পলেস্তারায় জমে থাকা নাকফুলের শোকগাথা...
ভাঙাচোরা টিফিন ক্যারিয়ার,
মানুষ,
চোখের জল
সবাই মিলেছে এক মোহনায়...
প্রেয়সীর বুকে মাথা রেখে
নিশ্চিত নিশ্চিন্ত মৃত্যুর ভয়াবহতা
কিংবা
নুপুর পড়া একটা পায়ের আহাজারী...
দানবের দল
পাঁচতারা হোটেলে লিখে রাখে নিহতের তালিকা
এবং ক্ষতিপূরণ।
আর
খসে পড়া বিবিধ পলেস্তারায় জমে থাকে নাকফুলের শোকগাথা।
__________________________________________________________
অক্ষমের সামান্য উৎসর্গঃ- সাভারে রানা প্লাজা ধ্বসে আহত, নিহত এবং নিখোঁজ সকল ভাইবোন।
__________________________________________________________
দুইটি পেজ সর্বান্তকরণে চেষ্টা করে যাচ্ছে সাভারের ঘটনায় নিহত, আহত, নিখোঁজ মানুষগুলো এবং তাদের পরিবারের একটি সম্পূর্ণ তালিকা তৈরী করার। আসুন আমরা তাদের সাধ্যমত সাহায্য করি...
লেখাটা আরেকটু বিস্তারিত করা যায় না?
এতটুকু পড়ে অনেকেই বুঝতে পারবে না হয়তো।লিংক দুইটা নিয়া আরো কিছু কথা লিখে দেন।
হুম
দানবের দল জানেই না যে নগর পুড়লে দেবালয় এড়ায় না! হয়ত সেদিন বেশি দূরে না।
নাকফুলের শোকগাথা পড়েছি। বেদননার ঘোরে চমৎকার ।
অনেকদিন পর এই ঘটনাটায় শরীর খারাপ হলো। জীবন এতো কঠিন
মন্তব্য করুন