আমার মনের যতো খামখেয়ালী
আমি লেখায় পারদর্শী নই। বুকের মধ্যে এভারেস্টের মতো সাহজ সঞ্চয় করে কিছু লিখতে চাই। আমরা নিঃসন্দেহে স্বাধীন। এই কথা বুকের মধ্যে চাপড়ে চাপড়ে বলতে পারি, আমি স্বাধীন। দেশটা শুধুই আমার। গলা ফাটিয়ে চিৎকার করে বললেও কেউ এসে টুটি চেপে ধরবেনা । এই বিষয়ে কোন ধরণের কথা হবে না। কিন্ত চারপাশ অবলোকন করছি। আর মনের ভেতর ছোট চোট চিন্তার রেখা দানা বেঁধে উঠছে। গতকাল অফিস থেকে ফিরছিলাম টেম্পুতে চড়ে। সবসময় গাড়িতে ওঠলেই দেশনিয়ে চিন্তাবিদদের কথা প্রায়শই কানে বাজে। তবে কাল একটি কথা কিছুতেই মন থেকে সরাতে পারছিনা। কেবলই মনে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি। কোন ধরণের বিপদের আমাদের সামনে এসে দাড়াচ্ছে না তো! জনৈক এক ব্যক্তি বলছিলেন সেই গাড়িতে বসে। দেশের যে অবস্থা। সেই অবস্থা কোন দিকে যাচ্ছে। খুব বেশি দেরি নেই যে, একটি সাংঘাতিক কিছু হবে। আর আসলেই আমরা কোথায় এসে দাঁড়িয়ে আছি, কিংবা কোথায় যাচ্ছি। সবিদিক দিয়ে আমরা যেন পৃষ্ঠিত হচ্ছি। বিশ্বাস করুণ ভাবনায় আমার বুক কেঁপে ওঠে। তবে আমার স্বপ্নধরা গড়ার কি হবে। তবে অগাগত মানুষদের ভবিষ্যত কি হবে? তবে আমরা যারা পুরনো হতে চলেছি তাদের কি হবে। সর্বোপরি আমার কিংবা আমাদের দেশ বাংলাদেশ মায়ের কি হবে? দেশ নিয়ে সত্যিকারের ভাবনা কি কেউ করবে না। পৃথিবীর মধ্যে সেরা দেশ বাংলাদেশ হতে পারবে না? নাকি এই সকল ভাবনা আমার যত খামখেয়ালী।
এসব নৈরাশ্যবাদ মনে পুষে রেখে লাভ নেই। সমস্যা থাকবে, সমাধানের পথও আবিষ্কার করবে মানুষ। আমাদের দেশ ও জাতি নির্মাণ পর্যায়ে আছে, তাই আমাদের নানা ক্ষেত্রে ভোগান্তি চলছে। একটি আকাশচুম্বী ভবন নির্মাণের সময় আশপাশে কত ভোগান্তি চলে, দেখেছেন। আমার মনে হয়, আমাদেরও সেরকম পর্ব চলছে। তবে নেতাদের অদক্ষতার কারণে ভোগান্তির পরিমাণ বেশি। কী আর করা যাবে, যেমন জাতি আমরা তেমন নেতাইতো পাবো। এ নিয়েই আমাদের চলতে হবে। ১০ বছরের জায়গায়, ৩০ বছর লেগে যাচ্ছে ...। তবে সুদিন আসবেই।
আমি ব্লগে খুব একটা আসতে পারি না। যেখানে বর্তমানে আছি, সেটাকে জেলখানা বলতে পারেন। বলতে পারেন জাপানে না গিয়েও জাপানিদের মতো। ভালো লাগল। আবার একটু আশার সঞ্চার হলো।
প্রথম মন্তব্যের সাথে একমত
তাওতে ভালো। আপনাকে ধন্যবাদ
দিদি ভূমির একটা বিহু গান আছে। তারমধ্যে দুটো লাইন এরকম
যা হবার তা হবেগো যা হবার তা হবেগো যা হবার তা হবে
যার দিকে তার মন মজেঁছে তার গলায় মালা দিবে
সো চিল
আগেও কিছু হয় নাই, এখনো কিচ্ছু হচ্ছে না ভবিষ্যতেও কিছু হবে না যাহা আছি তাহাই রহিব
কিছুক্ষণ হাসলাম। লেখাটা পড়ে। আমার খুব ভালো লাগল।
মন্তব্য করুন