ডুবে যেতে থাকা স্বপ্নেরা
লেখালেখির সাথে প্রায় আড়িই হয়ে গেছে ইদানীং, কেন জানিনা। তারপরেও হঠাত হঠাত মাথার পোকাগুলো নড়েচড়ে ওঠে। একটা দু'টো শব্দ একটা দু'টো লাইন মাথার ভিতর খেলা করে।
এরকমই কিছু লাইন সাজিয়ে ফেললাম অনেক অনেক দিন পর। সেটাকে শেয়ার করার লোভ সামলাতে পারছিনা...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শালিকের চোখের কাজল মরে এলে;
পাখিগুলো সব ফুল হয়ে যায়।
কোমল শরীর নিয়ে ফুটে ওঠে অদ্ভুত সন্ধ্যায়,
বৃষ্টির ঘ্রাণ আর ভেজা ঠোঁটের ঘ্রাণ একাকার হয়ে যায়।
হাতের তালুতে আঁকা ভাগ্যরেখায় কাটাকুটি খেলার সাথী হয় অব্যক্ত যন্ত্রণা,
ডাইলিউটেড চোখের মণিতে ডুবে যেতে যেতে স্বপ্নেরা দপ করে জ্বলে ওঠে,
খুঁজে ফেরে খড়কুটো আর একটি নিশ্চিন্ত কাঁধ,
যেখানে অশ্রুরা নদী হয় পাহাড়ের কোল ঘেঁষে নামা ঝর্ণার ছায়া মেখে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ছবিটা প্রথমে কালার ছিলো না? সাদাকালোর চেয়েই অইটাই ভালো লাগছে, আকাশের রঙ, কাশফুল সবটা মিলিয়ে, এইখানে বিকেলের সেই আমেজ পাওয়া যাচ্ছে না।
সাদাকালো জীবনে কি রঙীন ছবি তোলা যায়? আর সন্ধ্যাটা থাকুক না কিছুটা অদ্ভুতই...
লাইন দু'টো ব্যপক ভাল্লাগলো। ব্যপক ভাবালোও। এত দারুণভাবে মানুষের কথা বলতে কিভাবে পারেন শুভ ভাই?
আমিতো বরাবর নিজের কথাই বলি, হয়তো আমিও মানুষ তাই মানুষের কথাই হয়ে যায়...
আর কিভাবে পারি? এতে অবাক হবার কিছু নেই
এই কবিতাটা আমি বুঝছি । মনের ভাবনাগুলোর সাথে একেবারেই মিলে গেলো ।
সব্বাই ব্লগে ঘুরাফেরা করলে কি যে ভালো লাগে...
ছবি দেইখা কি কি কইতে হয় আমি জানি না। খালি কইলাম ভাল লাগছে। বেশি ভাল লাগছে ব্লগে পদধুলি দেওয়াটা
আপ্নে সিনেমা ধূলি দিবেন না মাসুম্ভাই?
আপনিও যদি এইভাবে বলেন মাসুম ভাই... ব্লগে আসি সবসময়, কিন্তু আলস্য করে লগিন করা হয়ে ওঠেনা শেইম অন মি
লেখা লেখি শুরু কর। আর ছবিটা দারুন হইছে। এখন রোজা ধরছে আর কিছু তাই লিখলাম না। ব্লগে ঘুরে ঘুরে সময় ভালই কাটছে। তবে আজকের লেখকেরা ভাল লেখক।
অন্নেক ধইন্যা রুনা আপু...
ছবি, লেখা দুটোই ভাল পাইলাম।
মাথার পোকাগুলো প্রতিদিনই নড়েচড়ে ওঠুক, তবে যদি কিছু লেখা পাওয়া যায়
আহা! বহুদিন পর ব্লগে লেখা দিয়া মনটাই ভইরা গেল... সবাই যদি এরকম ইন্টারেক্ট করতাম...
আমিও পারি
আমিও পারি
কবিতা বুঝিনাই,
ছবি ভাল্লাগছে।
কে বেশি পাগল ছবি না কবিতা... [কবির সুমনের গানের লাইনটা নিজের মত করে লিখলাম]
ছবি আর কবিতা দুটোই ভাল লাগছে
আপনের লেখায় ডুব দেওয়ার অন্যরকম একটা মজা আছে,
মন মেজাজ উদাসিন টাইপ ভালো হইয়া যায়।
মন্তব্য করুন