জীবনে গেছে চলে
আমার ছোট বেলায় এইসব ছিলো না। সবকিছু অন্য রকম ছিলো। আমি কোনোদিন ভেবে দেখিনি কতোটা বদলে গেছে সবকিছু। একটা পড়ার টেবিলে তখন বই খাতা কলম পেন্সিল ছাড়া আর কিছু থাকতো না। হেডফোন নামের যে তারের জটলাটা আজকাল আমার পকেটে বা টেবিলে পড়ে থাকে সেটাকে মনে হত ধরা ছোঁয়ার বাইরের জগতের কোনো মহান আবিস্কার। কম্পিউটার বলে যে কিছু একটা তৈরি হবে এবং রাতদিন চব্বিশ ঘন্টা সেটার সাথে আঠার মত লেগে থাকতে হবে- এটা কোনোদিন কল্পনাতেও আসেনি।
ইলেক্ট্রনিক্স বলতে ছিলো একটা ক্যাসেট প্লেয়ার। সেটাতে রেডিও ছিলো। কয়েক বছর পর এলো একটা টিভি। পাড়াপ্রতিবেশীদের বাড়িতেও ততদিনে টিভি চলে এসেছে। তখন একটা গান আমরা গাইতাম শুনতাম, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার..।
আজকে সেই গান আবার শুনলাম ইউটিউবে। এর আগে আরও একটা সিনেমার গান দেখে নায়িকা শাবনুরকে ভালোবাসতে ইচ্ছে করলো। কি আছে জীবনে, এইসব নায়িকারা আজকাল নিশ্চয়ই আর আগের মত নেই। জীবনটা বৃথা মনে হয়।
কী একটা সময় থেকে কী একটা সময়ে চলে এসেছি। মাঝখানে প্রায় কুড়িটা বছর কেটে গেছে কোন ছলনায় তা বোঝারও উপায় নাই। শুধু ছেলেবেলার এটা সেটা ভেবে মন্থরগতিতে জীবনের পেইন শুষে বেঁচে থাকা।
মন্তব্য করুন