মনে হয় প্রতীক্ষা.......
আজকাল ভালো লাগে না কিছু...
বুঝি না হায় ;
মনটা ছুটছে কিসের পিছু..!!
ভাবনাগুলো লাগামহীন ,
চলছে ছুটে অন্তহীন।
না খুঁজে পেয়ে গন্তব্য,,,
মুষড়ে পরে যত্রৎত্র..।
শুধু জানি ভাবনাগুলো রঙীন;
বসবাস তাদের মনের গহীন।
কখনোবা ভাসতে থাকে বেলুন হয়ে..
আকাশ----সীমাহীন....।
হঠাৎ কোথা হতে..
আসে উড়ে এক তীর !!
বেগ যার তীব্র ;
বেলুনগুলো সব কল্পনার
করে দেয় ছিদ্র ..।
এরই নাম তবে রিয়্যালিটী ..
যেখানে সমাপ্ত সকল ফ্যন্টাসী !!
আমি নেমে আসি..
আকাশ হতে মাটিতে ।
আবারো হেঁটে চলা ,
সেই একি পথে ;
যারে আমি পারিনা এড়াতে...।।
ভাবনাগুলো লাগামহীন ,
চলছে ছুটে অন্তহীন।
না খুঁজে পেয়ে গন্তব্য,,,
মুষড়ে পরে যত্রথত্র..।
ভালো লাগলো রুমিযা। প্রথম কমেন্ট আমিই করলাম। কাইন্দোনা। আমি ওয়েট করতেছিলাম্ কাউরে না দেখে নিজেই কমেন্ট এন্ড লাইক করলাম।
ধইন্না জয়িপু ।আমি কানমু কেন ? প্রথম দিকে যাগো কমেন্ট দেখতে চাই তুমি তাগো মইধ্যে একজন। কমেন্ট করতে গেলেও ওয়েট করা লাগে নাকি?কার জন্য ওয়েট কর !!?
ভাবনা উড়ে ইদানীং এদিক সেদিক যায় নাকি?
জয়িতার পরে মনে হয় আমিও কৈরাললাম কমেন্ট!
কমেন্টের লাইগা ধইন্না।কোবতে কেমন হইল সেইটা তো কইলেন না ?
আমিও লাইক দিলাম। পেচ্ছাপেচ্ছি করারও ইচ্ছা হইতাছে।
করেন। রুমিয়া তো মানা করে নাই।
মাসুম ভাই অনেক অনেক ধইন্না।আপনের লাইক পাইয়া আমার কবিতা ধন্য হয়ে গেল
সবাই দেখি লাইন কোট করে, আমিও করি
হাসলা কেন?
কি হইছে টুটুল ভাই ?কোবতে কি পঁচা হইছে নাকি?
কি হইছে টুটুল ভাই ?
কি হইছে টুটুল ভাই ?
কী হইছে টুটুল?
না দেখলাম কবিতায় বেলুন ফুটাইলো...
তাতে তোমার সমস্যা কী ? তুমিতো আর ফুটাও নাই !
শাতিল্রে দেক্লাম মুনে লয়
হ
ভালু ভালু
কারেন্ট নাই তাও 'কাউরে' না দেইখা তিন নম্বর কমেন্ট করলাম কষ্টেমষ্টে! কল্পনার ফানুস উড়ুক প্রতিহ্মার অবসান হোক। যত্রতত্র রে সিধা করো।
বাহ। করতে চাইলাম ৩নং হইল ৬নং কমেন্ট। ডাবল হইছে!
বাহ !! ধইন্না জেবীন।
কবিতার লাইক বাটনে টিপি দিছি।
অনেক ধইন্না আপনেও দেখি আমার মত লাইক বাটনে টিপি দিয়া প্রকাশ কইরা দেন।লাইকিট
পরথম পরথম বলতে হয়।
সব ভাবনা দেখি ডাইরেক্ট লেইখা ফালাইছেন। গুড মনের কথা সোজা বলতে পারা অনেক বড় একটা ব্যাপার। ভাল লাগল সহজ ভাষার কবিতা........
মাথা নিচে পা উপড়ে
ভাবনাগুলো গুমড়ে মরে কবরে //
আরে আমিও দেখি কবিতা লিখা ফেললাম
যে দুই চারটা লিখছি সবগুলার ভাষাই সহজ।আপনেরে ধইন্না শামশীর
চুপ চাপ পড়ে গেলাম...
ঠিকাছে মেসবাহ ভাই....ধইন্না
শুভেচ্চা, রুমিয়া।
ধন্যবাদ..
আমিও তারে পারি না এড়াতে
সে তার হাত রাখে আমার হাতে
খুলে নেয় আংটি চুড়ি
পিঠের কাছে ধরা ধারালো ছুড়ি
তারপর দুল আর চেইন
ছিনতাইকারি আহা মোর পেইন
চমৎকার ছন্দ বিন্যাসের মধ্যে দিয়ে কবিতার সূচনা হলেও পরে কিছুটা ছন্দপতন ঘটেছে। তবে থিমটা সুন্দর, চমৎকার শব্দচয়ন।শুভেচ্ছা।
আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া..
দেরীতে পড়লাম বলে দুঃখ প্রকাশ করছি।
ধন্যবাদ ভাইয়া..দেরীতে হলেও পড়ছেন..
আপনের কবিতার ছন্দমিল সুন্দর আছে।
মন্তব্য করুন