হে অরণ্য তুমি...........
তোমার প্রশান্তিতে
হে অরণ্য...
আমায় করো ধারন।
এমন শুদ্ধতা
আর আছে কোথা..!!
যেথা মন চায়
করি অবগাহন..।।
তোমাতেই হারাবো বলে হায় !!!
কি আনন্দ কি বেদনায়...
আসব ফিরে বারে বারে....;
শিশির ভেজা প্রভাতে,
আগুন ঝরা সন্ধ্যায়,
জোনাকির আলো্য় ভরা রাত্রিতে ।।
স্বার্থহীন বন্ধু তুমি আমার,
আমি তোমার বন্ধু স্বার্থপর.!!
তোমার সৌন্দর্য্য কেবলই
করে নিয়েছি ভর...;
এই মনে আর প্রাণে..।
প্রশ্ন জাগে মনে...
আজকাল ক্ষনে ক্ষনে...
তোমার বিশালতার একটুখানি ছোঁয়া..
লেগেছে কি এই প্রাণে...!!??
প্রকৃতির বিশালতা ছুঁয়ে থাকুক তোমাকে। এতদিন পরপর লিখো কেনো? কবিতা লাইক করছি।
জয়িপু তোমার লাইক করাটা আমিও লাইক করলাম আমি ঠুসঠাস লিখতে পারি না প্রকৃতির বিশালতা ছুঁয়ে থাকুক সবাইকে...
জাতীর মনে কিন্তু অনেক প্রশ্ন (?)
হ।
ধুরো টুটুল ভাই..কবিতা কেমন হইছে সেইটাতো কিছু কইলেন না.. প্রশ্নের উত্তর পরে দেয়া যাইব..মানে যদি জানা থাকে আরকি
অরণ্য কে?
কবিতা সৌন্দর্য্য হৈছে
ধইন্না টুটুল ভাই আর অরণ্য হইতেছে জঙ্গল
এই কথা এত দিনে বুঝছেন ?? আমারত সেই কবে থেকেই জঙ্গলে চলে যাইতে ইচ্ছা করে ক্ষনে ক্ষনে.............।
চূক কবিতা লেখা। টুটুল ভাইর কথাটাও ফালাইয়া দেয়া যাইটেছিনা.........
ধইন্না শামশীর পড়ার জন্য.. বহুত আগেই বুঝছি..এখন ভাষায় প্রকাশ করলাম আরকি।আর অরণ্য হইল জঙ্গল।আপনেতো কইছেনই..
কবিতা ভালো পাইলাম। আপনার কবিতাগুলো সবই ভালো পাইতেসি।
তয় টুটুল ভাই জাতির পক্ষ থেকে যেই সব কুশ্চেন করছে সেই গুলা ঠিক।
আমার কবিতাগুলা ভালো পাইতেসেন জাইনা খুবই খুশী হইলাম....।আপনের লেখাগুলাও আমি খুব ভালো পাই আমি আপনের একজন পাংখা কইতে পারেন. জাতির কুশ্চেনের উত্তর কিন্তু দিয়া দিসি..
কবিতা ভালো পাইলাম। আপনার কবিতাগুলো সবই ভালো পাইতেসি।
তয় টুটুল ভাই জাতির পক্ষ থেকে যেই সব কুশ্চেন করছে সেই গুলা ঠিক।
তনবীরা আপু.....এইডা কি...!!!পুরা কপি পেস্ট !!না না হবে না...।তীব্র প্রতিবাদ..
khub shundor hoycche. chaliye jao amader anonnoder khorak mitiye.
নীল ভাইয়া...অনে......ক ধন্যবাদ এখানে মন্তব্য করার জন্য
আপনার জীবনসঙ্গীর নাম যে অরণ্য, এটা জেনে ভাল্লাগলো।
খ্যাক খ্যাক !
মুকুল ভাই কি কয়..!! আমার জীবনসঙ্গী আসলো কইথেইকা...
বাহ!
অনেক অনেক ধন্যবাদ
এমন মনকাড়া ভাবনাগুলো কেন জানি মনে হলো অসম মাত্রার ছন্দমিলের ঘেরাটোপে আটকে গেছে। আপনার কল্পনাশক্তি অসাধারণ। ছন্দ মেনে লিখতে চাইলে প্রথম দিকে পর্ব মাত্রা ঠিক রেখে লিখুন। পরে না হয় ছন্দের বারান্দা ভাঙ্গার খেলায় মাতবেন। অপরূপভাবে ভাঙ্গা তো গড়ার চাইতেও সুন্দর।
রোমেল চৌধুরী
রোমেল চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ পড়ার জন্যে এবং আপনার মূল্যবান মন্তব্যের জন্য আমি আসলে কবি বলতে যা বোঝায় তা না।তাই পর্ব মাত্রা এগুলো বুঝি না খুব একটা কিছু এলোমেলো ভাবনা মনের মাঝে ঘুরতে থাকে..সেগুলোই লিখতে চেষ্টা করি মাত্র।আশা করি আমার লেখাগুলো আপনি পড়বেন..
বেশ সুন্দর,
কবিতা পড়ে
জ্যোত্স্না রাতে বনে যাইতে মন চাইতেছে!
মন্তব্য করুন