হারিয়ে পাওয়া সাধের ফোন!
হারানো কিছু ফিরে পাওনের আনন্দ যে কি, যার এই অভিজ্ঞতা না হইছে বুঝানো যাবে না। জিনিসটা হারানোর পর হাল না ছেড়ে দিয়া লাগ্লো হতাশ না হইয়া একটা চেষ্টা করে দেখি। ভাব্লাম কারো উপরে ভরসা না করে নিজেই একটু চেষ্টা করে দেখিনা, কতটুকু আগাইতে পারি! কিভাবে কি হইলো অনেকেই জানতে চাইতেসে! জনে জনে তো এক কথা বার বার বলা সম্ভব না তাই এই পোস্টের সহযোগীতা নিলাম!
আচ্ছা এই পোস্টা টা দিতেসি সব বুড়াপান আর পোলাপানের ধাক্কাধাক্কি তে! আমার একটা হ্যান্ডসাম স্মার্ট ফোন আছে, যারে দেখেই অনেকের হিংসায় গা জ্বলে যায়, নাম HTC Desire HD
ফোনটা অনেক সখ করে কেনা এবং আমার ডিজিটাল লাইফের খুব প্রিয় ও প্রয়োজনীয় বস্তু ছিল (নিন্দুকেরা মনে কুচিন্তা আইনেন না কইলাম!)। গত ১৯ তারিখ মহাখালি থেকে গুলশানে যাওয়ার পথে ফোন টা একচোট্টা আমার পকেট থেকে নিয়ে চলে যায়! শালা! কিছুই বইলাও যায় নাই, যে ফোনটা নিতেসি একটু পরে দিয়ে যাবো! কিছুক্ষন পরে আমার বোধগম্য হইলে যে আসলে চোট্টায় ফোনটা একদমই নিয়ে চলে গেসে! দীর্ঘ ১১দিন তার বিরহে দিন কাটানের পর আজকে এই ফোন টাই আমি উদ্ধার করলাম! ঘরের কেরোসিন থাকতে থাকতেই সেই কাহিনী বয়ান করি!
অনেকেই বলে হারায়ে যাওয়া জিনিস আর ফিরে পাওয়া যায়না তবে আমার কেনো জানি লাগতেসিল আমি পাবো আমার ফোনটারে! আল্লাহর মাল আল্লাহ নিছে আবার ফেরতও দিবো এই ভাবছি বারেবার! আমার পরিচিত অনেকেই বলেছেন বেশি রিস্ক নিয়ে নিতেসি আমি নিজে নিজে তবে কেনো জানি লাগতেসিল এই ওয়ে তেই আমি পেয়ে যাবো! আইনপ্রয়োগ কারী সংস্থা আসলে কি করত তা জানিনা! তবে অন্যদের অভিজ্ঞতা বলে আইনের লোকেরা খুব একটা কিছু করবেনা! হয়ত ঘুরেই যাবো তাদের পিছনে! জলজ্যান্ত মানুষ গুম হয়ে যায় যেইখানে সেইখানে একটা ফোন! বেইল আছে?
আমার প্রযেক্ট শুরুঃ
বর্তমানে সব স্মার্ট ফোনেই জিপিএস টেকনোলজি ও ইন্টারনেট সুবিধা এনাবেল করেই তৈরি করা হয়! আর এই দুইটা প্রযুক্তি থাকলেই একটা হারায় যাওয়া ফোন খুব সহজেই খুজে বের করা সম্ভব! আমার ফোন টার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে! HTC ফোন গুলো জিমেইল একাউন্টের সাথে সিঙ্ক করা থাকে। তো আপনার ফোনটা যদি হারায়ে যায় তাহলে আপনি আপনার জিমেইল মার্কেট/প্লে একাউন্টে লগিন করেই দেখতে পারবেন যে কেউ ফোনটা ব্যবহার করছে কিনা এবং কোন অপারেটরে ব্যবহার হচ্ছে ফোন। আমিও একই ভাবে বুঝতে পারছিলাম ফোনটা জিপি সিম দিয়ে ব্যবহার হচ্ছে!
তবে মেইন কাজটা করেছে অন্য একটি সফটওয়্যার যা আমার ফোনে ইন্সটল করা ছিল এবং জিমেইল একাউন্টের সাথে সিঙ্ক করা ছিল! নাম https://www.mylookout.com/ সফটওয়্যার টা এমন ভাবে তৈরি করা যা সিম নেটওয়ার্ক এক্টিভ থাকা অবস্থায় একটি মূল সার্ভারের সাথে কানেক্টেড থাকে এবং সিঙ্ক করা ইমেইলে তথ্য সরবরাহ করতে পারে। ফোনটা হারায় যাবার দুই দিন পরে বিভিন্ন হাত বদল হয়ে "কুদ্দুস" এর কাছে আসে যে নাকি মিরপুর ১৪ তে থাকেন! এই তথ্যটা আমার ফোন থেকে আমার ইমেইলে চলে আসে এবং আমি জানতে পারি ফোনটা এক্সজাক্টলি কোথায় আছে(৭৫ মিটারের মধ্যে)! চিন্তা করলাম এতটুকু তে আসলে কিছুই হবেনা আরো তথ্য দরকার! অপেক্ষা করা শুরু! ২৪ ঘন্টা পরেই নতুন তথ্য আমার ফোন থেকে, ৩টা আউটগোইং কল হয় একই নম্বরে ও ১৩৯টা নতুন কন্টাক্ট নম্বর সেইভ করা হয়েছে ফোনটাতে। সব গুলো নম্বর https://www.mylookout.com/ সার্ভার হয়ে আমার কাছে চলে আসল!
অনেক তথ্য! তবে এইটা জানা জরুরি ছিল যে ফোনে এখন কোন নম্বর ব্যবহার করা হচ্ছে! এইটাও চলে আসার কথা ছিল তবে ব্যবহারকারী ফোনটা বন্ধ করে রাখে যার কারনে ডাটা আপডেট করা সম্ভব হয়নাই! ইনাফ প্রমান আছে এখন আমার কাছে, আমি এইবার যোগাযোগ করা শুরু করতে পারি! আউটগোইং যেই কল টা হয় ওই নম্বরের আমি প্রথম কল করি এবং বিস্তারিত জানাই! কুদ্দুস আসলে নিজেকেই নিজে কল দিয়েছিল, ট্রাই করে দেখার জন্য, কল যায় নাকি! কল করতেই ধরা! কুদ্দুস রে জানাইলাম যে আমার কাছে কি পরিমান তথ্য আছে এবং আমি যে এখনো ফোনের কন্ট্রোলে আছি তাও জানাইলাম! কুদ্দুস পুরা অবাক! উনি বললেন, ভাই আমি কিছু জানিনা তবে আপনাকে পরে জানাইতেসি! শুরু হইলো ঘুরানো! আমিও ছাড়তেসি না! ঘুরতেই আছি! দুই দিন পরে কুদ্দুস জানাইলো সে কিছুই জানেনা! ভয় পাইসে এইটা বুঝা যায়! কুদ্দুস তার ফোন দিল বন্ধ করে! আমি তো ছাড়তেসিনা! কন্টাক্ট লিস্ট থেকে অন্য একজন কে ফোন দিলাম, আক্কাস ইনার নাম! আক্কাস ভাই আমার সব কথা শুনলেন, বললেন যে দেখতেসি আপনার জন্য কি করতে পারি...কথা চালাচালি চলল! দুই দিন পরে উনি আমাকে আরো একটা নম্বর দিয়ে বললেন এই খানে যোগাযোগ করেন আপনার ফোন টা পেয়ে যাবেন!
শুরু করলাম যোগাযোগ! ইনার নাম ইলিয়াস ভাই! পেশায় ইনি একজন চোরাই মাল বিক্রেতা! আমার ফোনটা হারিয়ে যাবার পরে প্রথম ইনিই কিনে নেন! কিছুক্ষনের মধ্যে ফোনটা আরো কয়েক হাত বদল হয়! ইলিয়াস ভাই সব কিছুই আমাকে জানান, উনি বললেন ভাই, আপ্নারে ভাল লাগসে তাই বলতেসি! আপনার ফোনটা আমরা ফিরায় দেবার ব্যবস্থা করতেসি! উনাকে আমি কিছু ব্যাপার জানায় দেই, যেমন, ফোনের কন্ট্রোল এখনো আমার হাতেই আছে, আমার কাছে অনেক তথ্য আছে যা আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিলে খুব সহজেই ফোন খুজে বের করা সম্ভব! এবং বর্তমানে ফোনটা লক করা...আমি ছাড়া আর কেও এই ফোন আন-লক করতে পারবেন না! কটকটি খাওয়া ছাড়া এই ফোন দিয়ে আর কিছু সম্ভন নয়! ইলিয়াস ভাই একটু চিন্তায় পড়ে গেলেন এবং বুঝলেন যে আসলেই কাহিনী করা আছে ফোনে সো বেশি ঝামেলা করবেন না! গতকালকেই উনি আমাকে ফোনে জানালেন কিছু টাকার বিনিময়ে ফোন টা ফেরত দিবেন এবং আমাকে গিয়ে নিয়ে আসতে হবে! এমন একটা প্রস্তাবে আসলে রাজি হওয়া যায়না কখনই! আমি গেলাম আনতে উলটা যদি আমাকেই বাইন্ধা রাইখে দেয়? ভরসা আছে? আমি জানালাম আমি যাবোনা, বললাম আপ্নারা এসে দিয়ে যান, কোন ভয় নাই! ভয় থাকলে এতদিনে অনেক কিছুই করে ফেলতে পারতাম আমি!
উনিও রাজি হইলেন না! শেষমেশ ফোনটা পার্সেল সার্ভিস ব্যবহার করে পাঠানোর কথা জানালেন ইলিয়াস ভাই! প্রস্তাবটা আমার কাছেও ভাল লাগল, বললাম আপনি পাঠান, আমি জিনিস ঠিক ভাবে পেলে আপনার টাকা সাথে সাথে কুরিয়ার করে দেয়া হবে! ইলিয়াস ভাই রাজি হইলেন এবং কথা মোতাবেক SA Paribahan-এর মাধ্যমে ফোনটা প্রেরন করেন উনি! আজকে সকালে গিয়ে নিয়ে আসলাম আমার সাধের ফোনটারে এবং উনার টাকা টাও আমি পরিশোধ করে দেই সাথে সাথে....
আহা, পাইলাম সব শত্তুরের মুখে ছালি মাখায়া আমি উহাকে ফিরায়া পাইলাম!
অনুধাবনঃ মানুষ কে এখনো আসলে বিশ্বাস করা যায় চোখ বন্ধ করেই! এট লিস্ট চেষ্টা করা যায়! চোট্টায় হয়ত বাধ্য হয়েই এমন কাজ করে ফোনটা নিয়ে গেলো তবে আমি যখন জানালাম ফোনটা আমার জরুরি তখন ওরাও দিয়ে দিল, খুব একটা ঝামেলা না করেই! আমার সন্দেহ হয় যারা নাকি ভাল মুখোশ পরে থাকে তারা আমাকে এই ব্যপারে কতটুকু সাহায্য করত! এইখানে আমি আসলে আইনের আশ্রয়ের কথাই বলতেসি!
ডিটেক্টিভ রনি এন্ড কোং!
ভাবছিলাম তো নামটা দিবা - "আহা, পাইলাম! আমি উহাকে পাইলাম! এইবার শুনেন কি করে পাইলাম!"
এইটা কোন ক্যাটাগরীর পোষ্ট হইলো? রোমহর্ষক, নাকি শিক্ষামূলক?
লেখার মধ্যে মাতবরি করার জন্য ধন্যবাদ দিয়ে তোমারে বড় করলাম না!
সত্যি কোন ক্যাটাগরিতে দেয়া উচিত লেখাটা, মজা করে লেখা হলেও অনেকেরই কাজে লাগতে পারে পদ্ধতিটা, তাই সহজেই যেন খুজেঁ পাওয়া যায় কোন ক্যাটাগরিতে দেও।
ক্যাটাগরি দিসি, ঠিক আছে না?
রন যে কোন মানুষের নাম আজকে বিশ্বাস করলাম।
ফুন মুবারাক
ধন্যবাদ! আর আপু আমি আসলেই একটা মানুষ, বিলিভ মি
(
ছবি দেন আপনার ডার্লিংয়ের।
নাহ! চোখ লাগায় দিবেন
আমার একটা কুতুবুদ্দিন আইবেক আমলের ফুন আছে, হালায় চোরও নেয় না
(
কত্ত আনলাকি আপ্নে!
ইলিয়াস ভাই রে বলে দিবো, আপনার মুবাইল টা গুম করার জন্য?
নকিয়া ৫৫৩০ তে কাজ হবে?
এইটা শুধু এন্ড্রয়েড ও আইওএস-এ কাজ করে এখ্ন, তবে জিপিএস ও ইন্টারনেট সুবিধা ওয়ালা ফোন হইলে তোমার ফোনের জন্যও এমন সফট থাকতে পারে
খোজ দ্যা সার্চ করে দেখতে পারো নকিয়া ষ্টোরে!
আমার বিশ্বাস হইতেসিলো না এইটা রনি ভাইয়ের পোস্ট! তবে লেখা পড়ে বিশ্বাস হইসে।
আপনার নতুন পোস্ট জীবনে কোনোদিন পড়তে পারুম এই আশা ছাইড়া দিসিলাম গো ভাইজান। শুভেচ্ছাস্মারক হিসাবে প্রিয়তে রাখলাম
প্রিয়তে স্থান করে দিলেন দেখে অনেক খুশি হইলাম
আর লেখা? এইটা আসলে লেখক দের বা আপনাদের কাজ
আমাদের কাজ পড়া 
Phn churi na hole to jana e hoto na Rony etto valo likhe.
Phn ferot paoate bepok khushi holam.kahini pura cinemar moto
আপনার দোয়া কাজে লাগসে আপু
মিষ্টি খাওয়াবেন না?
khaoabo re vaiya.satti khub khushi hoichi.sadher phn churir katha shune monta kharap lagchilo.
Sobsomoi srishtikortai korunadharay e thaken.
এই কমেন্টটা পড়তে গিয়ে তো আমার দাঁতে কিটমিট লেগে গেলো।
আপনার ফোন দেখতে আইতাছি। কখন বাসায় থাকবেন কন ? আমি দুপুরের পর থেইক্কা বনানী এলাকায় থাকুম
আসেন মেসবাহ ভাই! তবে আর কাউরে কইবেন না এই কথা! লোক মুখে শুনসি যে, এবি'র পোলাপান বলে কোন বাড়িতে গেলে বলে একা যাইতে পারেনা, দলবল সহই গিয়া হাজির হয়
আমি তো ভাবছিলাম রন কোন মানুষ টানুষ না। আইজকা জানতে পরলাম রন আসলে মানুষ
তার মানে এতদিনে মানুষ হইলাম আমি?
রন যে কোন মানুষের নাম আজকে বিশ্বাস করলাম- তানবীরার কথায় সহমত
জী আপু, আমিও ইলিয়াস আলীর মত গুম হওয়ার উপযুক্ত জলজ্যান্ত একটা মানুষ
দোয়া করি এরপরে রইন্যার ক্যাপ, ঘড়ি, কলম, ল্যাপটপ, পিসি, জুতা, ছাতা সব এক এক করে হারানো যাক আবার এক এক করে ফেরত পাক!!!
তাতে অন্ততঃ এবি'তে রইন্যার বেশ কিছু পোস্ট পাওয়া যাবে!!
~
আপনার দোয়া আল্লাহ কবুল না করুক
ফেরী ভাইয়ের দোয়ার দুই পার্টই ওস্তাদ কবুল করুক।
দূর্দান্ত যদিও এইসব সফটওয়্যারে কাজ হয় এতদিন বিশ্বাস করতাম না। তবে এখন থেকে একটা সফটওয়্যার ইন্স্টল করে রাখার কথা িচন্তা করছি।
স্মার্ট ফোন গুলো আসলেই অনেক কাজের! একটু সচেতন ভাবে ব্যবহার করলে অনেক ঝামেলাই এড়ানো সম্ভব!
একমত।
এখন কি মনে হয়?
আমার হারানো iPhone টার কথা মনে পইড়া গেল
বিমা বাই, ওইটা আপেল ছিলো বইলাই হারায় গেসে! আমার মত HTC ব্যবহার করলে হারায়েও ফিরা পাইতেন
আমি রনরে কিন্তু দেখছি। এইবার ফোন পাওয়া উপলক্ষ্যে সবাইরে দেখানোর ব্যবস্থা করেন রন
নাহ এইটা করা যাবেনা! অনেকেই নজর দিতেসে ফোনটার উপরে
আপনি তো একটা ভয়াবহ জরুরী জিনিস শিখাইলেন? জীবনে এই প্রথম আপনার পোষ্ট পড়লাম যদিও আপনারে নীরব দর্শক হয়ে বসে বসে ঝিমাইতে দেখছি বহুদিন। ভাবছি ভাইজান বোধহয় এখানে এসে ধ্যান করেন। কোন কথাবার্তা নাই কারো সাথে।
যাই হোক আমিও একটা এইচটিসি ফোন কেনার জন্য আগ্রহ প্রকাশ করলাম। আমারে যুতসই মডেলটা বলে দেন যেখান থেকে চট করে বাংলা লেখা যায় আর যুতমতো চোর ধরে ফেলা যায়।
নীড়দা, বাংলা লেখার ব্যপারটা আমিও খুব ভাল জানিনা, জেনে জানাবো আপনাকে! আর ফোন কেনার এই লিঙ্ক গুলা দেখেনঃ
ডিটেইল তথ্যঃ http://www.gsmarena.com/htc-phones-45.php
রিভিউ আর প্রাইস জানার জন্যঃ https://www.facebook.com/GadgetnGear
ধ্যান করেননা পাহারা দেন।
জী
হায় আল্লাহ্! আপনি রন!!??? নাকি রন-এর ভূত????????
আমি, আমিই
বেশ খুশীর খবর!
তোমার ফোনতো পাইছ, আমার সনি এরিক্সন এক্সপেরিয়া ইউ ১০ যে খালি অন আর অফ হয়, কিছু করতাম পারিনা।
বিশেষ সাহায্যকারী পোস্ট।
ষাড : (( বুট নিচে পোসট : Love:
মন্তব্য করুন