ইউজার লগইন

মনে হয় প্রতীক্ষা.......

আজকাল ভালো লাগে না কিছু...
বুঝি না হায় ;
মনটা ছুটছে কিসের পিছু..!!
ভাবনাগুলো লাগামহীন ,
চলছে ছুটে অন্তহীন।
না খুঁজে পেয়ে গন্তব্য,,,
মুষড়ে পরে যত্রৎত্র..।
শুধু জানি ভাবনাগুলো রঙীন;
বসবাস তাদের মনের গহীন।
কখনোবা ভাসতে থাকে বেলুন হয়ে..
আকাশ----সীমাহীন....।
হঠাৎ কোথা হতে..
আসে উড়ে এক তীর !!
বেগ যার তীব্র ;
বেলুনগুলো সব কল্পনার
করে দেয় ছিদ্র ..।
এরই নাম তবে রিয়্যালিটী ..
যেখানে সমাপ্ত সকল ফ্যন্টাসী !!
আমি নেমে আসি..
আকাশ হতে মাটিতে ।
আবারো হেঁটে চলা ,
সেই একি পথে ;
যারে আমি পারিনা এড়াতে...।।

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


ভাবনাগুলো লাগামহীন ,
চলছে ছুটে অন্তহীন।
না খুঁজে পেয়ে গন্তব্য,,,
মুষড়ে পরে যত্রথত্র..।

ভালো লাগলো রুমিযা। প্রথম কমেন্ট আমিই করলাম। কাইন্দোনা। আমি ওয়েট করতেছিলাম্ কাউরে না দেখে নিজেই কমেন্ট এন্ড লাইক করলাম।

রুমিয়া's picture


ধইন্না জয়িপু ।আমি কানমু কেন ? Shock প্রথম দিকে যাগো কমেন্ট দেখতে চাই তুমি তাগো মইধ্যে একজন। Big smile কমেন্ট করতে গেলেও ওয়েট করা লাগে নাকি?কার জন্য ওয়েট কর !!? Wink

শাওন৩৫০৪'s picture


শুধু জানি ভাবনাগুলো রঙীন;
বসবাস তাদের মনের গহীন।
কখনোবা ভাসতে থাকে বেলুন হয়ে..
আকাশ----সীমাহীন....।

ভাবনা উড়ে ইদানীং এদিক সেদিক যায় নাকি?
জয়িতার পরে মনে হয় আমিও কৈরাললাম কমেন্ট!

রুমিয়া's picture


কমেন্টের লাইগা ধইন্না।কোবতে কেমন হইল সেইটা তো কইলেন না ? Sad

শওকত মাসুম's picture


আমিও লাইক দিলাম। পেচ্ছাপেচ্ছি করারও ইচ্ছা হইতাছে।

জ্যোতি's picture


করেন। রুমিয়া তো মানা করে নাই।

রুমিয়া's picture


মাসুম ভাই অনেক অনেক ধইন্না।আপনের লাইক পাইয়া আমার কবিতা ধন্য হয়ে গেল Big smile

শওকত মাসুম's picture


সবাই দেখি লাইন কোট করে, আমিও করি

বেলুনগুলো সব কল্পনার
করে দেয় ছিদ্র ..।
এরই নাম তবে রিয়্যালিটী ..
যেখানে সমাপ্ত সকল ফ্যন্টাসী !!

টুটুল's picture


Laughing out loud

১০

জ্যোতি's picture


Laughing out loud

১১

রুমিয়া's picture


হাসলা কেন? Stare

১২

রুমিয়া's picture


কি হইছে টুটুল ভাই ?কোবতে কি পঁচা হইছে নাকি? Sad

১৩

জ্যোতি's picture


কি হইছে টুটুল ভাই ? Laughing out loud

১৪

রাসেল আশরাফ's picture


কি হইছে টুটুল ভাই ? Big smile Big smile

১৫

শওকত মাসুম's picture


কী হইছে টুটুল?

১৬

টুটুল's picture


না দেখলাম কবিতায় বেলুন ফুটাইলো...

১৭

মেসবাহ য়াযাদ's picture


তাতে তোমার সমস্যা কী ? তুমিতো আর ফুটাও নাই ! Tongue

১৮

শাতিল's picture


Laughing out loud

১৯

টুটুল's picture


শাতিল্রে দেক্লাম মুনে লয় Party

২০

শাতিল's picture


Steve

২১

টুটুল's picture


ভালু ভালু Smile

২২

জেবীন's picture


কারেন্ট নাই তাও 'কাউরে' না দেইখা তিন নম্বর কমেন্ট করলাম কষ্টেমষ্টে! কল্পনার ফানুস উড়ুক প্রতিহ্মার অবসান হোক। যত্রতত্র রে সিধা করো।

২৩

জেবীন's picture


বাহ। করতে চাইলাম ৩নং হইল ৬নং কমেন্ট। ডাবল হইছে!

২৪

রুমিয়া's picture


বাহ !! Big smile ধইন্না জেবীন।

২৫

রাসেল আশরাফ's picture


আমি নেমে আসি..
আকাশ হতে মাটিতে ।
আবারো হেঁটে চলা ,
সেই একি পথে ;
যারে আমি পারিনা এড়াতে...।।

কবিতার লাইক বাটনে টিপি দিছি।

২৬

রুমিয়া's picture


অনেক ধইন্না Smile আপনেও দেখি আমার মত লাইক বাটনে টিপি দিয়া প্রকাশ কইরা দেন।লাইকিট Big smile

২৭

রাসেল আশরাফ's picture


পরথম পরথম বলতে হয়। Glasses Glasses

২৮

শ।মসীর's picture


সব ভাবনা দেখি ডাইরেক্ট লেইখা ফালাইছেন। গুড মনের কথা সোজা বলতে পারা অনেক বড় একটা ব্যাপার। ভাল লাগল সহজ ভাষার কবিতা........

মাথা নিচে পা উপড়ে
ভাবনাগুলো গুমড়ে মরে কবরে //

আরে আমিও দেখি কবিতা লিখা ফেললাম WinkWink

২৯

রুমিয়া's picture


যে দুই চারটা লিখছি সবগুলার ভাষাই সহজ।আপনেরে ধইন্না শামশীর Smile

৩০

মেসবাহ য়াযাদ's picture


চুপ চাপ পড়ে গেলাম... Big smile

৩১

রুমিয়া's picture


ঠিকাছে মেসবাহ ভাই....ধইন্না Laughing out loud

৩২

সকাল's picture


আমি নেমে আসি
আকাশ হতে মাটিতে ।
আবারো হেঁটে চলা,
সেই একি পথে;
যারে আমি পারিনা এড়াতে

শুভেচ্চা, রুমিয়া।

৩৩

রুমিয়া's picture


ধন্যবাদ.. Smile

৩৪

তানবীরা's picture


আমিও তারে পারি না এড়াতে
সে তার হাত রাখে আমার হাতে
খুলে নেয় আংটি চুড়ি
পিঠের কাছে ধরা ধারালো ছুড়ি
তারপর দুল আর চেইন
ছিনতাইকারি আহা মোর পেইন Wink

৩৫

রুমিয়া's picture


Tongue

৩৬

ঈশান মাহমুদ's picture


আজকাল ভালো লাগে না কিছু...
বুঝি না হায় ;
মনটা ছুটছে কিসের পিছু..!!
ভাবনাগুলো লাগামহীন ,
চলছে ছুটে অন্তহীন।

চমৎকার ছন্দ বিন্যাসের মধ্যে দিয়ে কবিতার সূচনা হলেও পরে কিছুটা ছন্দপতন ঘটেছে। তবে থিমটা সুন্দর, চমৎকার শব্দচয়ন।শুভেচ্ছা।

৩৭

রুমিয়া's picture


আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া.. Smile

৩৮

সাহাদাত উদরাজী's picture


দেরীতে পড়লাম বলে দুঃখ প্রকাশ করছি।

৩৯

রুমিয়া's picture


ধন্যবাদ ভাইয়া..দেরীতে হলেও পড়ছেন.. Smile

৪০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আপনের কবিতার ছন্দমিল সুন্দর আছে।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.