ইউজার লগইন

আমার সিসিমপুর (৫)

১.
বিরতি আমার জন্য ভালো না। দীর্ঘ তিনমাস পর নেটের লাইন পেয়ে ব্লগ, ফেসবুকে বসে মনে হয় যেন এখানে আমি ছিলামই না। এমন না যে এ কয়দিন একেবারেই নেট এক্সেস ছিল না, সময়েরও অভাব ছিল। দিন গুলো কাটসে যেন সুনামীর গতিতে। এর মধ্যে কত কাহিনি যে করল আমার সিসিমপুর বাহিনী!!!

২.
এই বাহিনীর সবচেয়ে ছোটটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে 'শ্রেয়'। আমাকে আশেপাশে দেখলেই হলো। দু হাত তুলে, আ আ আ করে চিৎকার করবে কোলে আসার জন্য। আমি ডাকি ওরে 'রাজা বেটা'। আমার ধারে কাছে আর কাউকে আসতে দেখলে সে অভিমানী চোখ করে তাকাবে। দ্রুত হামাগুড়ি দিয়ে কাছে এসে তাকে টেনে সরাবে। আর নাহলে কান্না শুরু করবে। আমি তাই ভাবি মেঘলা এসে যখন দেখবে এই কান্ড তখন মেঘলার অবস্থা কি হবে!!

যাই হোক, রাজাবেটার কথায় আসি। আমার রাজাকে কেউ বললেই হলো, 'ময়না শোও, শুয়ে থাকো ময়না শোও' ব্যাস ওমনে সে ধপ করে শুয়ে পড়বে। কই পড়তিসে কোনো খবর নাই। হোক সেটা বিছানায়, বালিশে বা ফ্লোরে।

নিজের খেলনা দিয়ে রাজা খুব একটা খেলেনা। তার প্রিয় খেলার জায়গা হলো আমার কম্পিউটার টেবিল। মাউসটাকে সে গাড়ি চালানোর মতো করে চালাবে। আমি গান চালিয়ে দিবো সে নিজের ইচ্ছে মতো সাউন্ড বাড়াবে, কমাবে আর নাচবে। আর ওর সামনে কম্পিউটার অন আছে কিন্তু ওকে বসতে দেয়া হলো না তাহলে আর রক্ষা নাই। আমার পিসিতে বসা কমে যাওয়ার এইটা আরেকটা কারণ।

৩.
সিসিমপুর বাহিনীর পালের গোদা মানে মেঘলা আসবে কয়েকদিন পর। ময়না পাখিটা খেতে খুবই পছন্দ করে। ওর সাথে ফোনে কথা হওয়া মানেই খাওয়ার কথা বলা। যদি ওর মন ভালো থাকে তো ও আমাকে লিস্ট বলতে থাকবে বাংলাদেশে এসে কি কি খেতে চায়। আর যদি কোনো কারণে মন খারাপ থাকে, তখন আমি বলতে শুরু করি সে আসলে তারে কি কি খাওয়াবো। ব্যস হয়ে যায় তার মন ভালো। অবশ্য আমার নিজেরই খুব ভালো লাগে ওর উচ্ছ্বাস শুনতে।

সেদিন আমার জন্মদিনে উইশ করতে ফোন করে যখন শুনলো ওকে ছাড়াই কেক কাটসে ওর তোম্মা, মনটা যেন খারাপ হয়ে গেল।
জিজ্ঞাসা করল, কেক !!! কি কেক ছিল তোম্মা?
আমি বললাম চকলেট কেক।
মেঘলাঃ চকলেট কেক আমারো খুব পছন্দ।
আমি বললাম জানি। তাই তো তুমি আসলে আমরা আবার কেক কাটবো।
মেঘলাঃ সেইম কেকটাই কাটতে হবে তোম্মা। ওকে??
আমি বললাম ওকে। একটা না দুইটা না প্রতিদিন কেক কাটবো।
মেঘলাঃ বেশী কেক খেলে তো আবার আমি ফ্যাট হয়ে যাবো তোম্মা! সেটা তো তখন গুড হবে না। তাই না?

৪.
সেদিন আরভিনদের বাসায় যেতেই আরভিন আমাকে ধরল, তোম্মা তুমি আম্মুকে বলে দাও আমাকে আরো রূপার জামা কিনে দিতে।
আমি তো হা। বলে কি ছেলে!!! রূপার জামা মানে??
আরভিনঃ হ্যা, তুমি যে আমাকে রূপার জামাটা কিনে দিলে না? সেটা পড়তে আমার খুব ভালো লেগেছে। আম্মু, না হয় তুমি আমাকে আরো রূপার জামা কিনে দিও।
আপু অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করল কি কিনে দিসিস তুই??!!
আমিও বললাম কোনটা তোমার রূপার জামা নিয়ে আসো তো দেখি।
তারপর সে নিয়ে আসলো একটা স্যান্ডো গেঞ্জি, আমিই কিনে দিসিলাম ওকে। যার এক কোণায় RUPA লেখা।

পোস্টটি ১৯ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


রূপার জামা

Rolling On The Floor Rolling On The Floor
আপনি বদলান নাই।

একজন মায়াবতী's picture


হায় হায় বদলাবো কেন!!
আপনাদের সবার দোয়ায় যেমন আছি অনেক ভালো আছি Smile

মীর's picture


এমনই থাকেন। হাসিখুশি, ফানলাভিং...

একজন মায়াবতী's picture


Smile

সামছা আকিদা জাহান's picture


এত্ত মজা করতে পারেন খুব মজা পেলাম সব সময় এমনই থাকুন।

একজন মায়াবতী's picture


মজা তো আমি করি না আপু, পিচ্চি গুলা করে। আমি তো শুধু বয়ান করলাম Smile

প্রিয়'s picture


আপনার সিসিম্পুর বাহিনী খুব্বই সুইট। ওদেরকে নিয়ে সব কয়টা লেখা পড়তেই ভাল লাগে। Big smile

একজন মায়াবতী's picture


আপনি ওদের কথা সব সময় পড়েন তার জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কু আপু Smile

রাসেল আশরাফ's picture


ছবি দেওয়া উচিৎ ছিলো। এই লেখার সাথে।
=========================

১০

একজন মায়াবতী's picture


কার ছবি দিবো বুড়াটার না গুড়াটার Smile

১১

তানবীরা's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

ময়না পাখিটা খেতে খুবই পছন্দ করে।

পারিবারিক ব্যাপার। গুষটির বাইরে যেতে পারে নাই Big smile

১২

রাসেল আশরাফ's picture


এই ভাবে গুষ্টির খোঁটা দিলেন? Tongue

১৩

একজন মায়াবতী's picture


কি করবে বলেন ওর মা এত মজার মজার রান্না করে যে না খেয়ে পারে না Smile

১৪

রাসেল আশরাফ's picture


মায়ে রান্না পারে? সেই বছর তিনেক আগে সন্দেশ বানায়ছিলো সেইটা এখনো চালায়তেছে কুমিরের বাচ্চা দেখানোর মতো করে। আর ভাগ্নীতো এখন ডিম ভাজা শিখে গেছে।

১৫

একজন মায়াবতী's picture


মায়ে পারে না তো মামায় পারে Tongue এখন মামী পারবে। একজন পারলেই হইলো। Tongue

১৬

লিজা's picture


সিসিমপুরের বাচ্চাগুলা সব ভালো আছে তো?

১৭

একজন মায়াবতী's picture


সবাই ভালো আছে আপু। শুধু আমার রাজাবেটা ভালো থাকে না। খালি অসুস্থ হয় Sad

১৮

শওকত মাসুম's picture


আমারও একটা রুপার জামা আছে Smile

১৯

একজন মায়াবতী's picture


Big smile

২০

জ্যোতি's picture


তোমার সিসিমপুর রক্স। তোমার লেখাও জোশ। নিয়মিত থাইকো।
তোমাকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা আপু। মনে মনে আগেই দিয়েছিলাম, পেয়েছ কিনা জানিনা।

২১

একজন মায়াবতী's picture


শুভেচ্ছা পেয়েছি আপু। আপনাকে অনেক অনেক ধইন্যা আর Beer অন্য কিছু না কিন্তু এইটা কাঁচা আমের শরবত Wink

২২

আনন্দবাবু's picture


ম্যালাদিন পর সিসিমপুর পাইলাম। মনটা ভালো হইয়া গেলো। Smile Smile

২৩

একজন মায়াবতী's picture


থ্যাঙ্কু থ্যাঙ্কু Smile

২৪

সাঈদ's picture


পিচ্চিগুলোর সাথে থাকলে দুনিয়ার সব কষ্ট ভুলে যাওয়া লাগে।

দারুন। Smile

২৫

একজন মায়াবতী's picture


ঠিকই বলছেন। কোনদিক দিয়ে যে সময় যায় বোঝা যায় না। ধন্যবাদ পড়ার জন্য Smile

২৬

মেসবাহ য়াযাদ's picture


খুব সুন্দর।
মন ভালো করা লেখা।
ভালো থেকো সিসিমপুর বাহিনীদের নিয়ে Big smile

২৭

একজন মায়াবতী's picture


ধইন্যা পাতা

২৮

কামরুল হাসান রাজন's picture


খুব সুন্দর।
মন ভালো করা লেখা।
ভালো থাকবেন সিসিমপুর বাহিনীদের নিয়ে Big smile

২৯

একজন মায়াবতী's picture


পোস্ট তো দেন না। শুধুই কমেন্ট করেন। তাও যদি অন্যেরটা কপি করেন কেমনে হবে!!!
মেসবাহ ভাইয়ের কমেন্ট কপি করার অপরাধে আপনি মেসবাহ ভাইকে ট্যাক্স দিতে হবে Tongue

৩০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কত্তদিন পর তোমার লেখা পড়লাম, মন ভাল হইয়া গেছে!
সিসিম্পুর খুব খুব ভালূ পাই।

মায়াবতী আপু,
দয়া কইরা আর ডুব দিও না! প্লি ইইইইই্জ..!

৩১

একজন মায়াবতী's picture


জলে ডুবি ডুবি বলে ডুব দিলাম সই গো মরণ ভয়ে ডুবি নাই আমি Tongue

৩২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


তাইলে, এই নাও ডুবি ডুবিগান শোন। Smile

৩৩

একজন মায়াবতী's picture


গানের জন্য ধইন্যা Smile

৩৪

সুমি হোসেন's picture


রূপার জামা Big smile

৩৫

একজন মায়াবতী's picture


জ্বী আপু। আরো কয়টা রূপার জামা কিনে দিয়েন ওরে Big smile

৩৬

লাবণী's picture


সিসিমপুর বাহিনী তো সেরাম----!!!
এই প্রথম আপনার সিসিমপুর পড়লাম। দারুণ লাগলো...অন্য গুলো পড়ার সাধ জাগলো... Smile

৩৭

একজন মায়াবতী's picture


ধন্যবাদ আপু Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

একজন মায়াবতী's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে বলার মতো এখনো কিছু হতে পারি নাই। কখনো হলে আপডেট করবো।