ইউজার লগইন

হাতুড়ে মুক্তগদ্য (শরীরের গান)

*

আমি দুরে বসে সিগারেটের সাথে কুয়াশার মিল খুঁজে ফিরি| আর টুপটাপ করে ক্লান্ত শিশির ঝরতে থাকে রাতের মসৃন সমভূমি বেয়ে| গানওয়ালারা সকল সুর ভুলে হামাগুড়ি দিয়ে চলে গেছে বহুদূরের বিছানায়| লেপের ওম|
বিন্দু বিন্দু ঘাম জমা করে শরীরের কানাগলিতে| কাগজের নৌকায় ভেসে আসা শব্দগুলো... চিরে চিরে ফেলে নিস্তব্ধতার জমাট বরফ|

**

দুই শরীরজাত গান হয়তো দারুন শ্রুতিমধুর| তা নাহলে নারী ও পুরুষ কেন সারাক্ষণ এই গানে আরো বেশি পারফেকশন আনবার চেষ্টা চালিয়ে যায়?

***

ঠোঁটের আর্দ্রতায় ভিজে আসে ঠোঁট| প্রত্যেকেরই জোড় বাঁধবার প্রবণতা| সকালের রোদ যেমন তোমার আলতো গালে ছুঁয়ে যায়| অশ্রুরা উথলে ওঠে নেশাতুর দু'চোখের ভিতর| চেপে রাখার চেষ্টায় ফুলে ফুলে ওঠে এলোমেলো পিঠ| থরথর কাঁপতে থাকে পুষে রাখা পায়রা দু'টো| অদম্য ভালোলাগার তাল তাল রঙ ছড়িয়ে যায় মনের আনাচে কানাচে...

****

সর্ষে তেলের পিদিম জ্বলে ঘরের কোণে| কাজলদানীতে জমা হতে থাকে কালো রক্তের কাজল| ঘুম ঘুম দুপুর বেড়ালদের নিঃশব্দ পায়ের শব্দে মুখর হয়ে ওঠে| আর কার্নিশ থেকে ডানা ঝাপটে উড়ে যায় নিঃসঙ্গ শালিক...

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

মেসবাহ য়াযাদ's picture


মাশাল্লাহ, লেখা উত্তম হৈছে। পিলাস

রায়েহাত শুভ's picture


ধৈন্যা ইয়াযাদ ভাই...

হাসান রায়হান's picture


মারহাবা মারহাবা। উমদা গদ্য।

কিছু  বুঝিনাই যদিও। Foot in mouth

রায়েহাত শুভ's picture


হেডিং পইড়াও যদি না বুঝেন :(

সোহেল কাজী's picture


বাহ!!! দারুন লাগলো

রায়েহাত শুভ's picture


ধন্যবাদ কাজী...

সুমনা's picture


ভাল লাগল।

রায়েহাত শুভ's picture


ধন্যবাদ ধন্যবাদ...

সাঈদ's picture


বাহ বাহ উমদা লেখা ।

১০

রায়েহাত শুভ's picture


খুশি হইলাম....
ধইন্যা...

১১

অতিথি পাখি's picture


বড়ই সৌন্দর্য্য লেখা !!

১২

রায়েহাত শুভ's picture


ধন্যবাদ... ধন্যবাদ...

১৩

নীড় সন্ধানী's picture


দুপুরের ফেরীওয়ালা হাঁক দিয়ে বলে,
আরাইহাপ্পানদুবিনুতিহাকাপ্পর!!!!

খুব ছেলেবেলার সেই হাঁকটা আজো কানে বাজে।

১৪

রায়েহাত শুভ's picture


আমারেও এরম একটা হাঁকের কথা মনে করে দিলেন...

কেরোসিন বেচতো ফেরিওয়ালাটা

কেরাসিন
আসীন তারাতারি...

১৫

তানবীরা's picture


দারুনয

১৬

রায়েহাত শুভ's picture


ধন্যবাদ...

১৭

নুশেরা's picture


সৌন্দর্য্য

১৮

রায়েহাত শুভ's picture


ধৈন্যাপত্র আন্টি...

১৯

টুটুল's picture


আহা... কতদিন পর তোমার জোশ একখান লেখা পর্লাম :)
মুগ্ধ

২০

রায়েহাত শুভ's picture


থেংকু টুটুলভাই...

২১

কাঁকন's picture


humm

২২

রায়েহাত শুভ's picture


humao ken???

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...