ইউজার লগইন

ডুবে যেতে থাকা স্বপ্নেরা

লেখালেখির সাথে প্রায় আড়িই হয়ে গেছে ইদানীং, কেন জানিনা। তারপরেও হঠাত হঠাত মাথার পোকাগুলো নড়েচড়ে ওঠে। একটা দু'টো শব্দ একটা দু'টো লাইন মাথার ভিতর খেলা করে।
এরকমই কিছু লাইন সাজিয়ে ফেললাম অনেক অনেক দিন পর। সেটাকে শেয়ার করার লোভ সামলাতে পারছিনা...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

P1080020.jpg

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

শালিকের চোখের কাজল মরে এলে;
পাখিগুলো সব ফুল হয়ে যায়।
কোমল শরীর নিয়ে ফুটে ওঠে অদ্ভুত সন্ধ্যায়,
বৃষ্টির ঘ্রাণ আর ভেজা ঠোঁটের ঘ্রাণ একাকার হয়ে যায়।
হাতের তালুতে আঁকা ভাগ্যরেখায় কাটাকুটি খেলার সাথী হয় অব্যক্ত যন্ত্রণা,
ডাইলিউটেড চোখের মণিতে ডুবে যেতে যেতে স্বপ্নেরা দপ করে জ্বলে ওঠে,
খুঁজে ফেরে খড়কুটো আর একটি নিশ্চিন্ত কাঁধ,
যেখানে অশ্রুরা নদী হয় পাহাড়ের কোল ঘেঁষে নামা ঝর্ণার ছায়া মেখে...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
DSC_5060.jpg
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

জেবীন's picture


ছবিটা প্রথমে কালার ছিলো না? সাদাকালোর চেয়েই অইটাই ভালো লাগছে, আকাশের রঙ, কাশফুল সবটা মিলিয়ে, এইখানে বিকেলের সেই আমেজ পাওয়া যাচ্ছে না।

রায়েহাত শুভ's picture


সাদাকালো জীবনে কি রঙীন ছবি তোলা যায়? আর সন্ধ্যাটা থাকুক না কিছুটা অদ্ভুতই...

মীর's picture


হাতের তালুতে আঁকা ভাগ্যরেখায় কাটাকুটি খেলার সাথী হয় অব্যক্ত যন্ত্রণা,
ডাইলিউটেড চোখের মণিতে ডুবে যেতে যেতে স্বপ্নেরা দপ করে জ্বলে ওঠে,

লাইন দু'টো ব্যপক ভাল্লাগলো। ব্যপক ভাবালোও। এত দারুণভাবে মানুষের কথা বলতে কিভাবে পারেন শুভ ভাই?

রায়েহাত শুভ's picture


আমিতো বরাবর নিজের কথাই বলি, হয়তো আমিও মানুষ তাই মানুষের কথাই হয়ে যায়...

আর কিভাবে পারি? এতে অবাক হবার কিছু নেই Wink

জ্যোতি's picture


এই কবিতাটা আমি বুঝছি । মনের ভাবনাগুলোর সাথে একেবারেই মিলে গেলো ।

রায়েহাত শুভ's picture


সব্বাই ব্লগে ঘুরাফেরা করলে কি যে ভালো লাগে...

বিষণ্ণ বাউন্ডুলে's picture


টিপ সই

শওকত মাসুম's picture


ছবি দেইখা কি কি কইতে হয় আমি জানি না। খালি কইলাম ভাল লাগছে। বেশি ভাল লাগছে ব্লগে পদধুলি দেওয়াটা

জেবীন's picture


আপ্নে সিনেমা ধূলি দিবেন না মাসুম্ভাই? Smile

১০

রায়েহাত শুভ's picture


আপনিও যদি এইভাবে বলেন মাসুম ভাই... ব্লগে আসি সবসময়, কিন্তু আলস্য করে লগিন করা হয়ে ওঠেনা Sad শেইম অন মি Sad

১১

সামছা আকিদা জাহান's picture


লেখা লেখি শুরু কর। আর ছবিটা দারুন হইছে। এখন রোজা ধরছে আর কিছু তাই লিখলাম না। ব্লগে ঘুরে ঘুরে সময় ভালই কাটছে। তবে আজকের লেখকেরা ভাল লেখক।

১২

রায়েহাত শুভ's picture


অন্নেক ধইন্যা রুনা আপু...

১৩

নিভৃত স্বপ্নচারী's picture


ছবি, লেখা দুটোই ভাল পাইলাম।
মাথার পোকাগুলো প্রতিদিনই নড়েচড়ে ওঠুক, তবে যদি কিছু লেখা পাওয়া যায় Tongue

১৪

রায়েহাত শুভ's picture


আহা! বহুদিন পর ব্লগে লেখা দিয়া মনটাই ভইরা গেল... সবাই যদি এরকম ইন্টারেক্ট করতাম...

১৫

আরাফাত শান্ত's picture


Smile

১৬

রায়েহাত শুভ's picture


Smile আমিও পারি Tongue

১৭

টোকাই's picture


Smile

১৮

রায়েহাত শুভ's picture


আমিও পারি Wink

১৯

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কবিতা বুঝিনাই,
ছবি ভাল্লাগছে।

২০

রায়েহাত শুভ's picture


কে বেশি পাগল ছবি না কবিতা... [কবির সুমনের গানের লাইনটা নিজের মত করে লিখলাম] Tongue

২১

তানবীরা's picture


ছবি আর কবিতা দুটোই ভাল লাগছে Big smile

২২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আপনের লেখায় ডুব দেওয়ার অন্যরকম একটা মজা আছে,
মন মেজাজ উদাসিন টাইপ ভালো হইয়া যায়। Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...