ইউজার লগইন

স্ক্রিবলস...

২৫০৯১৩
সাদাকালো আকাশের অশ্রু মেখে বিষণ্ণ হয় কাশদল...

২৭০৯১৩
বৃষ্টি থেমে এলে স্থবির নগর
কাদা মাখা পথে বিহ্বল ইঁদুরের পাল...

২৮০৯১৩
ফুলার রোডে সন্ধ্যা নামে...
রঙীন অন্ধকার...
চোখের কোনের অশ্রু আর এলোমেলো কথামালা
বার বার হারিয়ে যেতে থাকে রিকশার ঘন্টায়...
তুই...
ভালো থাকিস রঙীন অন্ধকার রাতে
ঘুমন্ত বালিশের আদরে...

০৪১০১৩
শহর ভরা মেঘের গুঁড়ো,
আকাশ ভরা মেঘ
দুপুর জুড়ে সাঁঝের মায়া,
অবাক দিনের শেষ..

০৯১০১৩
ভুলে যাবার চেষ্টা আসলে তোমারই স্মৃতিচারণ..

১২১০১৩
অনিবার্য সকাল হেঁটে আসে,
মৃদুপায়ে;
আধা জোছনার নাগরিক পথ ধরে...

১৯১০১৩
রাত কিভাবে কালো হয়?

২০১০১৩
পাঁচিল ভাবলেই তোমার চোখ।
মেলে ধরা হাতের পাতায় লালচে আলো।
এসফল্ট, কালো ধোঁয়া আর ধুলো ওড়া বাতাসের পটভুমিতে দৃঢ় সংবদ্ধ চিবুক।

পাঁচিল ভাবলেই পায়ে দলে যাওয়া রোদ।
ড্রেনে পড়ে থাকা শুকনো পাতা।
ওভারব্রীজের জলাকীর্ণ সিঁড়িতে খানিকটা চাঁদ।

পাঁচিল ভাবলেই আমার অস্থিরতা এবং ভুল।

২৩১০১৩
দেয়ালে দেয়ালে ছায়া দিয়ে আঁকা গল্পগুলো সব পাখি হয়ে যায় কৃষ্ণপক্ষের রাতে...

২৪১০১৩
বিচ্ছিন্ন ফুলের দল ছায়া ফেলে চোখ, মন এবং আরোপিত সহজিয়া আচরণ
স্তিমিত আলো হঠাৎ ঝালর দোলায় স্মৃতির পথে পথে...

২৭১০১৩
বলছিলাম হ্যালুসিনেসনের কথা। যেখানে পাখা বদলে নিতে উইপোকারা আসে সিঁড়িঘরের আলো আঁধারে...

০৪১১১৩
দিনদিন ইউনিকর্ন হয়ে উঠি মানুষ ভরা শহরে...

১১১১১৩
আধা চাঁদের জোছনা আর নারকোল পাতায় মর্মর
ভুলিয়ে দেয় সব স্মৃতি।
আকাশের রঙ খসে পড়ে অবিন্যস্ত ভাবনায়।
তুমি তুমি বলে চিৎকার করে ওঠে সমগ্র চরাচর।
আসো।
পাশে বসো বিষণ্ণ চোখ।
দ্রৌপদী জন্ম শেষে,
আমার আলিঙ্গনে পূর্ণ চাঁদ হয়ে ওঠো প্রাগৈতিহাসিক সময়ের মেঘ...

১৩১১১৩
আমার শহরে শীতার্ত জোছনা নামে হলদে পাতার টানে। ভীড়ের ফুটপাথে ডানা মুড়ে বসে থাকে মীথ। কুকুরের দল বারবার ছুঁয়ে যায় স্বর্গভ্রষ্ট কন্যার শরীর। হাসির মুখোশে লুকানো তিরতিরে অশ্রুবিন্দু চমকায় মাঝে মাঝে...

১৬১১১৩
ভেবেছিলাম, বিকেলের রোদ খেলবে মৃদু নীল শাড়িতে
ভেবেছিলাম, আলতো কাজল থাকবে চোখের কার্ণিশে
ভেবেছিলাম, রক্তাভ টিপে সাজবে কপালের জমিন
ভেবেছিলাম, নাকফুলে ঝলকাবে দুরন্ত হাসি
ভেবেছিলাম, বাতাসে ভাসবে ভায়োলিন আর বাঁশির যুগলবন্দী
ভেবেছিলাম, আকাশে থাকবে চতুর্দশী চাঁদ
ভেবেছিলাম...

২৭১১১৩
সময় চলে যায় না, আমরাই বরং সময়কে ফেলে চলে যাই না ফেরার পথে...

২৭১১১৩
আমার দু'হাতে রেশম কোমল বাতাস ধরেছি
আমার দু'চোখে জলের স্পর্শ পেয়েছি
আমি জানি কতটা কষ্ট পেলে হৃদয় ভেঙেচুড়ে যায়
আমি জানিনা কোথায় গেলে সুখ পাওয়া যায়...

০৯১২১৩
hostile
_______
সময়ের সাথে সাথে হস্টাইল হয়ে উঠি
কারণ,
শহরে বিবিধ হস্টিলিটি নড়েচড়ে বেড়ায়
নড়েচড়ে বেড়ায় একাধিক দু'মুখো সাপ...

১৬১২১৩
কাছে আসতে পাশে বসতে হয়না...

২২১২১৩
ঘিরে থাকা কুয়াশারা অস্থির হ'লে;
বৃষ্টি নামে পৌষী কৃষ্ণপক্ষের রাতে।
আমাদের ওম ভরা লেপের দল গ্ল্যামার হারায়।
নির্ঘুম অন্ধকার সাড়া দেয় দেয়ালঘড়ির ছন্দে।
আর সময় হেঁটে চলে শ্লথ পায়ে,
বিষণ্ণ ভোরের গান গেয়ে...

পোস্টটি ২০ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


নিজের মতন করে বুঝে নিছি! ভালো লাগছে Smile

তানবীরা's picture


পড়েছি .।.।.।.।.। .।।

ফেবুতেও

পোষ্ট সরিয়েছো কেন?

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অদ্ভুত নেশাধরা লেখা..

প্রিয়'s picture


ফুলার রোডে সন্ধ্যা নামে...
রঙীন অন্ধকার...
চোখের কোনের অশ্রু আর এলোমেলো কথামালা
বার বার হারিয়ে যেতে থাকে রিকশার ঘন্টায়...
তুই...
ভালো থাকিস রঙীন অন্ধকার রাতে
ঘুমন্ত বালিশের আদরে...

কিভাবে পারেন এরকম লিখতে! এই প্যারাটা পড়ে মনে হল আমার মনের কথা লিখসেন। ছ্যাঁত করে উঠলো। শুভ ভাই আর ব্লগিং করেন না কেন? মিসাই আপনারে খুব।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...