তোমার দিদি
ভাবতে খুব অস্বস্তি হচ্ছে যে এখন থেকে সন্ধ্যায় তোমার সাথে দেখা করতে চাইলে মাত্র দুইদিন আগেও যেভাবে নিঃসঙ্কোচে জানতে চাইতাম যে তুমি কোথায়, এখন সেটা হয়তো আর পারবো না। কাকলীর সাথে সন্ধ্যা কাটাতে চাওয়া তোমাকে দোটানায় ফেলার কোন ইচ্ছে আমার নেই। আরও অস্বস্তি হচ্ছে এই ভেবে- হঠাৎ রাতে তোমাকে ফোন দেবার পর অন্য পাশ থেকে কাকলী তোমাকে ফোন দেওয়াতে তোমাকে ছুতো খুঁজতে হচ্ছে এইভাবে যে “তুমি *৬৬৬*১# এ ডায়াল করে আবার কল দাও”... একই সাথে দুই মেরুর মানুষের কথা শোনা যায়, কিন্তু একই সাথে দুই মেরুর মানুষের কথায় মন লাগানো যায়না। তোমার এই দিদি কয়দিন পর চলে যাবে। তোমার এই দিদি তোমাকে কোন স্বস্তি দিতে পারেনা। তোমার এই দিদি কিভাবে হাতটা ধরতে হয়, সেটাও জানেনা। তোমার এতোদিনের যে ভয়- তোমাকে হয়তো একাকী এই জীবন কাটিয়ে দিতে হবে, আর তোমার কথাগুলো বলবার মতো কোন মানুষ হয়তো তুমি কখনো খুঁজে পাবেনা- এটা হয়তো তুমি এবার কাটিয়ে উঠতে পারবে। আজ তোমাকে কেউ বিয়ে করতে চায়, তোমার সাথে সংসার বাঁধতে চায়। তোমার হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে চায়। যেটা হয়তো কখনোই কেউ তোমাকে বলেনি, আর তাই কথাগুলো কে বলছে সেটা আর ধর্তব্যের বিষয় না।
আমি চাইনা তুমি বিবিএ শেষ করে চাকরিতে নেমে পড়। আমি চাই তুমি তোমার পছন্দের বিষয় বেছে নিয়ে সেই বিষয়ে পড়াশোনা করে একজন মস্ত পণ্ডিত হও। এখন প্রশ্ন হতে পারে- আমি কে? আমি কে আমি জানিনা। তবে তোমার এই দিদি তোমাকে অনেক অনেক ভালবাসে এবং আরও অনেক অনেক ভালবাসবে আমৃত্যু। তোমার এই দিদি বিষণ্ণ তোমার হাতটা ধরে তোমাকে শক্তি দিতে চেয়েছিল, কিন্তু বোধহয় পারেনি।
মনে হয় আপনি আমার মনের কথাটা বলে দিয়েছেন
জেনে ভালো লাগলো
“তুমি *৬৬৬*১# এ ডায়াল করে আবার কল দাও” - এই লাইনটি বুঝলাম না
মন্তব্য করুন