ইউজার লগইন

সময় ফুরিয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছিনা বিশ্বকাপ ক্রিকেটের সময় ঘনিয়ে এল

আমরা ব্ন্ধুর সংগ্রহে থাকা বিশ্বকাপ ক্রিকেট সিডিউলের লিংক। এটা সবার কম্পিউটারে থাকা প্রয়োজন বলে আমার মনে হয়েছে।

ট্রফি লোগো

বিশ্বকাপের উত্তাপ লাগতে শুরু করেছে অনেক আগে থেকেই। তবে সত্যিকার অর্থে বাংলাদেশে বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। প্রথম দল হিসেবে গতকাল সন্ধ্যায় ঢাকায় আসছে কানাডা। কানাডাকে দিয়ে বিশ্বকাপ শুরু হবে মাঠের বাংলাদেশেরও। ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ খেলবে তাদের বিপক্ষে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের অপেক্ষায় বঙ্গবন্ধু স্টেডিয়াম। সেজেছে ঢাকাও। নতুন সাজে, নতুন রূপে। এ এক অচেনা ঢাকা। কাকলি রেল ক্রসিংয় পারে রেডিসনের দিকে আগলেই চোখে পরবে বিশাল আকারের ক্রিকেট ব্যাট। হাজার হাজার স্বাক্ষর সম্বলিত সারা দেশ ঘুরে আসা এই ব্যাট।

ক্রিকেট ব্যাট

এদিকে ফিটনেস নিয়ে কথা বলবেন ফিজিও। কোচ কেন আগ বাড়িয়ে বললেন, মাশরাফি আনফিট! মাশরাফি বিন মুর্তজার প্রশ্নটা এখানেই। আর এই প্রশ্ন নিয়েই কাল মুখোমুখি হয়ে গেলেন জাতীয় দলের এই পেসার ও কোচ জেমি সিডন্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে এ নিয়ে দুজনের মধ্যে তর্কযুদ্ধ হয়েছে তুমুল।

 মাশরাফি 

ওই দিকে জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন জার্সি পেয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জার্সিটি ডিজাইন করেছেন শান্ত মারিয়াম ইন্সটিটিউটের ফ্যাশন ডিজাইনের ছাত্র সেজান লিংকন। মোট ৪২৩৮ জার্সি ডিজাইন জমা পড়ে। সেখান থেকে বিচারক তিনি বিচারকদের রায়ে প্রথম হন। প্রথম পুরস্কার হিসেবে তিনি তিন লক্ষ টাকা পান।

ক্রিকেট জার্সি

সব তো শেষ... আমরাবন্ধু কি তাহলে পিছিয়ে থাকবে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে? বিশ্বকাপ ফুটবল নিয়ে এবি ব্লগের জনপ্রিয় ব্লগার জীনের বাদশার গেম শো গুলো দূর্দান্ত ছিল। তাকে অনুপস্থিত দেখছি। অন্যদিকে বিশ্লেষন ভাইজানের একটা পোস্টের পর হাওয়া। আশা করছি সময় ঘনিয়ে আসার সাথে আমরা বন্ধুও জেগে ওঠবে। আমরাও চোখ রাখবো ব্লগের পাতায়। পড়বো সুখের কথা, আনন্দের কথা, বেদনার কথা।

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে রচিত গানের সূত্র:
১। ICC cricket WORLD CUP 2011 official THEME song..
২। জয় করবে বাংলাদেশ
৩। আরো জোরে... অফিসিয়াল থিম সং - বাংলা
৪। গ্রামীন ফোনের 'শত আশা'র মিউজিক ভিডিওটাও সুন্দর লাগে

বন্ধুরা আপনারাও যোগ করেন।

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

হাসান রায়হান's picture


দেখতে দেখতে চলে আসল।

লীনা দিলরুবা's picture


ওয়াও! গুড পোষ্ট। আনন্দের এইক্ষণে জ্বিন ভাই আপনাকে পড়ে মনে Smile
বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক শুভকামনা জানাই।
১৯মার্চ মাঠে গিয়ে খেলা দেখবো, বাংলাদেশের জয় দেখে আসবো-এনশাল্লাহ বাংলাদেশ

জ্যোতি's picture


ভাগন্তিস ভাগন্তিস ভাগন্তিস ভাগন্তিস

জ্যোতি's picture


আপনাকে ধইন্যা। ধইন্যা পাতা
এতদিন পরে এমন জব্বর পোষ্ট দিলেন।
বাংলাদেশ

নুশেরা's picture


দারুণ কাজ বিশ্লেষক, থুক্কু, অরিত্রদা

পাঁচটা খেলার পাঁচ দুগুণে দশটা টিকেট উপহার পাইছি বেয়াইয়ের কাছ থেকে, সঙ্গীর অভাবে দেখতে যাওয়া অনিশ্চিত Sad

পোস্ট থিকা হিন্দি গানটা বিদায় করেন প্লিজ

আহমেদ মারজুক's picture


নুশেরাপু,
আমাকে সুযোগ দিবেন ? খেলা দেখতে যেতে খুব ইচ্ছা করছে । আপনি সবুজ সংকেত দিলেই আমি রওয়ানা হবো ।

মাহবুব সুমন's picture


হুক্কা

আজম's picture


@নুশেরা আপু : ১০টা টিকেট!!! Shock ,,, তাইতো বলি টিকেট পাই না ক্যান Sad(

ক্রিকইনফোতে বিরেন্দ্র শেবাগস "রিভেন্জ গেইম" খবর টিতে বিশাল এক যুদ্ব হয়ে গেল বাংলাদেশী সাপোর্টার বাংলাদেশ আর ইন্ডায়ান দের মধ্যে....... Big smile
http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/story/499486.html
২০০৭ সালে বাংলাদেশ এমন এক কাজ করেছে যার কারনে এই বারের বিশ্বকাপের ফরম্যাটই পাল্টাই ফেলছে আইসিসি Wink যাতে পাক-ইন্ডিয়া বাদ পড়ে না যায় Angry
""The exit of India and Pakistan from the 2007 World Cup was a disaster for the tournament. The sponsors, broadcasters, tour operators, West Indies board - all lost a lot of money. The format was changed in such a way that it gives all the top teams a chance to compete. We have gone back to the same format that was used in 1996"
http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/story/500103.html
অপেক্ষ করছি.....লোড শেডিং এ পুরা খেলা দেখা সম্ভবনার নিয়েও চিন্তিত Sad

আহমেদ মারজুক's picture


জার্সি পছন্দ হলো না , মাশ্রাফি ছেলেটার আচারণ মোটেও ভালো লাগছেনা । দেশে তো ও প্রথম না যে বঞ্চিত হচ্ছে ? আর অসুস্থ থেকে এমন করে নিজেকে জাহির করাটা ভালো লাগছে না ।

১০

তানবীরা's picture


অরিত্রদা, সব এবং সবাই হারিয়ে যায়। হারানোর নামই জীবন। আপনে যে ফিরে আসলেন সেটাই আনন্দের বিষয় Big smile

১১

নাজ's picture


আমি বড়জোড় ওপেনিং সিরিমনি'টা দেখতে যাইতে পারি। আমার ঋহান'কে রেখে এতক্ষন মাঠে বসে কোন ম্যাচ দেখা সম্ভব না Sad

১২

সাহাদাত উদরাজী's picture


জীনের বাদশা ভাইয়ের আগমনের অপেক্ষা করছি। তবে যতদুর জানি তিনি বিবাহ করে এখন ঘরমুখি হয়ে গেছেন!

১৩

বাতিঘর's picture


জার্সি ভালা পাইলাম না টিসু এবছর ক্রিকেট দেখা থেকে সরে গেলাম সান্তনা ... শুভেচ্ছা থাকলো বাংলাদেশের দলের জন্য। বন্ধু ব্লগের সবার খেলা চলাকালীন সময়টা আনন্দের হোক পার্টি অরিত্রদা'র কে ধইন্যা।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

অরিত্র's picture

নিজের সম্পর্কে

================