সাঈদ'এর ব্লগ
স্বাপ্নিক
স্বপ্ন গুলো এখন অবিন্যস্ত অক্ষরে গাঁথা
কবিতার মত কল্পনার পৃষ্ঠায়; ধুসরিত
মলাটে কোন পড়ে থাকা উপন্যাসের
সাদা কালো অক্ষরের আঁকা আশা নিরাশার
কল্পিত উপাখ্যানের মত ।
ঢেউয়ের আঘাতে মাস্তুল ভাঙ্গা নৌকার ক্লান্ত
নাবিকের চোখের তারায় , যে তারা হারিয়ে
কূল হারিয়েছে ।
স্বপ্নগুলো এখন শরীর ভাড়া দেয়া মানুষগুলোর
বুকে, যেখানে প্রতি রাতে লেগে থাকে নতুন
মানুষের মাংসের গন্ধ, রক্তের গন্ধ।
একজন অপু ভাইয়া ।
ঘটনা ডা ৯৭ সালের দিকে। মামার কল্যানে জীবনে পত্থম চাকুরী পাইছি , ডিগ্রী পাশ না করতেই। তো বন্ধুরা কইলো - খাওয়া। আমিও কইলাম খাওয়ামু, সমস্যা কি। বেতন ডা পাইতে দে। মাস যায় , বেতন পাই, মাগার খাওয়ানোর নাম মুখে লইনা। কয়েক মাস গেল , আমি খাওয়ানুর কথা ইচ্ছা কইরাই ভুইলা গেলাম একদিন।
আজ ১৪ই ডিসেম্বর ...
আজ ১৪ই ডিসেম্বর। বুদ্ধিজীবি দিবস। রাষ্ট্রপ্রধান , সরকার প্রধান বুদ্ধিজীবি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করবেন। রাজনৈতিক দল সমূহ, বিভিন্ন সামাজিক সংগঠন সমূহ পুস্পস্তবক আর্পনের মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করবে।
পত্রিকা সমূহ ক্রোড় পত্র প্রকাশ করবে, সেখানে আলোচনা হবে, তথ্য , তত্ত্ব নিয়ে বিশ্লেষন হবে। টেলিভিশন চ্যানেল , রেডিও বিশেষ অনুষ্ঠান, টক-শো আয়োজন করবে।
বদরুলের যাপিত জীবনের অবশিষ্টাংশ [গল্প]
প্রায় দিন সকালে ঘুম থেকে উঠার সাথে সাথেই কোন না কোন গানের দুই লাইন মাথায় ঘুরপাক খেতে থাকে বদরুলের। সারাদিনেও সেই লাইন গুলা মাথা থেকে নামেনা। গুন গুন করে আপন মনেই গাইতে থাকে, পরে আবার খেয়াল হলে বন্ধ করে দেয় গান গাওয়া। ছাত্র বয়সে একটু আধটু গান গান শিখেছিল , গলায় ভালই সুর তুলতে পারে কিন্তু গান গাইবেনা ঠিক করেছে, তাই এই গান থামিয়ে দেওয়া।
আমার আগমন শুভেচ্ছা স্বাগমন।
আইয়া পড়লাম আমিও।
সবাই জোরসে বলেন আমার আগমন শুভেচ্ছা স্বাগমন ।