প্রথম কারন: আমরা বন্ধুকে কেন ভালো লাগলো।
আজ আমি এই ব্লগে সদস্য হয়েছি। আর আমার প্রথম পোষ্টটিই ছিলো নিয়ম ভেংগে। মানে আমি এমন একটি পোষ্ট দিয়েছিলাম যা আগে অন্য ব্লগে পোষ্ট হয়েছিলো। যথারিতি আমার সেই পোষ্টে মন্তব্য এসেছে। দুই ধরনের মন্তব্য ছিলো। এক ধরনের মন্তব্য পোষ্টটির বক্তব্যের ভিত্তিতে আর আরেক ধরনের মন্তব্য ছিলো (সম্ভবত এ্যডমিন থেকে) আমার নিয়ম ভাংগার কারনে। তো আমি আমরা বন্ধুর সকল নতুন বন্ধুদেরকে একটা বিষয় না জানিয়ে থাকেত পারছিনা না। আমার ঐ নিয়ম ভাংগা পোষ্টে আমি যে মন্তব্যটি শেষে করেছিলাম সেটা সবার সাথে একটু শেয়ার করতে চাইছি।
আমার পোষ্টটি ছিলো এটি: শিশুর সাথে কখনই এই কাজটি করবেন না...
ভুল স্বীকার করে আমার মন্তব্য ছিলো এটি:
--মন্তব্য শুরু
নিয়ম ভাংগা আমার একদমই উচিত হয়নি এবং আমি আর এই কাজ করবোও না। (তবে এই লেখাটি অন্য ব্লগে পোষ্ট করেছিলাম অনেক অনেক আগে)। আসলে আমি শিশুদের প্রতি একটু বেশি সেনসেটিভ্ আর এও জানি যে অনেকেই এই বিষয়ে সচেতন নন। আর তাই এই পোষ্টটিই দিলাম।
কিন্তু এই প্রসংগে একটা কথা না বলেও পারছিনা। আমি অনেকটা ইচ্ছা করেই নিয়মটা ভংগ করেছি। আমার উদ্দেশ্য ছিলো যে আপনারা কেমন রেসপন্স করেন। বিশ্বাস করুন, বিগত ২-৩ সপ্তাহে আমি আরো কিছু ব্লগ ও ফোরামে যোগ দিয়েছি। প্রথমত সকল নিয়ম একজন নতুনের পক্ষে মনে রাখা সম্ভব হয়ে উঠেনা। তারপর নতুন বলে কথা। আবার এক এক সাইটের পোষ্ট করার ধরনও এক এক রকমের। যাই হোক, অন্য বাংলা ব্লগে সামান্য নিয়ম ভংগের (আমার বিবেচনায় সেটা আদৌ বড় অপরাধ ছিলোনা, আর সকল নিতিমালার চাইতে) কারনে রিতিমত গালাগালি শুনতে হয়েছে। আমি অবাক হই, মানুষ এতোটাই অস্থির হয় কেমন করে! আর মানুষ কেনই বা এভাবে গালাগলি করে!
আপনারা অন্তত কেউ আমাকে গালি দেন নাই। ইন্টারনেটে গালি দিতে ১ সেকেন্ডও লাগেনা। আর এইটাই আমার অনেক ভালো লেগেছে! আমি ইচ্ছাকৃত নিয়ম ভংগ করবোনা আর। তবে ভুল করে ফেললে দয়া করে এভাবেই (গালাগালি না দিয়ে) শুধরিয়ে দেবেন। আর তারপরও যদি একই ভুল করতেই থাকি তবে ব্যান করে দিয়েন বিনা নোটিসে।
--মন্তব্য শেষ
হা হা হা .।.। সাব্বাস। আপনাকে অভিনন্দন।
এ পোষ্ট সরাতে পারবে না। হা হা হা.।।।
(ফাঁকে আপনার দুটি পোষ্ট আমরা পড়ে ফেললাম। আপনি ভাল লিখেন। লিখতে থাকুন।)
এই পোস্টের বক্তব্য মন্তব্য আকারে আপনার ঐ পোস্টে দিলেই ভাল হতো।
বরং নতুন একটা তাজা পোস্ট দেন। আমরা সেইটা পড়ি।
মাসুম ভাইয়ের সাথে একমত
শিবলী মেহেদী, আমরা বন্ধু ব্লগে আপনাকে স্বাগতম।
এটাও নীতিমালা ভাংছে.।
হা হা হা মজা করলাম।
আমরা বন্ধু ব্লগে আপনাকে স্বাগতম।
আইনের ফাঁক আছে!
শিবলী মেহেদী, 'আমরা বন্ধু' ব্লগে কেউ কাউকে গালাগালি করে এমন ঘটনা ব্লগে যোগ দেবার পরে একটাও ঘটেছে বলে মনে করতে পারলাম না । তবে এখানে পেচ্ছাপেচ্ছি চলে চরমভাবে, সে ব্যাপারে আগাম সতর্কতা । সবাই এখানে বন্ধু - কথাটা সবাই সব সময় মনে রাখে ।
আপনাকে স্বাগতম
আপনাকে স্বাগতম, এবার একটা পোষ্ট দেন ।
আপনাদের সবাইকেও শুভেচ্ছা। লিখবো খুব জলদিই।
আমরা বন্ধু ব্লগে আপনাকে স্বাগতম।
কিন্তু আপনার প্রথম পোস্টেই নিয়ম ভাঙ্গার ব্যাপারটা ভাল লাগে নি। আপনার উদ্দেশ্য যাই হোক না কেন।
এই ব্লগে লেখা শুরু করার আগে পুরানো পোস্টগুলো পড়ে দেখলেই বুঝতে পারতেন যে এখানে কেউ গালি দেয় কিনা।যাত্রা শুরুর আগেই যেভাবে আপনি বন্ধুদের পরীক্ষা করে দেখছেন - এটা শুভবুদ্ধির পরিচয় দেয় না। সৌভাগ্যক্রমে আমরা বন্ধু ব্লগের বন্ধুর সহনশীল।
আমি নিজে নবীন ব্লগার। স্পষ্ট ভাবে কথাগুলো বললাম এই কারণে যাতে আপনি নিয়ম ভাংগেন আর না ভাংগেন অন্তত সহব্লগারদের এভাবে যাচাই করবেন না। কোন ব্লগের চরিত্র বুঝতে হলে এর পিছনে সময় দিন। পুরানো পোস্ট খননে উৎসাহী হোন। - এটাই কাম্য।
যাত্রা শুভ হোক। আপনার শিশু বিষয়ক পোস্ট ভাল লেগেছে।
বাপরে বাপ্। অনেক কঠিন কঠিন কথা! আমি অপরাধী আর তাই হয়তো আরো শুনতেও হবে, যদিও ভুল স্বীকার করেছি এবং প্রতিজ্ঞাও করেছি আর করবো না, তারপরও... যাই হকো।
আমার চুপ থাকাই হয়তো শ্রেষ্ঠ,তারপরও একটু না বললে হয়তো আমাকে একটু বেশীই ভুল বুঝবেন।
আসলে ব্যাপারটা এটা নয় যে আমি আপনাদেরকে ছোট করে দেখেছি। কথায় আছেনা, ঘড়পোড়া গরু... আমার ভাগ্য খারাপ যে এমন ভালো ব্লগের সন্ধান আমি অনেক পরে পেলাম আর তার আগেই অন্যান্য ব্লগে তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে। মনটাই খারাপ হয়ে গিয়েছিলো যখন অযথা গালাগলি, অকারনে চিৎকার আর অশোভন আচরণ পেয়েছি ও অনদেরকে পেতে দেখেছি।
আবারো সরি, সরি, সরি... প্লিজ বলেন, মাফ করে দিছেন, এমন কঠিন কথা আর কেউ বইলেন না প্লীজ্
আপনার মন্তব্য পড়ে মনটা একটু খারাপ হল। এত মাফ চাওয়ার কিছু নেই। আপনি যে ভুল স্বীকার করে অনুতপ্ত সেটাই আসল কথা। বন্ধুদের সাথে মিলে মিশে একাকার হয়ে যান। ভাল লাগবে।
শুভেচ্ছা।
উল্টচন্ডালের কথার সাথে একমত...
সাথে চলার আগে খারাপটা ভেবে সর্তকতার নিমিত্তে খারাপভাবে শুরু করে নিজেকেই কি ছোটভাবে উপস্থাপন করলেন না?... বিশ্বাস না করে কিছুই তো শুরু করা উচিত না!...
বন্ধুরা, এখানে কেমনে মাফ চাইলে মাফ পাবো? কেউ একটু সাহায্য করুন।
(
জেবীন আপু, আমি কিন্তু ভুল স্বীকার করেছি ও মাফও চেয়েছি। কিন্তু মনে হচ্ছে আমার অনুতপ্ত হবার চাইতেও এখনো আমার বন্ধুদের সবার কাছে 'আমার বন্ধু'-র নিয়ম ভেংগেছি সেটাই সবচেয়ে বড়।
আরে ব্যাপার না।আপনার সাথে সবাই পেচ্ছাপেচ্ছি করছে।

উফ্ বাঁচালাম,
এই পেচ্ছাপেচ্ছির মামলা বুঝতে হয়তো আরো সময় লাগবে।
ভয় পেলে চলবে না। চালিয়ে যান।
সাথে আছি।
মনে হচ্ছে তাই, ভয় পাবার মতো আর কিছু নাই।
শিবলী ভাই, আপনি ভাগ্যবান। প্রথম দিন থেকেই আপনাকে নিয়ে পেচ্ছাপেচ্ছি হচ্ছে। এবিতে পেচ্ছাপেচ্ছি পাওয়া সৌভাগ্যের বিষয়।
হায় হায় বলেন কি! আমি তো মনে মনে ঠিক করে রেখেছিলাম যে আর কেউ যদি একটু কড়া কথা বলে তবে দুই তিন মাস একদম চুপ থাকবো।
বিশ্বাস করুন আমার একটু খারাপি লাগছিলো। আরে বাবা, ভুলতো করছি সেটা আমি নিজেই মানছি আর মাফও চাইছি, তারপরও একের পর এক...
দয়া করে চুপ থাকবেন না। লিখে যান।
আপনার জমজ পিচ্চিদের গল্প শুনতে চাই।

এবিতে স্বাগতম।
এ ব্যাপারে আমি সবার আগে সতর্ক করেছি । শিবলী মনে হয় গুরুত্ব দেয়নি । এখন বুঝলেন তো ! এখন কি ? ধইন্যাপাতা দিবেন ? দেন, যত খুশী ।
নাজমুল ভাই, ধইন্যাপাতা না, বরং এই শীতে এক মগ্ গরম কফি ভালো লাগবে
কফি ভাল লাগল । থ্যাংকু ।
একটা কথা খুব জুইতের কইছেন- এখানে গালাগালি নাই।
তবে আমার মনে হয়- কুছকুছ উপেক্ষার ব্যাপার আছে।
তাহলে পেচ্ছাপেচ্ছি আর কুছকুছ উপেক্ষা এই উভয়টাকে আমার একটু বুঝতে হবে।
''কুছকুছ উপেক্ষা''কে হাস্যমুখে করব মোরা পরিহাস ।
স্বাগতম
হাত পা খুইলা লেইখা যান।
হা হা হা হা..... ভাল লাগার কারন জেনে ভাল লাগলো।
স্বাগতম!
মন্তব্য করুন