ইউজার লগইন

agun

আগুন! ভয়াবহ একটি বিষয় যখন মানুষ আগুনে পুড়ে যায়। আগুনে পোড়া কিংবা শরীরে আগুন লেগে গেলে তাৎক্ষণিক যা যা আপনার করণীয় তাই নিয়েই দি ঢাকা টাইমসের আজকের আয়োজন।

09-burntreatment

যেকোনো সময়ে আপনাকে হয়তো আগুনের মোকাবেলা করতে হতে পারে, বিভিন্ন কারণে আগুন লাগতে পারে, আগুন সাধারন অসাবধান থাকার কারণেই বেশি হয় এছাড়াও আমাদের আরেক প্রতিবেদনে আগুন আগা এবং এর জন্য করনীয় বিষয়ে বিস্তারিত বলা হয়েছে, আজ যদি আপনার আশেপাশে কারোর গায়ে আগুন লেগে যায় তখন তাৎক্ষণিক আপনার যা যা করনীয় যা নিচে বর্ণনা করা হল।

আগুন বেশ কয়েক কারণে লাগতে পারে, দুই ধরণের আগুনে পোড়া হয়ে থাকে সাধারণ আগুনে পোড়া যেমন গরম পানি, গরম পাতিল, আইরন মেশিন, কিংবা গরম তেল পড়ে যদি হালকা পুড়ে যায় কিংবা ত্বক লাল হয়ে যন্ত্রণা করতে থাকে।

550px-Treat-a-Burn-Step-7

তবে শান্ত থেকে দ্রুত শীতল পানি ঢালুন, দীর্ঘ সময় ধরে এভাবে পানি ঢালতে থাকুন। মানুষের ত্বকের দুটি অংশ থেকে একটি উপরে অন্যটি ভেতরে উপরের অংশকে এপিডার্মিস বলা হয়, যদি হালকা আগুনে বা গরমে ত্বক পুড়ে যায় তবে এপিডার্মিস আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এসব ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে পানির বিকল্প নেই, হালকা ঠোসা ফুলে উঠলে তা গালার চেষ্টা করবেন না, কম পোড়ার ক্ষেত্রে ধীরে ধীরে নিজে থেকে এসব ঠোসা শুকিয়ে যাবে আর বেশি হলে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।

partial-thick

আরেক রকম পোড়া হচ্ছে তিন ডিগ্রী বার্ন বা গুরুত্বর পোড়া, এধরণের পোড়ার সময় মানুষের শরীরের দুটি ত্বকের স্থরই খতিগ্রস্থ হয়। বাইরের ত্বক এপিডার্মিস এবং ভেতরের ত্বক ডার্মিস দুটি পুড়ে যায়, এতে শরীরে ভয়ংকর যন্ত্রণা হতে পারে। এধরণের পোড়ার ক্ষেত্রে অবশ্যই গায়ের কাপড় দ্রুত খুলে ফেলুন। দ্রুত শীতল পানি ঢালুন, ২,৩ ঘন্টা পানি ঢালতেই থাকুন।

550px-Treat-a-Burn-Step-10

পানি ঢালার পর রোগীর পোড়া বেশি হলে ঐ স্থানে সাদা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিন, এবং উপরের দিকে রাখুন। যত তাড়াতাড়ি পারেন হাসপাতালে রোগীকে স্থানান্তরের ব্যবস্থা করুন।

আগুনে পুড়ে গেলে পোড়া স্থানে যা যা প্রয়োগ করবেন নাঃ

670px-Treat-a-Burn-Step-22

পোড়া স্থানে অবশ্যই সরাসরি বরফ প্রয়োগ করবেন না,এতে খতের খুব ক্ষতি হবে। পুড়ে যাওয়া পাতলা চামড়াতে ফ্রস্ট বাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

670px-Treat-a-Burn-Step-23

মনে রাখবেন আগুনে পুড়ে যাওয়ার পর কোন রকম পেঁয়াজ, আলু, রসুন, তুথ পেস্ট, মবিল এসব প্রয়োগ করবেন না। এসব ত্বকের ক্ষতি করে। তিন ডিগ্রী বার্নের ক্ষেত্রে পিয়াজ, আলু, রসুন, পেস্ট এসব চামড়ার বিকৃতি ঘটিয়ে দেয়। ওয়েন্টমেন্ট জাতীয় ক্রিমও লাগাবেন না, অনেকেই সাবান লাগিয়ে থাকেন যা আপনার ক্ষত স্থানে ভয়ংকর পরিণতি বয়ে আনবে। মোট কথা উত্তেজিত না হয়ে শুধু সাধারণ শীতল পানি ঢালুন, তাৎক্ষণিক পানির উপরে কিছুই নেই।

670px-Treat-a-Burn-Step-24

পোড়া ক্ষতে হাত দিবেন না, ক্ষতে অযথা হাত দিলে হাতের সাথে ক্ষতের চামড়া উঠে আসতে পারে। এতে ঐ স্থান সুস্থ হলে বিকৃত হয়ে যেতে পারে।

আমাদের অন্যান্য জন সচেতনতা মূলক পোস্ট সমূহঃ

* বাংলাদেশে ভূমিকম্পের ঝুকি এবং আমাদের তাৎক্ষণিক করনীয় বিষয়গুলো!

* যেভাবে নিজেকে এবং পরিবারকে আগুণ থেকে রক্ষা করবেন

* জেনে নিন মুসলিম আইনে সম্পত্তির বন্টন কিভাবে হয়!

সতর্কবার্তা:
বিনা অনুমতিতে দি ঢাকা টাইমস্‌ - এর কন্টেন্ট ব্যবহার আইনগত অপরাধ, যে কোন ধরনের কপি-পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ, এবং কপিরাইট আইনে বিচার যোগ্য!

বিষয়: আগুন, করণীয়, পোড়া
January 8, 2014 তারিখে প্রকাশিত

মন্তব্য লিখতে লগইন করুন
Login With Facebook
একইরকম আরও পোস্ট
আপনার জন্য এই সপ্তাহে নতুন ৭টি গেমিং ...আপনার জন্য এই সপ্তাহে নতুন ৭টি গেমিং ...জামায়াতের ৪৮ ঘণ্টার হরতালে ৫ জন নিহতজামায়াতের ৪৮ ঘণ্টার হরতালে ৫ জন নিহতযেভাবে হ্যাকার থেকে নিরাপদ রাখবেন আপনার প্রিয় ফেসবুক একাউন্ট ...যেভাবে হ্যাকার থেকে নিরাপদ রাখবেন আপনার প্রিয় ফেসবুক একাউন্ট ...সাঁতার স্বাস্থ্যের জন্য বড়ই উপকারীসাঁতার স্বাস্থ্যের জন্য বড়ই উপকারী
আপনি হয়তো নিচের লেখাগুলোও পছন্দ করবেন
দেখেনিন অসাধারণ কিছু পরিকল্পনা যেভাবে আপনার শখের বাড়ি সাজাতে পারবেন!
কর্মক্ষেত্রে ৫ ধরনের সবচেয়ে খারাপ সহকর্মীদের যেভাবে সামলাবেন
শীতের দিনে অলস সব পোষা প্রাণীর মজার কান্ড [ছবি]
জেনেনিন ২০১৪ সালে কিছু সাধারণ সমস্যা সমাধানে বুদ্ধিদীপ্ত টিপস [পর্ব-১]
দেখে নিন শিশুদের জন্য পৃথিবীর সবচেয়ে দামী জামা-কাপড়
মোটর সাইকেল চালালে নারীরা শারীরিক এবং মানসিক ভাবে সুখী থাকেন [গবেষণা]
যেসকল কারণে আপনার ২০১৪ সালে ফেসবুক ব্যবহার ছেড়ে দেয়া উচিৎ!
চলুন দেখে নিই কিভাবে পাখিরা তাদের বাসা তৈরি করে!
গুণীজনদের বিখ্যাত উদ্ধৃতি দিয়ে শুরু করুন আপনার নতুন বছর ২০১৪
নতুন বছর ২০১৪ এর জন্য দশটি অঙ্গীকার করুন!
উত্তর কোরিয়ার একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার দশটি ভয়াবহ চিত্র!
যেভাবে নিজেকে এবং পরিবারকে আগুণ থেকে রক্ষা করবেন



বিস্তারিত পড়ুন: http://dhakatimes.com.bd/2014/01/08/27347/urgent-burn-treatment/#ixzz2pp54vkCq
Follow us: @TheDhakaTimes on Twitter | TheDhakaTimes on Facebook

পোস্টটি ৩ জন ব্লগার পছন্দ করেছেন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শাশ্বত স্বপন's picture

নিজের সম্পর্কে

বাংলা সাহিত্য আমার খুব ভাল লাগে। আমি এখানে লেখতে চাই।