ইউজার লগইন

৫ ব্যাগ A+ রক্ত প্রয়োজন (অন্তত একদিন বাঁচিয়ে রাখি তাকে)

আমার বন্ধু, কাছের দূরের, পরিচিত, অপরিচিত সবাইকে বলছি, রাজশাহী কলেজের ২১ বছর বয়েসী ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ইসমত আরা সরকার (ডাকনাম রিংকী)-এর ব্লাড ক্যান্সার ধরা পড়ায় তাকে রোজ ৫ ব্যাগ A+রক্ত দিতে হচ্ছে। ঢাকার গ্রীণ ভিউ ক্লিনিকে ৩০৭ নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়েছে। (হাসপাতালের ঠিকানাঃ ২৫/৩ গ্রীণরোড, ঢাকা)।

আজকের (১৫ই জুন,২০১২) ৫ ব্যাগ রক্ত যোগাড় করা গেছে। আগামীকাল কি হবে জানি না। আপনাদের পরিচিত কারো বা আপনার রক্তের গ্রুপ A+ হলে রক্ত দিয়ে আসুন উপরে লেখা ঠিকানায়। অর্থ দিয়ে এগিয়ে আসতে চাইলে, উপরে লেখা ঠিকানায় সরাসরি গিয়ে মেয়ের ভাই বা মায়ের হাতে টাকা দিয়ে আসতে পারেন। (সংগত কারণে বাবার হাতে টাকা দিতে নিষেধ করা হচ্ছে) অথবা ডাচ বাংলা ব্যাংকের যে কোন শাখায় টাকা পাঠাতে পারেন। Account name: Md. Helauzzaman Sarkar , Account number 135.101.15313
অথবা ০১৮৩৯৪৯১৪৫৩ নম্বরে অন্তত ১০ টাকা ফেক্সিলোড করে দিতে পারেন।

এই মুহূর্তে সবচেয়ে জরুরী কাজ হচ্ছে রক্ত দেওয়ার মানুষ খুজে বের করা।
রক্ত দিতে চাইলে ৪ জন রক্তদাতাকে একসাথে গিয়ে রক্ত দিয়ে আসতে হবে। কারণ ৪ জনের কাছ থেকে শ্বেত কনিকা সরাসরি নিয়ে মেয়েটিকে দিতে হবে। শ্বেত কণিকা সংরক্ষণ করে রাখা যায় না। আর এক ব্যাগ সম্পূর্ণ রক্ত দিতে হবে।

দয়া করে রক্ত দেওয়ার মানুষ করুন। আপনার পরিচিত অপরিচিত কাছে দূরের যাকে যাকে সম্ভব বলুন রক্ত দিয়ে আসতে। আর একটা দিন তাকে বাঁচানো যাবে কিনা সেটা নির্ভর করছে আমাদের রক্ত যোগাড় করতে পারার উপর।

পোস্টটি ৩ জন ব্লগার পছন্দ করেছেন

অনিমেষ রহমান's picture


Sad Sad Sad Sad Sad Sad
অল্প কিছু টাকা লোড পাঠাবো।

শাহরিন রহমান's picture


কোন অসুবিধা নেই। অল্প হলেও সেটা সাহায্য।

মেসবাহ য়াযাদ's picture


রক্ত দিতে আমি কখনো কার্পণ্য করিনা। কিন্তু এমাসের শেষে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর বৌয়ের জন্য রক্ত দিতে হবে। তাই আপাতত রক্ত দিতে পারছিনা, স্যরি Sad

শাহরিন রহমান's picture


ঠিক আছে। অসুবিধা নেই। আপনার পরিচিতজনদের বলে দেখতে পারেন। তবে দুই দিনের মত রক্ত যোগাড় হয়ে গেছে। দুই দিন পরে আসতে বলতে পারেন তাদের। আসার আগে একটু যোগাযোগ করে আসতে বলবেন(০১৭৩২৯৫০৮৮৭)। মেয়ের পরিবারও রক্ত খুজছে তো।

শাহরিন রহমান's picture


ঠিক আছে। অসুবিধা নেই। আপনার পরিচিতজনদের বলে দেখতে পারেন। তবে দুই দিনের মত রক্ত যোগাড় হয়ে গেছে। দুই দিন পরে আসতে বলতে পারেন তাদের। আসার আগে একটু যোগাযোগ করে আসতে বলবেন(০১৭৩২৯৫০৮৮৭)। মেয়ের পরিবারও রক্ত খুজছে তো।

৬ টি তার's picture


আমি কাল পরশু যাবো।

শাহরিন রহমান's picture


পরশুদিনের মত ডোনার যোগাড় হয়ে গেছে। আপনি পরশুদিনের পরের দিন আসতে পারেন। আসার আগে একটু যোগাযোগ করে আসবেন প্লিজ (০১৭৩২৯৫০৮৮৭)। অনেক ধণ্যবাদ।

নিভৃত স্বপ্নচারী's picture


Sad Sad Sad Stare Stare Stare রক্ত দিতে পারলে ভাল লাগত কিন্তু প্রেসারের ঔষধ খাওয়ার কারণে পারছি না, তবে কিছু টাকা ফ্লেক্সিলোড করবো।

শাহরিন রহমান's picture


অনেক ধণ্যবাদ। সামান্যও এখন অনেক। যদিও জানি না চিকিৎসা হওয়া পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা যাবে কিনা। পারলে ব্লাড ডোনার যোগাড় করে দিতে পারেন।

১০

নিভৃত's picture


ভিন্ন ব্লাড গ্রুপ থাকায় রক্ত দিতে পারলাম না Sad

১১

শাহরিন রহমান's picture


বন্ধুদের বলে দেখতে পারেন কারো যদি একই রক্ত থাকে।

১২

তানবীরা's picture


শুভ কামনা

১৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এখন কি অবস্থা?

১৪

শাহরিন রহমান's picture


অবস্থা ভালো না। গতরাতে কোমো দেওয়া হয়েছে। রক্ত লাগবে আজ রাতের মধ্যে।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শাহরিন রহমান's picture

নিজের সম্পর্কে

আমার লেখার জগতটাকে খিচুড়ি বলা যেতে পারে। কবিতা, গান আর নিজস্ব কিছু চিন্তাভাবনা + ভালোবাসার মেশেলে একটা অনুভুতিময় জগৎ। প্রিয় পাঠক, আমার খিচুড়ি Type লেখার জগতে আপনাকে সুস্বাগতম।