ইউজার লগইন

বয়ে চলা জীবন কাব্যের পান্ডুলিপি - ৮

ব্লগে আসা হয় না নিয়মিত। কমতে কমতে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে পোষ্ট দেয়া।

কেন আসা হয় না তাঁর কোন সদুত্তরও নেই। সারাটাদিন ফেসবুকেই থাকা হয় বেশি। ফেসবুকেও করার কিছু থাকেনা , বসে বসে পোষ্ট দেখি, লিঙ্ক শেয়ার দেখি , ছবি দেখি , নোট দেখি আর লাইক দেই। মন চাইলে কমেন্ট।

একরকম জড়তা , অবসাদগ্রস্ততা গ্রাস করছে ধীরে ধীরে। অফিসে আসা যাওয়ার পথে নানা রকম চিন্তা , কতো ভাবনা এসে জড়ো হয় ।ভাবি , ব্লগে একটা পোষ্ট দেই। অফিসে ঢুকলে বা বাসায় ঢুকা মাত্রই কেন জানি উবে যায় কর্পুরের মতন ইচ্ছাটা। লেখা হয়ে উঠেনা। কিংবা হয়তো লেখালেখির যতটুকু শক্তি ছিলো , শেষ হয়ে গিয়েছে। আগেও যে খুব লিখে উল্টায় ফেলতাম, খুব যে ভালো গল্প উপন্যাস লিখতাম - তা নয়। আমি রাইটার নই , তাই বলতেও পারছিনা রাইটার্স ব্লক ।

তবে এখন ঘুরাঘুরি বেড়ে গেছে অনেক। সময় বানিয়ে নিয়েই দৌড় দেই ঢাকার আশে পাশে কিংবা আরেকটু দূরে । সাথে থাকে ক্যামেরা। না , আমি ফটোগ্রাফারও নই। ক্লিক করা আমার শখ। ক্লিক করতেই থাকি ।

অনেক কিছু করার শখ ছিলো, অনেক কিছু হবার শখ ছিলো। কিছুই করতে পারিনি, কিছুই হতে পারিনি। একটা সময় স্বাভাবিক জীবন যাপন টাই ছিলো কঠিন, লড়াই করতে গিয়ে শখ গুলো কখন যে মরে গেছিল, খেয়াল করি নাই। সময়ের সাথে সাথে আবার কিছু কিছু ইচ্ছা গুলো জন্মাতে শুরু করেছে আগাছার মতন।

জীবনে চলার পথ কখনোই মসৃন ছিল না। এখনো চলছে সেরকম অমসৃন পথে হাঁটা । হয়তো এই কারণেই হাঁপিয়ে উঠি । শুদ্ধ অক্সিজেনের জন্য দৌড়াই কিংবা দূরে গিয়ে ভুলে থাকতে চাই বাস্তবতা কিংবা ফেসবুকের নানান মানুষের ভীড়ে নিজেকে ব্যস্ত রাখতে চাই ।

এই ভুলে যাইতে গিয়ে , ব্যস্ত রাখতে গিয়ে মাঝে উদভ্রান্তের মতন দৌড়াদৌড়ি করি। চুপ করে বসে থাকি নিজের মনের আঙিনায় । স্বপ্নের কুয়াশা লাগা চোখে দেখি নিদারুন দাবদাহ। যেন পুড়িয়ে চলেছে অবিরত।

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


বয়েস তো কম হলো না বেলায় বেলায় এখন কি আর ব্লগিংয়ে মন বসে?
আরো কিছু লিখতে পারতেন যাই লিখছেন তাই মন্দ না!

সাঈদ's picture


কত বয়স্ক লোক ব্লগিং করতেছে Sad

আরো কিছু লিখতে পারতাম কিন্তু ঐ যে , পারিনা।

তানবীরা's picture


সময় বানিয়ে নিয়েই

কথাটা দারুন লাগলো, পুরো মেঘলৎ মতো ইংরেজি থেকে বাংলা "make time"

শুদ্ধু না শুদ্ধ হবে Big smile

যা আছেন অনেক ভাল আছেন, আশেপাশে তাকিয়ে দেখেনতো কয়জন আপনার মতো আছে Big smile

সাঈদ's picture


অনেকের থেকে ভালো আছি কিন্তু আবার অনেকের থেকে খারাপ আছি।

আমি উপরের দিকে তাকাতে চাই, উপরে উঠার জন্য।

তানবীরা's picture


ভগবান দড়ি ফালা, সাঈদ ভাই বাইয়া উডি যাক Wink Tongue

সাঈদ's picture


তাও বিয়ে করা থেকে তো ভালো। ধুঁকে ধুঁকে মরার থেকে ।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


বিয়ার বয়স হইছে আপনের,
আর কিছু না! Tongue

সাঈদ's picture


বিয়ার বয়স হয় নাই, হয়ে পার হয়ে গেছে। Crazy

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ক্যান, ৮০ পার হৈয়া গেছে নাকি?!

১০

গ্রিফিন's picture


বিয়াকৈরালান

১১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ব্লগের হগ্গলের অটো দাওয়াত! Tongue Laughing out loud

১২

সাঈদ's picture


পাত্রী দেখেন। যার বাপের অনেক টাকা আছে, কালো টাকা হৈলেও সমস্যা নাই। অনেক ক্ষমতা আছে । বিয়ের পর বিশাল যৌতুক দিবো । এরকম একটা পাত্রী খুজে দেন, বিয়া করি ।

১৩

গ্রিফিন's picture


আরীক্ষাইচে। এরাম পাত্রী পাইলে আপ্নে বিয়া করনেরাগে আম্রারে একখান খব্র দিয়েঙ্গো। মাউলা চাহেতো সুন্নতডি পালন কৈরাই ফেলাইয়াম।

১৪

সাঈদ's picture


ধুর । কেউ কোন কামের না , হুদাই উপদেশ দেয়। Steve

১৫

গ্রিফিন's picture


উফদেস দিসে কোন হালায়? মুই আফনের পাতে দৈদিবার্কৈসি Love

১৬

জ্যোতি's picture


বিয়ে করেন না কেনু? Tongue
সময় তো থাকপেই না। ফেসবুক সারাদিন, নাইলে ঘুরাঘুরি নাইলে দোতলার অতৃপ্ত বিরিয়ানী

১৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হয়ো, সমুস্যা কি? Tongue

১৮

সাঈদ's picture


আপনি বিয়া করেন , আমরা কব্জি ডুবাইয়া খাই। Crazy

১৯

আরাফাত শান্ত's picture


সাইদ ভাইয়ের বিয়ে নিয়ে সবাই এতো চিন্তিত কেনও? উনি তো ভালোই আছেন!

২০

সাঈদ's picture


আমিও বুঝিনা সবাই কেন এত চিন্তিত ।

২১

আনন্দবাবু's picture


মন্তব্য নিষ্প্রয়োজন। Puzzled Puzzled

২২

সাঈদ's picture


Puzzled Puzzled

২৩

টুটুল's picture


ব্যস্ত রাখতে গিয়ে মাঝে উদভ্রান্তের মতন দৌড়াদৌড়ি করি। চুপ করে বসে থাকি নিজের মনের আঙিনায় । স্বপ্নের কুয়াশা লাগা চোখে দেখি নিদারুন দাবদাহ। যেন পুড়িয়ে চলেছে অবিরত।

২৪

সাঈদ's picture


ধন্যবাদ

২৫

নিভৃত স্বপ্নচারী's picture


ভালই তো লেখেন, এত কম কেন? Thinking

লোকজন বিয়ার পরামর্শ দিতাছে দেকতাছি, পরাধীনতা কাকে বলে, কত প্রকার ও কি কি জানতে পারবেন, আগে বিয়াটা করেন ! Tongue

২৬

সাঈদ's picture


লিখতে পারি না তাই এত কম।

আপনি আমার মনের কথা টা বলেছেন।

২৭

জ্যোতি's picture


আপনেরে হুদাই ডর দেখায়। মেয়েরা অনেক লক্ষী Smile

২৮

সাঈদ's picture


কইলেই হইলো Crazy

২৯

রূপকথা's picture


ব্যস্ত রাখতে গিয়ে মাঝে উদভ্রান্তের মতন দৌড়াদৌড়ি করি। চুপ করে বসে থাকি নিজের মনের আঙিনায় । স্বপ্নের কুয়াশা লাগা চোখে দেখি নিদারুন দাবদাহ। যেন পুড়িয়ে চলেছে অবিরত।

খুব ভাল লাগল কথা গুল। কখন কিছু কথা থাকে যা শুনলে মনে হয় কথাটা আমার কত আপন ।

মামা , ওয়েল সেইড!!! টিপ সই

৩০

সাঈদ's picture


থ্যাঙ্কু মামা

৩১

শাপলা's picture


পড়লাম, কি বলিব বুঝিতেছি না।

জীবনের লাইফটা এইরামই!!!!

৩২

সাঈদ's picture


আসলে , জীবনের লাইফটা এরকমই

৩৩

একজন মায়াবতী's picture


কোনো একটা পানীয়র এ্যড ছিল এমন লোকের কথায় কি হয় নিজের তেষ্টার শুনতে হয়। সেইটা মনে করে নিজে যে কাজে অক্সিজেন পাবেন বলে মনে হয় সেইটাই করা ভালো। Smile

৩৪

সাঈদ's picture


ঠিক ঠিক ।

৩৫

উচ্ছল's picture


দারুন লেখা.....চলুক

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাঈদ's picture

নিজের সম্পর্কে

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।