ইউজার লগইন

পিকনিক !!! পিকনিক !!! পিকনিক !!! আপডেট নিউজ !!!

সুধী,

অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে আগামী ১৮-০১-২০১৩ ইং , রোজ শুক্রবার , পিকনিক এর দিন ধার্য্য হয়েছে।

পিকনিকের স্থান হিসাবে এবার মুন্সীগঞ্জ এর স্যার জগদিশ চন্দ্র বসু কমপ্লেক্স মনোনীত করা হয়েছে। ছায়া সুনিবিড়, বিস্তৃত পুকুর সহ মনরোম পরিবেশে সকলে সারাটাদিন হৈ হুল্লোড়, আড্ডাবাজি, ছবি তুলে, গান বাজনা করে , খাওয়া-দাওয়া করে আনন্দে কাটিয়ে দিতে পারবে এই আশা করছি।

আমরা বন্ধু ব্লগ , আমরা বন্ধু ফেসবুক গ্রুপ এবং আমরা বন্ধু ফটোগ্রাফি ক্লাব যৌথ ভাবে পিকনিকের আয়োজন করবে এবার।

পিকনিকের চাঁদাঃ জনপ্রতি ৭০০ টাকা। (সাতশত টাকা মাত্র)

জমা দেবার শেষ তারিখঃ ১১ই জানুয়ারী ২০১৩। (ওয়ান ইলেভেন)

আগামী ১০ই জানুয়ারী, ৭ টায় ছবির হাটে আপনাদের টাকা জমা নেবার জন্য এবং বিস্তারিত আলাপের জন্য আমি, সর্বজনাব টুটুল , সর্বভাই মেসবাহ ভাই সহ অনেকেই উপস্থিত থাকবো । ১০ তারিখ আসতে না পারলে ১১ তারিখ সন্ধ্যার পর মিরপুর এসে জমা দিয়ে যাবেন।

কনফার্ম ব্যাক্তির তালিকা এখানে আপডেট করা হবে।

১। সাঈদ
২। টুটুল
৩। নাজ , ঋহান
৪। আসাদ
৫। জিয়াউদ্দিন
৬। শান্ত
৭। আয়েশা আক্তার সুমি - ৪ জন
৮। সামিয়া হোসেন - ৩ জন
৯। ফজলে রাব্বি সিদ্দিকী - ২ জন
১০। সুমন+বউ, নন্দিতা, ফাহমিদ, সজীব = ৫জন
১১। আঞ্জুমান , ফাহিম = ৩ জন

সাথে বিশিষ্ট ফটোগ্রাফার টুটুল চৌধুরীর তোলা পিকনিক স্পটের কিছু ছবি দেয়া হোল।

picnic4.jpg

picnic3.jpg

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


যেহেতু এইখানে আমার ফটুক আছে সেহেতু এই পোস্ট স্টিকি করা হোক Smile

সাঈদ's picture


ঠিক ঠিক। মডু কই ?

উচ্ছল's picture


Smile Party

টুটুল's picture


আগ্রহীদের নাম লিপিবদ্ধ করার অনুরোধ জানাই

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ফাইনাল এক্সামের আগের দিন পিকনিক, এইডা কিছু হইল! Sad

পিকনিকে কোন মজা নাই! আঙ্গুর ফল টক! Stare

তবুও, সকলের জন্য শুভকামনা।

টুটুল's picture


পরীক্ষা দিয়া জীবনে কেউ কিছু করতে পারছে? Wink

বিলগেটস/স্টিভজবস... এরা কতদুর লেখাপড়া করছে?

মীর's picture


দারুণ তো! সাধু উদ্যোগ।

রুম্পা's picture


পার্টি

নিভৃত স্বপ্নচারী's picture


দারুন উদ্যোগ।
জায়গাটা মনে হচ্ছে বেশ সুন্দর !

১০

রায়েহাত শুভ's picture


আমিও যাইতে চাই, আমারে নিবেন?

১১

নেয়ামত's picture


আপনিতো পোড়া কপাইল্যা । দেখেন এইখানেও শেষ পর্যন্ত যাওয়া হয় কিনা!!!! ব্যাপক মিসামু।

১২

আরাফাত শান্ত's picture


সুপার উদ্যোগ!

১৩

একজন মায়াবতী's picture


পার্টি

১৪

জ্যোতি's picture


দারুণ ব্যাপার তো! ঈদ ঈদ লাগছে। Big smile
নাম লেখাইলাম।

১৫

নীড় _হারা_পাখি's picture


ধইন্যা পাতা Party নৃত্য নৃত্য

১৬

স্বপ্নের ফেরীওয়ালা's picture


পিকনিক লাইভ টেলিকাস্ট করা হোক..

~

১৭

সাঈদ's picture


যারা যারা যেতে ইচ্ছুক , জানিয়ে দিন অনুগ্রহ করে। নাম লিপিবদ্ধ করা হবে ।

১৮

অতিথি hasan's picture


Bah! Jaygata to besh sundor! Otithi-ra ki jete pare na?

১৯

সাঈদ's picture


অতিথিরাও পারবে ।

২০

শাশ্বত স্বপন's picture


বসু ইন্সটিটিউটে আমার এক বড় ভাই চাকুরী করে। স্পটের দারোয়ান মোবারক এর সাথে বাবুর্চি, কাঠ ইত্যাদি দরকারে যোগাযোগ করতে পারেন। হ্যা, আমার বাড়ী এই এলাকায়..। যদি ১৫/১৬ তারিখে বান্দরবানের কেওকাড়াডং, পাদিপাই ঝরণা, কাজিংডং-এ না যাই, তবে আমি হয়তো আপনাদের সাথে খাকব।

এখানে কিছুতেই ছবি দিতে পারলাম না। যদি আপনাদের সামান্য কাজে লাগে তাই ড্রাফট করা লেখাটা সামুতে এক দিনের জন্য প্রকাশ করে একটা লিঙ্ক দিলাম http://www.somewhereinblog.net/blog/sswapan/29740295। একদিন পর এটা ড্রাফটে চলে যাবে।

২১

সাঈদ's picture


ভাই আমি ফেব্রুয়ারি তে কেওক্রাডাং যাবো , তখন চলেন আমাদের সাথে। আর এখন চলেন পিকনিকে ।

২২

শাশ্বত স্বপন's picture


সাইদ ভাই, বান্দরবানের তারিখ আজ ১১.০১.২০১৩ সিদ্ধান্ত হল। গ্রুপে ১০ জন। গতবার বগালেগ, কেওকারাডং, জাদিপাই ঝরনায় গিয়েছি(http://www.sswapan.blogspot.com/2012/10/blog-post_6640.html) এবার একই রুটে গিয়ে ফিরে আসব তাজিংডং হয়ে...

তাহলে থাকছি, আপনাদের সাথে, দেখা হবে।

২৩

টুটুল's picture


পোস্টটা এইখানে রাখেন... তাইলেইতো আমাগো কামে লাগে Smile

আর রান্নাবান্না/বাবুর্চি নিয়া কথা আগান... জরুলী Smile

২৪

সাঈদ's picture


স্বপন ভাই , আপনার সাথে যোগাযোগ করতে চাই। আমার নম্বরে একটা কল করতে পারবেন - 01965512242.

২৫

মেসবাহ য়াযাদ's picture


আমিও যামু Wink

২৬

রায়েহাত শুভ's picture


আমার নাম ল্লিক্ষে দাও... গানা গাইতে গাইতে নাম লিখে গেলুম...

২৭

টুটুল's picture


রাজন + ভাবী

২৮

অকিঞ্চনের বৃথা আস্ফালন's picture


দারুন তো! ব্লগের আয়োজনে পিকনিক!
ঢাকা থাকলে যাওয়ার চেষ্টা করতাম।

২৯

টুটুল's picture


হাসিন ভাই+৪

৩০

ছায়ার আলো's picture


স্পট ব্যাপক ভাল্লাগসে! আমি, কনক,আয়েশা কনফার্ম Party

৩১

উচ্ছল's picture


সাইদ ভাই, মিরপুর কোথায়?

৩২

জ্যোতি's picture


আমার নাম কই?

৩৩

তানবীরা's picture


পিকনিকে কোন মজা নাই! আঙ্গুর ফল টক!

তবুও, সকলের জন্য শুভকামনা।

৩৪

রাসেল আশরাফ's picture


এই এক পিকনিক নিয়ে এতো লাফানোর কী আছে? মাথায় আসতেছে না। Tongue

৩৫

মেসবাহ য়াযাদ's picture


কয়জন হৈলো... Big smile

৩৬

টুটুল's picture


বাস ভৈরা গেছে Smile

৩৭

আসমা খান's picture


ভরা বাসে অনেক মজা, ইস জায়গাটা কি সুন্দর!!! যদি যেতে পারতাম!!

সব্বাইকে নুতন বছরের শুভেচ্ছা জানাই।

Smile

৩৮

আরাফাত শান্ত's picture


কনফার্ম!

৩৯

টুটুল's picture


আজকে আয়শা আক্তার সুমি'র টাকা পেলাম... সুমিরা ৪ জন

৪০

অতিথি's picture


Welcome
চোখ টিপি

৪১

মৃন্ময় মিজান's picture


এহন পর্যন্ত আমি সহ ৬ জন। Sad

৪২

টুটুল's picture


এ পর্যন্ত যারা যারা যাওয়ার জন্য নাম জমা দিয়েছেন... তারা সব্বাই যদি ১০ তারিখের মাঝে টাকা জমা করেন তাহলে নতুন সদস্য নেয়া সম্ভব হবে না।

৪৩

টুটুল's picture


সুমন+বউ, নন্দিতা, ফাহমিদ, সজীব = ৫জনের টাকা পাইলাম Smile

৪৪

রুম্পা's picture


আমার টাকা নাকি টুটুল ভাই দিয়ে দিচ্ছে?? Tongue ধন্যবাদ কিন্তু... Crazy

৪৫

সাঈদ's picture


তাইলে আপনার খাবার টাও কি টুটুল ভাই খাবে ? Tongue

৪৬

টুটুল's picture


অংশগ্রহনকারী সকল বন্ধুদের সহযোগীতায় চমৎকার এবং সফল একটা পিকনিক সম্পন্য করার জন্য সব্বাইকে ধন্যবাদ। হাতে হাতে সকল কাজ আপন ভেবে করে গেছেন। কেউ কোন ভুল ধরতে যায় নি... এই না হলে বন্ধুতা? জীবনের এই ছোট পরিসরে এই সব মুহুর্ত গুলো বেচে থাকাকে অনেক বেশী যৌক্তিক এবং আনন্দময় করে তোলে।

জয়ীতা জেবীনকে পিকনিকের জিকির শুরু করার জন্য ধন্যবাদ। সাঈদকে উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ... আর মেসবাহ ভাইকে মেসবাহ ভাই হওয়ার জন্যই ধন্যবাদ Smile ...

তবে বিশেষ ধন্যবাদ প্রাপ্য দুইটা ছেলে... রনি এবং রাব্বি... পিকনিকের বাস, বাবুর্চি, বাজার, রান্নায় সহযোগীতা, এবং ফিরে আসা পর্যন্ত সবগুলো কাজ ব্যাপক পরিশ্রমের... কিন্তু কি হাসি মুখেই না করে গেল ছেলে দুটো... তোমাদের আসলে ধন্যবাদ দিলেও তোমাদের কাজের ওজনের সমনা হবে না... স্যালুট দুই বস কে Smile

সকলের অবগতির জন্য জানাই... আমাদের বাস যখন খারাপ হয়ে গিয়েছিল... তখন রনি নতুন বাস আনতে গিয়ে এক্সিডেন্ট করেছিল.. ছেলেটা সেই মুহুর্তে আমাদের বিষয়টা জানতে দেয় নি Sad ... ব্যাথাটা চেপে হাসিমুখে আমাদের ঢাকা পর্যন্ত পৌছানোর ব্যবস্থা করেছে... Sad ... তোর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা...

সবশেষে সফল ভাবে পিকনিক সুসম্পন্য করার জন্য মাইকে সব্বাইরে ধইন্যা Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাঈদ's picture

নিজের সম্পর্কে

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।