও সখা ঘুমাও তুমি
আবুল হোসেন
হাসনাবাদ আর্মি ক্যাম্প
২৬/০৯/২০২১
ঘুমাও ঘুমাও ঘুমাও সখা ঘুমাও তুমি আমি জেগে জেগে থাকি।
দেখব চাঁদ মুখ মিটাব মর্ম দুঃখ দেখে তব মদির আঁখি।
কতদিন পরে এলে সেকি মম আঁখি জলের মুল্য দিলে
তোমার বিরহে পথ পানে চেয়েছি কত যে আঁখি জলে ভেসেছি
শুধু আমি নই গো সখা মম বিরহে বিরহী হয়েছে
বাতাস,তরুলতা, পাখি।
ঘুমাও ঘুমাও ঘুমাও সখা ঘুমাও তুমি আমি জেগে জেগে থাকি।
আজ আকাশে পূর্নিমা না অমাবস্যা সে কথা বড় নয়।
মনের আকাশে শুধুই পূর্নিমা শরীরে পল্লবিত বাতাস বয়।
ঘুমের ছায়া পড়েছে মম চোখে তবু ঘুম নাহি ব্যাকুল দুটি আঁখি।
ঘুমাও ঘুমাও ঘুমাও সখা ঘুমাও তুমি আমি জেগে জেগে থাকি।
আমার বিরহ ব্যাথায় কাঁদে আকাশ
গীতিকবিতা/আমার বিরহ ব্যাথায় কাঁদে আকাশ
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
৯/৯/২০২১
আমার বিরহ ব্যাথায় কাঁদে আকাশ কাঁদে কেকা ঔই দুরে
শুধু বরসায় নয়, আমি যখনই কাঁদি তব বিরহে মম অন্তরে।
যতটুকু আবেগ ছিল তোমার ততটুকুই না হয় দিতে মোরে।
আমার বিরহ ব্যাথায় কাঁদে আকাশ কাঁদে কেকা ঔই দুরে
আমার আবেগ বেশী,তোমাকে অনেক অনেক জ্বালাই
আমার জ্বালায় পল্লবিত তুমি, নিজেকে নাকি ফেল হারাই
যতটুকুই আবেগ ছিল তোমার ততটুকুই না হয় দিতে মোরে।
আমার বিরহ ব্যাথায় কাঁদে আকাশ কাঁদে কেকা ঔই দুরে
আর তো কাউকে পাইনি আজো দিতে আমার সকল জঞ্জাল।
আধো রাতে এলেই যখন কেন চলে গেলে না হতেই সকাল।
সকাল দুপুর সারাটাদিন থাকতে যদি জীবনটা যেতো আহলাদে ভরে?
যতটুকুই আবেগ ছিল তোমার ততটুকুই না হয় দিতে মোরে।
আমার বিরহ ব্যাথায় কাঁদে আকাশ কাঁদে কেকা ঔই দুরে।।
নদীর জীবন থেকে নদী যায় সরে!
অরূপ রাহীর কয়েকটা গানের কথাকে ভীষণ সত্য মনে হয়। দেখো নদীর কলতানে/ কিসের সন্ধানে/ নদীর জীবন থেকে নদী যায় সরে। আমি গানের ভেতরে নিজের কথা ঢুকিয়ে বানাই, মানুষের জীবন থেকে মানুষ যায় সরে। আমাদের জীবন তো এমনি, ক্রমশ সরে যাচ্ছি। আর এই সরে যাওয়ার নাম দিয়েছি, পজেটিভিটি। যতভাবে ধ্বংস হোক হবো, কিন্তু আমাকে থাকতে হবে পজেটিভ। ওতো ত্যাল আমার নাই। এত নবযৌবনের অগ্রদূতরা কি হয়েছে তা আমার দেখা আছে। নিজেকে আমি মৈনাক ভৌমিকের একটা সিরিজে উজান চ্যাটার্জির বলা খিস্তি, বোকাচোদার বাটখারা ছাড়া আর কিছু ভাবি না। কিন্তু এ শহরের আচারনিষ্ঠ ভদ্রলোক ভদ্রমহিলারা নিজেদের কত কিছু ভাবে। তারাও তো একেকটা বোকাচোদার বাটখারার বাইরে কিছু না তাই শুধু ভাবে না।
ও স্বজনী ও স্বজনী
গীতিকবিতা//তুমি কেন অভিমানিনী
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
৩০/১২/২০২
মডিফাই /৮/৯/২০২১
ও স্বজনী ও স্বজনী,তুমি কেন অভিমানিনী-২
অভিমানের করো অবসান এসো গাও গান
এখনি হবে অবসান যামিনী।
ও স্বজনী ও স্বজনী
তুমি কেন অভিমানিনী
এহেন বেলায় বালুকা বেলায়
শ্যামসুন্দর খেলায় আপনাকে রেখেছ হেলায়
নিপবনে দেখ আসি বিহগ বাজায় বাঁশি
পুস্প কতশত আপনা আপনা মত
বাটিছে সুঘ্রাণ কাড়িতে নয়ান,
দাঁড়িয়ে আাছে,দাঁড়িয়ে আছে কামিনী
ও স্বজনী ও স্বজনী
তুমি কেন অভিমানিনী
ও স্বজনী ও স্বজনী
তুমি কেন অভিমানিনী
হৃদয় যে হিমালয় নয়তো মহাসাগড়
কতশত বন, ভরিয়া আপনা বক্ষ যখন
হিমালয় দাঁড়িয়ে আছে
সাগড়েও তখন নদী নদীতে বহমান
নিতেছে আপনা আপনা আপনা কাছে।
তোমারই এ হৃদয় সেতো হিমালয়
সেতো সাগর নয়ত মিছে অভিমানিনী
তুমি কেন অভিমানিনী।
ও স্বজনী ও স্বজনী
তুমি কেন অভিমানিনী
ও স্বজনী ও স্বজনী
তুমি কেন অভিমানিনী
তুমি এ কেমন হাল করেছ আমারে
গীতিকবিতা/ তুমি এ কেমন হাল
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
০৩/০৯/২০২১
তুমি এ কেমন হাল করেছ আমারে
নড়ি চড়ি ঘুরিফিরি
নড়ি চড়ি ঘুরিফিরি কুয়ারো ভিতরে।
এই কুয়োর মাঝে বসত করে
লোভ নামের এক সাপ
যতই যেতে চাই গো দুরে
ততই গিলে খায় করে অভিসম্পাত।
হিংসা অহংকার দিলটারে।
হিংসা অহংকার দিলটারে মোর খাচ্ছে কুড়ে কুড়ে
তুমি এ কেমন হাল করেছ আমারে।
নড়ি চড়ি ঘুরিফিরি
নড়ি চড়ি ঘুরিফিরি কুয়ারো ভিতরে।
আর করবো না পাপ ভালো হব
নিত্য শপথ করি
ক্ষনিকে আবার মন ঘুরে যায়
আবার পাপেই মরি
মরা বাঁচার দোলে চালে
মরা বাঁচার দোলে চালে
নৌকা আমার কখন যে এলো তীরে।
তুমি এ কেমন হাল করেছ আমারে
নড়ি চড়ি ঘুরিফিরি
নড়ি চড়ি ঘুরিফিরি কুয়ারো ভিতরে।
আমার কিসে শক্তি কিসে ভক্তি
গীতিকবিতা/ আমার কিসে শক্তি কিসে ভক্তি
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
৩০/০৮/২০২১
আমার কিসে শক্তি কিসে ভক্তি কিসে মানুষ কিসে অমানুষ বুঝতে নারে আমার মনে
মানুুষে মানুষে কেন এত ভেদাভেদ কেন এত ঘৃনা মানুষ মানুষের সনে।
আমার কিসে শক্তি কিসে ভক্তি কিসে মানুষ কিসে অমানুষ বুঝতে নারে আমার মনে
এক সূর্যের তাপে সবাই বাঁচে সবার আঁধার ঘুচায় একটাই চাঁদে,চাদের আলো
হিন্দু মুসলিম যত ধর্মের কারনে কেউ কাউকে বাসে না ভালো
আবার আছে কোটি নাস্তিক যাদের সম্পর্ক নাই কোন ধর্মের সনে
আমার কিসে শক্তি কিসে ভক্তি কিসে মানুষ কিসে অমানুষ বুঝতে নারে আমার মনে
কারো দেখ সাদা চামড়া কারো আবার কুচকুচে কালো
সাদা কালোর বিবাদ লেগে থাকে হয়না কভু কারো ভালো।
আবার পেশায় পেশায় উঁচু নীচু ছুতে নারে পেশার কারনে
আমার কিসে শক্তি কিসে ভক্তি কিসে মানুষ কিসে অমানুষ বুঝতে নারে আমার মনে
আল্লাহ আমি তোমার বান্দা
গীতিকবিতা/ আল্লাহ আমি তোমার বান্দা
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
২৮/০৮/২০২১
ওগো... আল্লাহ...
আল্লাহ আমি তোমার বান্দা শেষ নবীর উম্মত আমি গুনাহগার
আমার সিনাও চাক করে ঘুচাও আমার মনের অন্ধকার।
চর্ম চক্ষে তোমায় দেখতে নারি, দিলের আঁখি খুলি
সদা কসরত করি দেখতে তোমায় খোদা খেই হারিয়ে ফেলি
কি করে দেখবো তোমায় বলো দিল যে আমার ময়লারও ভাগাড়।
আমার সিনাও চাক করে ঘুচাও মনের অন্ধকার।
নবীর সিনা চাক করেছে বার কয়েক করিতে নিস্পাপ
হিংসা লোভ অহংকারও না ছিল তাঁহার, কাউকে করেননি অভিসম্পাত
তাঁকে আপনি করেছেন সমুন্নত,কেউ নয় তো উনার মত
তার উছিলায়,দয়াল নবীর দয়ায় পুলসিরাত হবো আমি পার।।
আমার সিনাও চাক করে ঘুচাও মনের অন্ধকার।
দুঃখ থাকবে সুখও থাকবে,জীবনে উত্থান পতন আসবে
এটা তো আপনারই কথা, তাইতো আমি ঘামাই না মাথা
কাজ থেকে যখন হইবো বিরত, মাঙবো আমার চাহিদা যত
যতই যেতে চাই গো দুরে
গীতিকবিতা/ যতই যেতে চাই দুরে
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
২৭/৮/২০২১
যতই যেতে চাই গো দুরে,ততই বাঁধো নতুন করে নতুন নতুন ডোরে
ছেড়েও দেও না কাছেও নেও না যাচ্ছি আমি মরমে মরে
যতই যেতে চাই গো দুরে,ততই বাঁধো নতুন করে নতুন নতুন ডোরে
এই প্রেম পীরিতি কি যে রহস্যময়, মানে না বয়স থাকেনা ডর থাকেনা ভয়।
মাটির সাথে আকাশের ভাব বৃষ্টি হয়ে হয় আবির্ভাব
তাদের মিলনে মা মাটি কেমনে সবুজে সবুজে যায় গো ভরে।
যতই যেতে চাই গো দুরে,ততই বাঁধো নতুন করে নতুন নতুন ডোরে
নদীর সাথে সাগরের পীরিত, সদাই নদী সাগড় পানে বয়
কেউ কি পারে রুখতে নদীকে সাগরে মিলন হবেই হয়।
চাইলে রবে মিলন হবেই মোদের কেউ কি কভূ রুধিত পারে।
যতই যেতে চাই গো দুরে,ততই বাঁধো নতুন করে নতুন নতুন ডোরে
তুমি ছাড়া এ জীবন মরুভূমি যেন
গীতিকবিতা/ তুমি ছাড়া এ জীবন মরুভূমি যেন
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
কোরানটাইন বিল্ডিং
২৬/০৮/২০২১
তুমি ছাড়া এ জীবন মরুভূমি যেন শুধু ধুধু বালুচর
তোমাতেই শুধু মন চায় হারাতে , মন চায় বাঁধি ভালোবাসার ঘর।
তুমি ছাড়া এ জীবন মরুভূমি যেন শুধু ধুধু বালুচর
সেদিন যখন গেলে চলে, দিয়ে গেলে একমুঠো স্মৃতি
বলে গেলে আসবে ফিরে, বেশীদিন থাকবে না দুরে
আজ কতদিন হয়ে গেল, নদীতে কত জল বয়ে গেল।
নিলে না খবর।
তোমাতেই শুধু মন চায় হারাতে, মন চায় বাঁধি ভালোবাসার ঘর।
তুমি বল আমি কেন এত আবেগময় এত পল্লবিত যা পুড়ায় দুজনকে
আমি তো দেখিনা আবেগ,এ যে ভালোবাসা রং যা মিটিবে না ক্ষনিকে।
ভালোবাসায় রং না এলে, মনের রংয়ে রং না রাঙালে হয় কি মনোহর
তোমাতেই শুধু মন চায় হারাতে, মন চায় বাঁধি ভালোবাসার ঘর।