ইউজার লগইন

ই-বুকঃ মুক্তিযুদ্ধ ১৯৭১, ডিসেম্বরের দিনগুলি / নুরুজ্জামান মানিক

ebook.jpg

বাঙ্গালীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা একাত্তরের মুক্তিযুদ্ধ। ডিসেম্বর আমাদের রক্তস্নাত বহু প্রতীক্ষিত বিজয়ের মাস। আর ১৬ ডিসেম্বর ১৯৭১ বাঙ্গালীর হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। শত সমালোচনা, শত দূর্বলতা, শত নেতিবাচক দিক থাকা স্বত্তেও এটা সূর্যের মতো দেদীপ্যমান যে, লক্ষ প্রাণের বিনিময়ে এদিনই বাঙ্গালী সর্বপ্রথম যথার্থভাবেই বাংলাদেশের শাসনভার পরিচালনার পর্যায়ে উপণীত হয়েছিলো।

একাত্তরের ডিসেম্বরের সেই দিনগুলো ছিলো অত্যন্ত ঘটনাবহুল ও তাৎপর্যপূর্ন। নুরুজ্জামান মানিক এর লেখা সেইদিনগুলোর ঘটনা এবছর ডিসেম্বর মাসের প্রতিদিন “আমরা বন্ধু” ব্লগে সিরিজ আকারে প্রকাশিত হয়েছে। সেই সিরিজেরই সংকলন এই ই-বুক “মুক্তিযুদ্ধ ১৯৭১, ডিসেম্বরের দিনগুলি”

বইয়ের ভূমিকায় লেখক জানিয়েছেনঃ

“আমার স্বীকার করতে দ্বিধা নেই, এই জাতীয় রচনা ত্রুটিমুক্ত হতে পারে না। প্রাসঙ্গিক অনেক ব্যক্তি / ঘটনা হয়তো বাদ গেছে, যা বললে এই গ্রন্থের মর্যাদা বৃদ্ধি পেতো। আবার যাদের বা যেসব ঘটনা বলা হয়েছে, তাদের প্রসঙ্গে হয়তো কোন তথ্য বাদ পড়ে গেছে, যার দরুন সংশ্লিষ্ট রচনার অঙ্গহানী ঘটেছে। আমার এটাও স্বীকার করতে দ্বিধা নেই, যে এই জাতীয় গ্রন্থ প্রনয়নে যে পরিমান ভাষা দখল, অধ্যয়ন ও গবেষনা দরকার তা আমার নেই।

এটাও অনস্বীকার্য যে, এই রচনাটি মৌলিক নয়। বেশকিছু পুস্তক, দেশী ও আন্তর্জালিক সূত্র, বিদেশি পত্রপত্রিকা থেকে অকুন্ঠচিত্তে সাহায্য নিয়েছি। অসংকোচে তাদের কথা বা পরিবেশিত তথ্যও উদ্ধৃত করেছি।”

ই-বুক এর ডাউনলোড লিঙ্ক
ই-বুক এর অনলাইন ভিউয়ার লিঙ্ক
এখানেও দেখতে পারেন

পোস্টটি ৮২ জন ব্লগার পছন্দ করেছেন

মাহমুদ's picture


ই-বুক ডাউন লোড করে আই প্যেডে রেখে দিয়েছি কিন্তু হার্ড কভার হলে আরও ভাল হতো
বই মেলা আয়োজনে একটা হার্ড কভারের উদ্যোগ নেয়া যায়না? আমি জানি ধীরে ধীরে আমরা সবাই একটা কাগজ হীন পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু তাতে কি সবাই বদলালেও আমি বদলাব না। জীবনে আর কিছু করি বা না করি দেশ পার্মানেন্ট ফেরার পর নিজের বাসায় ছোট একটা লাইব্রেরী করব এটা আমার নিজের কাছে নিজের প্রমিজ
স্যেলুট মানিক ভাই কে আবার

নুরুজ্জামান মানিক's picture


fyi, বইমেলায় এটি প্রকাশিত হবে

রাসেল আশরাফ's picture


প্রিয়তে নিলাম মানিক ভাই।
আবারো ধন্যবাদ আপনাকে। Smile

স্বপ্নের ফেরীওয়ালা's picture


ই-বুক আর বই দুইটাই খুব ভাল উদ্যোগ হয়েছে

~

সুদূরের পিয়াসী's picture


বইটা পড়ার একটা ভালো আকর্ষণ বোধ করছি । ইবুক নামিয়ে পড়বো জলদি ।

টুটুল's picture


টিপ সই

প্রিয়'s picture


ইবুক নামিয়ে পড়বো জলদি ।

বিষাক্ত মানুষ's picture


দারুন একটা কাজ হয়েছে এটা। Smile

জেবীন's picture


দারুন একটা কাজ হইছে এটা, মানিক ভাই তো অতি অবশ্যই সাথে যারা এত্তো দ্রুততার সাথে সুন্দর এই বইটা তৈরী করাতে জড়িত ছিলেন সবারই ধন্যবাদ প্রাপ্য! Smile

১০

তানবীরা's picture


প্রিয়তে নিলাম

যারা এত্তো দ্রুততার সাথে সুন্দর এই বইটা তৈরী করাতে জড়িত ছিলেন সবারই ধন্যবাদ প্রাপ্য!

১১

গৌতম's picture


ইবুকের জন্য মানিক ভাই এবং এবির সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটি যদি ছাপানো হয়, তাহলে মানিক ভাইকে অনুরোধ থাকবে- ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত কাভার করার জন্য। বিজয়ের পরের দিনগুলোর অবস্থাও আমাদের জানা থাকা দরকার।

১২

একজন মায়াবতী's picture


দারুণ তো!!! যারাই এতো কমসময়ে জরুরী এই বইটা তৈরী করাতে জড়িত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ

১৩

সাঈদ's picture


বিজয়ের পরের দিনগুলিও জানা দরকার - সহমত গৌতমদার সঙ্গে।

১৪

শওকত মাসুম's picture


দারুণ একটা কাজ। সংগ্রহে থাকলো

১৫

অনন্যা's picture


টিপ সই

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

পুস্তক's picture

নিজের সম্পর্কে

এটা শুধুমাত্র eপুস্তক সংক্রান্ত পোস্ট এবং eপুস্তকে প্রকাশিত লেখা ব্লগে প্রকাশের জন্য ব্যবহৃত

সাম্প্রতিক মন্তব্য