নিছক প্রেমের গল্প
ভালোবাসার অর্থ কি?
জানি না তো!
প্রেমর অর্থ কি?
জানি না তো!
অনুভূতি কাকে বলে?
জানি না তো!
যখন কেউ তোমার চোখের দিকে তাকিয়ে থাকে; তখন তোমার ভেতরটা কি নাড়া দেয়?
কই, না তো!
ধূর! তোমার এই ‘না তো’ দুটি শব্দ ছাড়া আর কিছু নেই?
হা হা হা। না নেই।
আচ্ছা তোমার সাথে কি সারা জীবন আমার এসএমএসে কথা বলতে হবে?
তাও তো জানি না।
তুমি কি কোনদিন আমার হাত ধরবে না?
হাত ধরবো কেন?
ওমা! আমি তোমাকে ভালোবাসি যে!
ভালোবাসলেই হাত ধরতে হয়?
অবশ্যই! হাত ধরে চুপ করে আমরা দু’জন চোখ বন্ধ করে রাখবো।
তারপর?
তারপর আর কি। ভালোবাসার আবেগটাকে ভাগাভাগি করে নেবো।
তুমি এতো স্বপ্ন কীভাবে দেখো?
স্বপ্ন ছাড়া কি মানুষ হয়? কেন তুমি স্বপ্ন দেখো না?
স্বপ্ন কীভাবে দেখে?
তার মানে কি হলো? ফাজলামি করো?
হা হা হা।
এই হাসি আর কতদিন? দুই মাস কিন্তু পার হয়ে যাচ্ছে।
তা না হয় পার হয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো- তুমি কি চাও?
আর কতবার বলবো? আমি তোমাকে চাই।
এগুলো তো সব ছেলেই বলে।
তাহলে তোমাকে আমি কীভাবে বোঝাই?
সেটা তো আমি জানি না।
আচ্ছা, আমাকে বিয়ে করবে?
ওমা! বিয়ের কথা কোথা থেকে আসলো?
তো, আমাকে বিয়ে করবে না?
আমার যে বিয়ে ঠিক হয়ে আছে।
তো কি হয়েছে?
তো কি হয়েছে মানে কি হলো?
মানে কিছু না। আমি তোমাকে বিয়ে করতে চাই?
তাই? তোমার যোগ্যতা কি?
ভালো ফ্যামিলি। শিক্ষিত। ভালো একটা চাকরি করি।
ঢাকায় কি নিজস্ব বাড়ি?
না। ভাড়া থাকি।
তাহলে তো বাবা রাজি হবে না। বাবা বাড়িওয়ালা ছেলে খুজে।
তার মানে একটি বাড়ি না থাকার অপরাধে তোমাকে পাওয়া হবে না?
ঠিক। ঠিক তাই।
শিক্ষা আছে। আজ বাড়ি নেই। কাল হবে। আমাদের দু’জনের।
তাও বাবা রাজি হবে না।
আচ্ছা রাজি হবে না ভালো কথা। তা তুমি কীভাবে জানো?
জানি। আমার বাবা যে।
আমি তোমার সাথে কথা বলতে চাই। একবার আমার ফোনটা ধরবে?
নাহ। শুরুতেই কিন্তু বলা হয়েছে এগুলো। কোনদিন তুমি কথা বলতে চাবে না।
তার মানে তোমার সাথে বিয়ে হলে কি- বউয়ের সাথে আমার এসএমএস করে কথা বলতে হবে?
বলবে। সমস্যা কি?
ও। তার মানে আমাকেই বিয়ে করছো?
হা হা হা।
২.
কি হলো? আজ কোন খবর নেই। বিয়ে কি হয়ে গেলো?
না। এখনও হয়নি। তবে হয়ে যাবে। আজ আমাকে দেখতে এসেছিল।
তাই নাকি? তো কি বলল দেখতে এসে?
তা তো তোমাকে বলবো না।
তুমি সত্যিই সত্যিই অন্য ছেলেকে বিয়ে করে ফেলবে?
দেখো। তুমি এমন একটা সিচুয়েশন তৈরি করেছ যে তোমাকে কিছু বলতেও কষ্ট লাগে।
আমার কষ্ট হয় তা তুমি বুঝো? একটা সত্যি কথা বলবে?
কি?
আমাকে কি তোমার ভালো লাগে?
লাগে।
আমাকে কি তুমি ভালোবাসো?
কতবার বলব। ভালোবাসা বিষয়টাই আমি বুঝতে পারি না।
এটা কোনো কথা?
হ্যাঁ। এটাই সত্যি। তুমি এতো বুঝো। তাহলে আমাকে বোঝাও তো ভালোবাসা কাকে বলে?
সত্যিই তো! আমি তো বলতে পারছি না।
গুড। জানতাম পারবে না।
কিন্তু আমাকে প্লিজ তুমি বিয়ে করো।
উফ!! এতো বিয়ে বিয়ে করো কেন তুমি?
তুমি এতো অবহেলা করো কেন আমাকে?
অবহেলা করলে কি তোমার সাথে কথা বলতাম?
কেন যে বলো। তাই বুঝি না।
কারণ তুমি বলেছ, তুমি শুধু কথা বলবে। এর বেশী কিছু না।
মানুষ কখনও মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে?
চাইলেই পারে।
কিভাবে? বলবে?
তা আমি কি জানি।
তাহলে বললে যে।
বললাম। মন চাইল।
৩.
এই গাধা, কি করো?
আমাকে বিয়ে করবে?
উফ! আবার?
আমাকে বিয়ে করবে?
প্লিজ। প্যান প্যানানি বন্ধ করো।
প্লিজ আমাকে বিয়ে করো।
আশ্চর্য ছেলে তো! বিয়ে করে কি হবে?
তোমার পাশে বসে গল্প করবো। হাতে হাত রেখে ভালোবাসা-বাসি করবো। কিংবা খোলা আকাশের নিচে দুজনে বসে থাকবো চুপচাপ।
তারপর?
রিক্সার হুড নামিয়ে বৃষ্টির দিনে ভিজবো। তোমার দুষ্টু চোখের দিকে তাকিয়ে তাকিয়ে গোটা বিশ্বটাকে দেখবো।
আমার চোখ যে দুষ্টু তা তুমি কি করে জানো?
জানি। আমার মন বলে।
মন আর কি বলে?
বলে, তুমি ছলনাময়ী?
আর?
তোমার আবেগ নেই।
আর?
তুমি স্বার্থপর।
আর?
তুমি সুবিধাবাদি।
তাহলে এমন একটা মেয়েকে বিয়ে করতে চাও কেন?
ভালোবেসেফেলেছি যে!
কচু তোমার ভালোবাসা।
৪.
ম্যাডাম। আজ যে আপনি হারিয়ে গেলেন।
গেছি।
রাগ করেছেন কালকের ম্যাসেজে?
না। রাগ করবো কেন? বাসায় বিয়ের প্রস্তুতি চলছে।
সত্যি সত্যি?
একদম সত্যি। ১০০ ভাগ সত্যি।
প্লিজ আমাকে বিয়ে করো।
এ কি মহাবিপদ। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কালকে আমার হলুদ।
৫.
স্যার? কোথায় গেলেন?
হ্যালো।
স্যার? আমার হলুদের দিনে আমাকে উইশ করবেন না?
আরে! তুমি উত্তর দিচ্ছ না কেন?
১ মাস ২ মাস ৩ মাস।
আজকে খেয়াল করে দেখলাম তোমার মোবাইলে আমার অসংখ্য এসএমএস যাচ্ছে না। মোবাইল ডায়েল করলাম। বন্ধ যে!
তুমি কোথায়? তুমি প্লিজ একবার মোবাইলটা অন করো।
আচ্ছা বাবা। সত্যিই বলছি আমার বিয়ে হয়নি। আমি দুষ্টুমী করেছি।
তুমি মোবাইলটা অন করবে?
৪ মাস ৫ মাস ৬ মাস।
এই যে! এই যে! আজ সব ম্যাসেজ গেলো। ফোন দিয়েছি ধরছো না কেন?
তুমি না আমার কণ্ঠ শোনার জন্য উদগ্রীব ছিলে? তাহলে ফোন ধরো।
আশ্চর্য। কী হলো তোমার? এতো ভাব দেখাও কেন? বিয়ের জন্য ফালাচ্ছিলে। এখন ভাব দেখাও?
তোমার ভাব নিয়ে তুমি মরো।
৭ মাস ৮ মাস ৯ মাস........ ১২ মাস....
১ বছর তুমি গায়েবই থেকে গেলে। একটুর জন্য মোবাইলটা অন করে তুমি আবার অফ করে দিলে।
আজ সত্যিই সত্যিই আমার বিয়ে। তুমি কে; আমি জানি না। তুমি কেন আমার জীবনে এসেছিলে; জানি না। তুমি কি বেঁচে আছো? তুমি কি মরে গেছো? তুমি কি সত্যিই আমাকে ভালোবেসেছিলে? আমি তোমাকে বলতাম, আমি ভালোবাসার মানে বুঝি না। আমি সত্যিই বুঝতাম না। আজ বুঝি। তোমার জন্য প্রতিটি মুহূর্তে অপেক্ষার ফাঁদে পড়ে বুঝলাম ভালোবাসার অর্থ কি। প্রতিক্ষণ, প্রতি সেকেন্ডে মোবাইল স্ক্রিণের দিকে চোখ দিয়ে থাকি। কখন আসবে ‘ম্যাসেজ সেন্ট’। তখনই ফোনে ডায়েল করবো তোমাকে। আচ্ছা বকে কাঁদবো কিছুক্ষণ। তারপর তুমি আবার আমাকে প্রশ্ন করবে, ‘আমাকে বিয়ে করবে?’ আমি বলবো, ‘হ্যা করবো। আমি তোমাকেই বিয়ে করবো। তুমি ছাড়া যে কাউকে ভাবতে পারছি না। কি করবো গো? বলো না। কোথায় যাই আমি? একবার। একবার এসে ধরা দাও। আমি যে পাগল হয়ে যাচ্ছি!’
খাইছেরে! আমি তো মর গায়া। এমন কবিতা ই তো রোজ চাই। জট্রিল। জোশশশশশশশশশশশশশশশশশশ।
কিছু বুঝে উঠবো কি? তার আগেই তো শেষ হয়ে গেলো দেখছি! ভালো লাগলো.লেখাটা পড়ে ইচছা কোরছে এমন ভালোবাসাতে মেতে উঠতে! এমন লেখা আজকাল পড়া হোয়ে ওঠেনা,জেই লেখার জোরে ভালোবাসতে ইচছে করে! তাই আপনাকে ধন্যবাদ
!
মনটা খুব খারাপ হয়ে আছে। সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেসে। বলেনতো কি করা যায়? কেন যে আমি এত স্বপ্ন দেখি?!

মানুষ স্বপ্ন দেখে কেন?
আমার ধারনা কষ্ট পাওয়ার জন্য। আপনার কি মনে হয়?
হয়ত। আবার হয়তো বেচে থাকার জন্য।
(
হতে পারে। আপনার গল্প সুন্দর হয়েছে।
ধন্যবাদ।
সাধারন শেরিফ ভাই.।
শেষের লাইনগুলো খুব বেশি সুন্দর।

তাই? থ্যাংকু
ভালো লাগছে লেখাটা পড়তে! .... আদুইরা টাইপ
কথার পিঠে কথা দিয়ে এমন কান্ড বেশ মজা লাগে। শুধু স্পেশাল কেউ না আমি বন্ধুদের সাথেও এমন এসএমএসের বন্যা ছুটাইতে পছন্দ করি।
আহা, কতদিন এমন তুফানমেইল টাইপের এসএমএস এর কারবার করি না! 
আমরা কিন্তু মানুষের সাথে এভাবেই ম্যাসেজে কথা বলি।
ফাটাটটাফািট..... ব্যাপক আনন্দ পাইলুম অত:পর ....দু:খ ।।।....
আপনার আনন্দ এবং দু:খের প্রতি সমর্থন।
আলোচ্য কবিতাটিতে কি কমেন্ট করব
জানিনা তো
সেটাই তো!
পড়ে ভালো লাগলো।
ধন্যবাদ।
মোবাইলটা অন করেন, মাইয়াটারে মাফ করে দেন
আহারে! এমনভাবে যদি কেউ ভালোবাসাতো!!!! তাইলে অফ জীবনটা অন হইয়া যাইত
মোবাইলটা অন করেন, মাইয়াটারে মাফ করে দেন
ভালো লাগল। এট থেকে বেশী ভালো লাগসে, আজকের ইত্তেফাকে প্রকাশিত গল্প--মেয়েটি
গল্প পড়ে বুঝলাম বয়স বেড়ে গেছে
কার? আমার না আপনার?
নাম্বরটা কতো? এসএমএস করবো
XOTIL..XOTIL..XOTIL..
জবাব নাই ......। আমারও একই অবস্থা তবে ফোন অফ করি নাই ........। তবে করে দিব ....।
আমারও এক অবস্থা, তবে ফোন অফ করি নাই ...... ।
মন্তব্য করুন