ফকির লালের বিচার চাই
একটা অসাধারণ গান আজ আপনাদের সাথে না শেয়ার করে পারছি না। প্রেমের পুতু পুতু গানের ভীরে শোনা হয়নি এই গানটি। কত গান যে শুনিনি সেটা আজ আরো একবার প্রমান হলো। আজ ফেসবুকে কয়েক বন্ধুর শেয়ার থেকে পাওয়া গানটি আপনাদের জন্য তুলে দিলাম।
আর্টিস্ট: ফকির লাল মিয়া
গান: বিচার চাই
ইউটিউব লিংক
সারাদেশে শান্তি নাই, ফকির লাল এর ঘুম নাই
ভালা মাইনষের ভাত নাই, আদালতে আইন নাই
কোট কাচারী চাইয়া দেখে, এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?
স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই
দেশপ্রেমীকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই
এই দেশেতে ঠাই নাই, এই দেশেতে মানুষে থাকলে
মুজিব হত্যার বিচার চাই!
একাত্তুরের দালালরা হুশিয়ার সাবধান
অস্র থাকে কাপুরুষের লাল বাহিনীর র্যাপ গান
ধর্মের নামে ধান্ধাবাজী এই শালারা বেঈমান
মুর্খ মানব মন্ত্রী হইছে লাত্থি মাইরা চেয়ার ভাঙ
রাজনীতিতে রাজা হইছে রক্ত হাতে মুছলমান
ফকির লালে সালিশ ডাকছে আলবদরগো ডাইকা আন
স্বাধীন দেশে বোমা মারে মরবার আগে আরেকবার
বোতাম শাটের খোলা আছে লাল এর বুকে বোমা মার
দেলু দালাল দাড়ি রাখলে মানুষ কিন্তু বদলে না
মুছলমানের বাচ্চা আমরা আল্লাহ রসুল শিখাইছ না
ভাইরা আমার রক্ত দিছে এই কথাটা ভুলিস না
সরকার খেলে কানা মাছি চোখে দালাল দেখে না
কেয়ামতের ময়দানে ও লাল এ তগো ছাড়বো না
বাংলা র্যাপার বন্দুক হাতে খোদার কছম বাচবি না
ভুলতো করে সবাই কিন্তু কিছু ভুলের মাফ নাই
ভাইরা আমার জীবন দিছে আল বদরগো বিচার চাই
সারাদেশে শান্তি নাই, ফকির লাল এর ঘুম নাই
ভালা মাইনষের ভাত নাই, আদালতে আইন নাই
কোট কাচারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?
স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই
দেশপ্রেমীকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই
এই দেশেতে ঠাই নাই, এই দেশেতে মানুষে থাকলে
মুজিব হত্যার বিচার চাই!
শহীদ জিয়া স্মৃতী স্বরূপ কিছু কথা লেখতে চাই
হঠাত কইরা কিযে হইলো কাগজ আছে কলম নাই
পচাত্তুরের মির্জাফর বাঙালীরা ভুলে নাই
কলম হাতে ঠিকি লালএর বাইচা গেছ লেখে নাই
হুমকি দিয়া কি লাভ মিয়া ফকিরের আর কিসের ভয়
রক্ত হাতে চশমা চোখে খুনি ক্যামনে শহীদ হয়
চামচিকারে বাংলাদেশে কে বানাইলো মাতাব্বর
লাল সবুজে শরিল ঢাকা সব শালার মির্জাফর
জয় জয় পাকিস্তান, জয় জয় মুছলমান
দালালরা সব ঐক্যজোটে দেশে বানাইছে গোরস্থান
ষরযন্ত্রের শিকার কিন্তু বঙ্গবন্ধু মরে নাই
মার্চ মাসের ভাষন আমি ঘুম থিকি শুনতে পাই
থানা পুলিশ ডাইকা আনো খুন খারাবি করতে চাই
বঙ্গবন্ধু বাইচা আছে বাঙালীরা বাইচা নাই
শেখ হাসিনার দলে আমি ভর্তি হইতে আসি নাই
আমি একজন বাংলাদেশী মুজিব হত্যার বিচার চাই।।
সারাদেশে শান্তি নাই, ফকির লাল এর ঘুম নাই
ভালা মাইনষের ভাত নাই, আদালতে আইন নাই
কোট কাচারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?
স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই
দেশপ্রেমীকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই
এই দেশেতে ঠাই নাই, এই দেশেতে মানুষে থাকলে
মুজিব হত্যার বিচার চাই!
কলম হাতে ফকির লালের আজকে যদি মৃত্যু হয়
আমার খাতায় জীবন যুদ্ধের এটাই সবচেয়ে বড় জয়
কথা দিছো দেকান খুইলা আমার কওয়ার আছে কি
ইচ্ছা মত দেশ চালাইলে গণতন্ত্রের দরকার কি
মাইরা ধইরা আছে যা সব খাতাতে আমার কি
চাউলের কেজি তিরিশ টেকা দিন মজুরে খাইবো কি
কৃষক শ্রমিক উপাস থাকলে স্বাধীনতার মূল্য কি
তোমার ভাই আমার ভাই ফাইজলামির আর সীমা নাই
সব ভাইয়েরি দেখা আছে কোনো ভাইরে বিশ্বাস নাই
বন্দুক নিয়া ঘুরলে কি লাভ গুল্লি যদি ফুটে না
পুলিশ থাইকা দেশের কি লাভ ডাকাইত যদি ধরে না
লালের যত মাথা ব্যাথা আর কি দেশে মানুষ নাই
সালাম রফিক রক্ত দিছে রাষ্ট্র ভাষা বাঙলা চাই
ওদের স্বপ্ন সফল হওয়ায় আমার কিন্তু কষ্ট নাই
মতিউর এর জাহাজ ভাঙ্গছে স্বপ্ন কিন্তু ভাঙ্গে নাই
আজকে দেশে মানুষ আছে একটা খালি প্রেমিক নাই
সারাদেশে শান্তি নাই, ফকির লাল এর ঘুম নাই
ভালা মাইনষের ভাত নাই, আদালতে আইন নাই
কোট কাচারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?
স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই
দেশপ্রেমীকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই
এই দেশেতে ঠাই নাই, এই দেশেতে মানুষে থাকলে
মুজিব হত্যার বিচার চাই!
শুনসি, অতি ম্রাত্মক গান আপনারে
বাহ!
এরচেয়ে দামী কথা আর কী আছে!
বাংলা র্যাপ
গানে কথা গুলো ভালো কিন্তু গান ভালো লাগেনি কারন র্যাপ আমার পছন্দ না।
মন্তব্য করুন