ইউজার লগইন

হে অরণ্য তুমি...........

তোমার প্রশান্তিতে
হে অরণ্য...
আমায় করো ধারন।
এমন শুদ্ধতা
আর আছে কোথা..!!
যেথা মন চায়
করি অবগাহন..।।

তোমাতেই হারাবো বলে হায় !!!
কি আনন্দ কি বেদনায়...
আসব ফিরে বারে বারে....;
শিশির ভেজা প্রভাতে,
আগুন ঝরা সন্ধ্যায়,
জোনাকির আলো্য় ভরা রাত্রিতে ।।

স্বার্থহীন বন্ধু তুমি আমার,
আমি তোমার বন্ধু স্বার্থপর.!!
তোমার সৌন্দর্য্য কেবলই
করে নিয়েছি ভর...;
এই মনে আর প্রাণে..।
প্রশ্ন জাগে মনে...
আজকাল ক্ষনে ক্ষনে...
তোমার বিশালতার একটুখানি ছোঁয়া..
লেগেছে কি এই প্রাণে...!!??

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


প্রকৃতির বিশালতা ছুঁয়ে থাকুক তোমাকে। এতদিন পরপর লিখো কেনো? কবিতা লাইক করছি।

রুমিয়া's picture


জয়িপু তোমার লাইক করাটা আমিও লাইক করলাম Smile আমি ঠুসঠাস লিখতে পারি না Sad প্রকৃতির বিশালতা ছুঁয়ে থাকুক সবাইকে...Smile

টুটুল's picture


তোমার বিশালতার একটুখানি ছোঁয়া..
লেগেছে কি এই প্রাণে...!!??

জাতীর মনে কিন্তু অনেক প্রশ্ন (?) Wink

জ্যোতি's picture


হ। Laughing out loud

রুমিয়া's picture


ধুরো টুটুল ভাই..কবিতা কেমন হইছে সেইটাতো কিছু কইলেন না.. Sad প্রশ্নের উত্তর পরে দেয়া যাইব..মানে যদি জানা থাকে আরকি Tongue

টুটুল's picture


অরণ্য কে? Wink

কবিতা সৌন্দর্য্য হৈছে Smile

রুমিয়া's picture


ধইন্না টুটুল ভাই Smile আর অরণ্য হইতেছে জঙ্গল Laughing out loud

শামসীর's picture


এই কথা এত দিনে বুঝছেন ?? আমারত সেই কবে থেকেই জঙ্গলে চলে যাইতে ইচ্ছা করে ক্ষনে ক্ষনে.............।

চূক কবিতা লেখা। টুটুল ভাইর কথাটাও ফালাইয়া দেয়া যাইটেছিনা.........

রুমিয়া's picture


ধইন্না শামশীর পড়ার জন্য..Smile বহুত আগেই বুঝছি..এখন ভাষায় প্রকাশ করলাম আরকি।আর অরণ্য হইল জঙ্গল।আপনেতো কইছেনই.. Big smile

১০

মীর's picture


কবিতা ভালো পাইলাম। আপনার কবিতাগুলো সবই ভালো পাইতেসি।
তয় টুটুল ভাই জাতির পক্ষ থেকে যেই সব কুশ্চেন করছে সেই গুলা ঠিক। Big smile

১১

রুমিয়া's picture


আমার কবিতাগুলা ভালো পাইতেসেন জাইনা খুবই খুশী হইলাম....।আপনের লেখাগুলাও আমি খুব ভালো পাই Smile আমি আপনের একজন পাংখা কইতে পারেন. Big smile জাতির কুশ্চেনের উত্তর কিন্তু দিয়া দিসি.. Tongue

১২

তানবীরা's picture


কবিতা ভালো পাইলাম। আপনার কবিতাগুলো সবই ভালো পাইতেসি।
তয় টুটুল ভাই জাতির পক্ষ থেকে যেই সব কুশ্চেন করছে সেই গুলা ঠিক।

১৩

রুমিয়া's picture


তনবীরা আপু.....এইডা কি...!!!পুরা কপি পেস্ট !!না না হবে না...।তীব্র প্রতিবাদ..

১৪

nill akash's picture


khub shundor hoycche. chaliye jao amader anonnoder khorak mitiye.

১৫

রুমিয়া's picture


নীল ভাইয়া...অনে......ক ধন্যবাদ এখানে মন্তব্য করার জন্য

১৬

মুকুল's picture


আপনার জীবনসঙ্গীর নাম যে অরণ্য, এটা জেনে ভাল্লাগলো। Davie

১৭

মুকুল's picture


খ্যাক খ্যাক ! i

১৮

রুমিয়া's picture


মুকুল ভাই কি কয়..!! আমার জীবনসঙ্গী আসলো কইথেইকা... Shock

১৯

জেবীন's picture


বাহ!

২০

রুমিয়া's picture


অনেক অনেক ধন্যবাদ

২১

রোমেল চৌধুরী's picture


এমন মনকাড়া ভাবনাগুলো কেন জানি মনে হলো অসম মাত্রার ছন্দমিলের ঘেরাটোপে আটকে গেছে। আপনার কল্পনাশক্তি অসাধারণ। ছন্দ মেনে লিখতে চাইলে প্রথম দিকে পর্ব মাত্রা ঠিক রেখে লিখুন। পরে না হয় ছন্দের বারান্দা ভাঙ্গার খেলায় মাতবেন। অপরূপভাবে ভাঙ্গা তো গড়ার চাইতেও সুন্দর।
রোমেল চৌধুরী

২২

রুমিয়া's picture


রোমেল চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ পড়ার জন্যে এবং আপনার মূল্যবান মন্তব্যের জন্য Smile আমি আসলে কবি বলতে যা বোঝায় তা না।তাই পর্ব মাত্রা এগুলো বুঝি না খুব একটা Sad কিছু এলোমেলো ভাবনা মনের মাঝে ঘুরতে থাকে..সেগুলোই লিখতে চেষ্টা করি মাত্র।আশা করি আমার লেখাগুলো আপনি পড়বেন..Smile

২৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


বেশ সুন্দর,
কবিতা পড়ে
জ্যোত্‍স্না রাতে বনে যাইতে মন চাইতেছে!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.