৫ ব্যাগ A+ রক্ত প্রয়োজন (অন্তত একদিন বাঁচিয়ে রাখি তাকে)
আমার বন্ধু, কাছের দূরের, পরিচিত, অপরিচিত সবাইকে বলছি, রাজশাহী কলেজের ২১ বছর বয়েসী ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ইসমত আরা সরকার (ডাকনাম রিংকী)-এর ব্লাড ক্যান্সার ধরা পড়ায় তাকে রোজ ৫ ব্যাগ A+রক্ত দিতে হচ্ছে। ঢাকার গ্রীণ ভিউ ক্লিনিকে ৩০৭ নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়েছে। (হাসপাতালের ঠিকানাঃ ২৫/৩ গ্রীণরোড, ঢাকা)।
আজকের (১৫ই জুন,২০১২) ৫ ব্যাগ রক্ত যোগাড় করা গেছে। আগামীকাল কি হবে জানি না। আপনাদের পরিচিত কারো বা আপনার রক্তের গ্রুপ A+ হলে রক্ত দিয়ে আসুন উপরে লেখা ঠিকানায়। অর্থ দিয়ে এগিয়ে আসতে চাইলে, উপরে লেখা ঠিকানায় সরাসরি গিয়ে মেয়ের ভাই বা মায়ের হাতে টাকা দিয়ে আসতে পারেন। (সংগত কারণে বাবার হাতে টাকা দিতে নিষেধ করা হচ্ছে) অথবা ডাচ বাংলা ব্যাংকের যে কোন শাখায় টাকা পাঠাতে পারেন। Account name: Md. Helauzzaman Sarkar , Account number 135.101.15313
অথবা ০১৮৩৯৪৯১৪৫৩ নম্বরে অন্তত ১০ টাকা ফেক্সিলোড করে দিতে পারেন।
এই মুহূর্তে সবচেয়ে জরুরী কাজ হচ্ছে রক্ত দেওয়ার মানুষ খুজে বের করা।
রক্ত দিতে চাইলে ৪ জন রক্তদাতাকে একসাথে গিয়ে রক্ত দিয়ে আসতে হবে। কারণ ৪ জনের কাছ থেকে শ্বেত কনিকা সরাসরি নিয়ে মেয়েটিকে দিতে হবে। শ্বেত কণিকা সংরক্ষণ করে রাখা যায় না। আর এক ব্যাগ সম্পূর্ণ রক্ত দিতে হবে।
দয়া করে রক্ত দেওয়ার মানুষ করুন। আপনার পরিচিত অপরিচিত কাছে দূরের যাকে যাকে সম্ভব বলুন রক্ত দিয়ে আসতে। আর একটা দিন তাকে বাঁচানো যাবে কিনা সেটা নির্ভর করছে আমাদের রক্ত যোগাড় করতে পারার উপর।
অল্প কিছু টাকা লোড পাঠাবো।
কোন অসুবিধা নেই। অল্প হলেও সেটা সাহায্য।
রক্ত দিতে আমি কখনো কার্পণ্য করিনা। কিন্তু এমাসের শেষে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর বৌয়ের জন্য রক্ত দিতে হবে। তাই আপাতত রক্ত দিতে পারছিনা, স্যরি
ঠিক আছে। অসুবিধা নেই। আপনার পরিচিতজনদের বলে দেখতে পারেন। তবে দুই দিনের মত রক্ত যোগাড় হয়ে গেছে। দুই দিন পরে আসতে বলতে পারেন তাদের। আসার আগে একটু যোগাযোগ করে আসতে বলবেন(০১৭৩২৯৫০৮৮৭)। মেয়ের পরিবারও রক্ত খুজছে তো।
ঠিক আছে। অসুবিধা নেই। আপনার পরিচিতজনদের বলে দেখতে পারেন। তবে দুই দিনের মত রক্ত যোগাড় হয়ে গেছে। দুই দিন পরে আসতে বলতে পারেন তাদের। আসার আগে একটু যোগাযোগ করে আসতে বলবেন(০১৭৩২৯৫০৮৮৭)। মেয়ের পরিবারও রক্ত খুজছে তো।
আমি কাল পরশু যাবো।
পরশুদিনের মত ডোনার যোগাড় হয়ে গেছে। আপনি পরশুদিনের পরের দিন আসতে পারেন। আসার আগে একটু যোগাযোগ করে আসবেন প্লিজ (০১৭৩২৯৫০৮৮৭)। অনেক ধণ্যবাদ।
অনেক ধণ্যবাদ। সামান্যও এখন অনেক। যদিও জানি না চিকিৎসা হওয়া পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা যাবে কিনা। পারলে ব্লাড ডোনার যোগাড় করে দিতে পারেন।
ভিন্ন ব্লাড গ্রুপ থাকায় রক্ত দিতে পারলাম না
বন্ধুদের বলে দেখতে পারেন কারো যদি একই রক্ত থাকে।
শুভ কামনা
এখন কি অবস্থা?
অবস্থা ভালো না। গতরাতে কোমো দেওয়া হয়েছে। রক্ত লাগবে আজ রাতের মধ্যে।
মন্তব্য করুন