ইউজার লগইন

প্রেমিকের কাছে প্রেমিকার চিঠি

প্রিয়তম কুদ্দুস,

তোমার পরিবার হইতে আমাদের বাড়ি বিবাহের প্রস্তাব আসিয়াছিল। আমার আনন্দরাশি বিকাশিত হইবার পূর্বেই তাহারা জানিতে চাহিলো আমার সুখের জন্য খুশী হইয়া আমার পিতা তোমাদের কি দিবার চান। আমার পিতা জানাইলো “দু’আ”। তাহারা আমোদ পাইলো বলিয়া বোধ হয়। তাহারা আরো জানাইলো যে বাড়ীর বউয়ের বাহিরে চাকরী করা তাহাদের রীতিতে নাই। ভালো মেয়েরা চাকরী করে না। আমার গায়ের রঙ কালো বলিয়া তাহাদের চোখে বেদনার আভাস দেখিতে পাইলাম।

প্রিয় কুদ্দুস, তোমার পিতা মাতাকে এত বেদনা পাইতে মানা করিয়া দিও। বলিয়া দিও আমাকে তুমি বিবাহ করিতেছ না। ইহাতে তুমি ও তাহারা উভয়ই সুখী হইবে।

কুচকুচে কালো বউকে বিবাহ করিয়া আলাদাভাবে সংসার শুরু করিলে তাহাদের দুঃখের সীমা থাকিবে না। দুঃখের মাত্রা বাড়িয়ে যাইবে, যখন শুনিবে ঘরের বউ বিবাহের পূর্বে চাকরী ধরিয়াছে, নিজের খরচে জীবন চালাইতেছে ও নিজের পিতা মাতার দেখভাল করিতেছে। ব্যাথার সাগরে তাহারা সাঁতার কাটিবে যখন শুনিবে আমি তোমাকে দিয়া সপ্তাহে ৩ দিন রান্না ও ঘরের কাজ করাইতেছি; এবং সবচেয়ে বড় বিষয় আমার পিতা শুধু এবং শুধুমাত্র দু’আ ছাড়া আর কিছু দেন নাই বিয়েতে। পুত্র হিসেবে তোমার তাহাদের এরূপ ব্যাথা দেওয়া কি উচিৎ হইবে বলো?

তোমার এবং তোমাদের মঙ্গল কামনা করিতেছি। ভালো থাকিও। পিতা মাতার যত্ন নিও। দু’আ করি সুখী হও।

ইতি কুলসুম

(পরিশেষ: বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট)

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


অসাধারণ

শাহরিন রহমান's picture


Smile Smile Smile শুভ দুপুর বন্ধু তানবীরা।

মৃন্ময় মিজান's picture


বেচারা কুদ্দুস Sad এমন পাষাণীরে ভালু পাইছিলু Tongue

শাহরিন রহমান's picture


Smile Smile বেচারা বটে Smile Smile আহা রে Big smile

জ্যোতি's picture


কুদ্দুইস্সার জন্য এরমই ঠিকাছে। কুলসুম সেইরম Smile

শাহরিন রহমান's picture


Smile Smile Smile

আরাফাত শান্ত's picture


কুদ্দুসরা যুগে যুগে এরকম ধরা খায়
আর কুলসুমরে সুখের সংসার করে দিন কাটায়!

শাহরিন রহমান's picture


যুগে যুগে ধরা খায়নি। এখন ধরা খাচ্ছে। এবং খেতেই থাকবে। যতদিন না তাদের মন এবং পরিবারে আলোর ছোয়া লাগবে।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


চমৎকার।

এত অনিয়মিত কেন? Stare

১০

শাহরিন রহমান's picture


Laughing out loud কেমন আছেন? আসলে আসলে...লেখাটা এত কম হয় যে...

১১

নিভৃত স্বপ্নচারী's picture


টিপ সই

১২

শাহরিন রহমান's picture


Laughing out loud Laughing out loud

১৩

জ্যোতি's picture


নতুন লেখা কই কুলসুমের খালাম্মা?

১৪

শাহরিন রহমান's picture


Smile Smile Smile কুলসুমের বিয়ে দেবো। ভালো পাত্র আছে হাতে? তাহলে কুমসুম আরেকটা চিঠি লিখবে কুদ্দুসকে দাওয়াতের কার্ড পাঠিয়ে।

১৫

জেবীন's picture


আহারে! কুদ্দুইচ্ছা, শেষে খাইলো এম্নে ছ্যাচাঁ!!

১৬

শাহরিন রহমান's picture


Smile Smile Smile কুলসুমের যোগ্য পাত্রের সাথে বিয়ের দাওয়াত পেয়ে আরো ছ্যাকা খাবে।

১৭

babubrt's picture


Smile

awesome, fantastic,mindblowing-babu

১৮

শাহরিন রহমান's picture


Smile শোউকরান শোউকরান শোউকরান Smile Smile

১৯

mitun's picture


েচারা কুদ্দুস।

২০

শাহরিন রহমান's picture


Big smile Big smile

২১

অতিথি's picture


এই ডা চিঠি নাকি এটোম বোম Cool সান্তনা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শাহরিন রহমান's picture

নিজের সম্পর্কে

আমার লেখার জগতটাকে খিচুড়ি বলা যেতে পারে। কবিতা, গান আর নিজস্ব কিছু চিন্তাভাবনা + ভালোবাসার মেশেলে একটা অনুভুতিময় জগৎ। প্রিয় পাঠক, আমার খিচুড়ি Type লেখার জগতে আপনাকে সুস্বাগতম।