ইউজার লগইন

বন্ধুত্বের জয় হোক

নতুন খাতায় লিখার সময় সুন্দর করে লিখতে ইচ্ছা করে। নতুন ব্লগে লেখার সময়ও একই অনুভুতি হচ্ছে। ইচ্ছা ছিল খুব সুন্দর করে কিছু একটা লিখবো কিন্ত দুই দিন ধরে কি লিখবো তাই বুঝতে পারছি না। আগে সময় কাটানো ছিল খুব মুশকিল, এখন সময়ই আমাকে প্রতিনিয়ত কাটছে। অফিস থেকে ভাবি বাসায় গিয়ে লিখবো , বাসা থেকে মনে হয় অফিসে যদি সময় পাই কয়েক লাইন হলেও লিখবো। শেষ পর্যন্ত বসলাম যখন তখন কিছু একটা লিখেই ছাড়বো আজ, হোক সেটা অখাদ্য (কবি এখানে অপাঠ্য বুঝাতে চেয়েছেন)। 

সকাল  থেকে যেই চিন্তাটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করি। আগামী কাল আমার স্কুলে পুণর্মিলনী অনুষ্ঠান। স্কুলের জন্মলগ্ন থেকে এপযর্ন্ত যারা পড়ালেখা করেছে তাদের মহামিলন মেলা।  আমি এস, এস, সি এবং এইচ, এস, সি পরীক্ষা এখান থেকেই পাশ করেছি (যদিও টেনেটুনে তাতে কি? পাশ বলে কথা)। বোর্ডে স্ট্যান্ড করলে হয়তো দুই একজন আমাকে মনে রাখলেও রাখতো কিন্ত এই অভাগাকে কেউ কি মনে রেখেছ? হটাৎ করে সেদিন ডজন খানেক পোলাপান ফোন করে কনফার্ম হওয়ার চেষ্টা করেছে আমি যাচ্ছি কিনা। কোথা থেকে হাজার বছর পর তারা আমার ফোন নাম্বার জোগাড় করছে আল্লাহ মালুম।

মনে হয় মাত্র কদিন আগেই স্কুলের মাঠ ছেড়েছি, কলেজ পালানো স্বর্ণালী দিন গুলি সবে তো শেষ করলাম। কিন্ত বেলা তো গড়িয়ে গেছে অনেক। স্কুলের সবুজ ঘাসে পা ছোয়ানোর ইচ্ছা আমার অনেকদিনের। সারাদিন যেসব স্যার/ম্যাডামদের সমালোচনায় মুখর থাকতাম, শাসন গুলিকে বাড়াবাড়ি আর তাদের পরামর্শকে বিরক্তিকর মনে হতো, তাদের কথা প্রায়ই মনে পড়ে। ইচ্ছা করে ছুটে গিয়ে সেই মানুষ গড়ার কারিগরদের বলি..আপনারা এতো কষ্ট করেছেন আমাদের জন্য আর আমরা এতোগুলি বছরে একবার কেমন আছেন জানার চেস্টা পযর্ন্ত করি নাই, কতো স্বার্থপর আমরা। 

আগামী দিনটা আমার অনেক প্রত্যাশিত একটা দিন। অনেকবছর ধরে এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। আমি আসছি বন্ধুরা। বন্ধুত্বের জয় হোক সবখানে, অর্ন্তজালে এবং বাস্তবে ।

 

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


বন্ধুত্বের জয় হোক ।

সুবর্ণা's picture


জয় হবেই হবে।

আপন_আধার's picture


বন্ধুত্বের জয় হোক ।

সুবর্ণা's picture


অর্ন্তজালে এবং বাস্তবে....

সোহেল কাজী's picture


আপুকে প্রথমেই স্বাগতম (হিহিহিLaughing)

আপনি যখন ছাত্রজীবনের (ছাত্রীজীবন হবে Tongue out) ঘটনাগুলো লেখেন আমি তার প্রতিটি লাইন খুটে খুটে পড়ি। অনেক সময়েই নষ্টালজিক হই। এই যেমন আজ শিক্ষকদের কথাগুলো বললেন তেমন মুহুর্তে আবেগ ধরে রাখা খুবই কঠিন হয়ে পড়ে। মনে হয় এক্ষুনি ছুটে গিয়ে  সেই মানুষ গড়ার কারিগরদের বলি..আপনারা এতো কষ্ট করেছেন আমাদের
জন্য আর আমরা এতোগুলি বছরে একবার কেমন আছেন জানার চেস্টা পযর্ন্ত করি নাই,
কতো স্বার্থপর আমরা।

আপনার সেই দিনগুলির কথা কেবল শুরু করেছিলেন সম্ভবত দু পর্বের পর আর লিখেননি। তাই আপনার কাছে রিকুয়েষ্ট থাকবে সিরিজটা আবার চালু করার জন্য।

রাইকা মামনির জন্য আদর রইলো

সুবর্ণা's picture


ধন্যবাদ। লিখার ইচ্ছা আছে। আজ অনেকদিন পর স্যার ম্যাডামদের সাথে কথা হলো। খুব ভালো লাগছিল।

 রাইকা ভাল আছে। মায়ের মতো পড়াশুনায় ফাঁকবাজী করে সদ্য কেজি টু তে উঠেছে। তার ধারনা আর পড়ালেখা করার দরকার নাই ..অনেক পড়া শিখে ফেলেছে।

রন's picture


আপুকে প্রথমেই স্বাগতম!
আশা করি আগামি কাল আপ্নার ভাল কাটবে বন্ধুদের সাথে!
কেমন গেল দিনটি শেয়ার করার অনুরোধ রইল

সুবর্ণা's picture


ধন্যবাদ। অবশ্যই শেয়ার করবো।

জ্যোতি's picture


বন্ধুত্বের জয় হোক ।

১০

সুবর্ণা's picture


Smile জয় হোক, দিনে দিনে দৃঢ় হোক বন্ধন।

১১

তানবীরা's picture


এ আর রেহমানের সুরে সুরে গাইছি, জেয় হো জেয় হো।

 

নতুন খাতায় লিখার সময় সুন্দর করে লিখতে ইচ্ছা করে। নতুন ব্লগে লেখার সময়ও একই অনুভুতি হচ্ছে। ইচ্ছা ছিল খুব সুন্দর করে কিছু একটা লিখবো কিন্ত দুই দিন ধরে কি লিখবো তাই বুঝতে পারছি না।

আপনি কি করে আমার ভাবনাগুলো টের পেলেন ?

ভালো থাকবেন।

 

১২

সুবর্ণা's picture


আপনিও ভালো থাকবেন।

১৩

নুশেরা's picture


ভালো লাগলো, ভালো থাকবেন।

১৪

সুবর্ণা's picture


ধন্যবাদ।

১৫

কাওছার আহমেদ's picture


খাইছেরে!! আপা চলে আসছেন!! স্বাগতম হে মহান (এরপর আর কিছু মনে আসতেছে না, খিকজ্)

একটা সিরিজ শুরু করেন।

১৬

সুবর্ণা's picture


চলে আসলুম। এসে দেখি আগে থেকেই দুষ্টু বালকেরা এসে পড়েছে। Wink

১৭

মাসরুর's picture


স্বাগতম!

১৮

সুবর্ণা's picture


আপনেরেও স্বাগতম

১৯

মলিকিউল's picture


স্ব্যাগেতম!!
রিইউনিয়ন কেমন হইলো?

২০

সুবর্ণা's picture


আপনি মিসাইছেন। খুব ভালো হয়েছে, এখনও চলছে। বিস্তারিত পড়ে জানাবো। আপনার বন্ধুদের কাউকে দরকার হলে বইলেন। অনেকের ফোন নাম্বার আছে স্যুভেনির এ।

২১

সুবর্ণা's picture


সারাদিন আড্ডা দিয়ে কিছুক্ষণ আগে ঘরে ফিরেছি। অসম্ভব ভাল লাগায় মনটা ভরে আছে। খুঁজতে খুঁজতে কতো বন্ধুর সাথে দেখা হলো, যাদের একটা খবরের জন্য কতোদিন ধরে খুঁজছিলাম। অবশ্যই শেয়ার করবো আজকের অভিজ্ঞতা, সেই সাথে অনেক স্মৃতির কথা, যেসব কথা আজ হটাৎ করেই মনে পড়েছে।

২২

রন's picture


এক কাপ চা খেয়ে বসে পরেন লিখতে

২৩

সুবর্ণা's picture


এখন একটা দাওয়াত এ যাচ্ছি। চাইনিজ খেয়ে তারপর লিখব।Wink

২৪

রন's picture


ঠিক হ্যা

২৫

নজরুল ইসলাম's picture


বড্ড দেরী হলো আপনার পোস্টে আসতে।
তবু স্বাগতম।
খুব আনন্দ হলো শুনলাম।
সেগুলো লিখে ফেলুন।
চাইনিজ খাওয়া নিশ্চয়ই শেষ হয়েছে?

২৬

সুবর্ণা's picture


দেরী হলে অসসুবিধা নাই, এতো সুন্দর হাসি দিয়ে স্বাগত জানাইছেন এতেই আমি খুশী।

চাইনীজ  তো খাওয়া শেষ কিন্ত কেনো জানি প্যাট ব্যথা করছে। ঘোষনা দিয়ে একা খাওয়ার এই এক সমস্যা।

২৭

মিশু's picture


জয় হবেই

২৮

সুবর্ণা's picture


হবেই হবে।

২৯

লোকেন বোস's picture


জয় হোক বন্ধুত্বের

৩০

সুবর্ণা's picture


ধন্যবাদ।

৩১

পদ্মলোচন's picture


সুবর্ণা আপুর আগমন শুভেচ্ছা স্বাগতম।

কি কি করলেন ডিটেইল দ্যান

৩২

সুবর্ণা's picture


ধ্যইন্যা পাতা। 

৩৩

টুটুল's picture


নতুন পোস্টের অপেক্ষায় আছি কৈলাম

৩৪

সুবর্ণা's picture


নতুন পোস্ট দিলাম কিন্তক

৩৫

বিহঙ্গ's picture


স্বাগতম...............

৩৬

সুবর্ণা's picture


আপরেও স্বাগতম

৩৭

হাসান রায়হান's picture


স্বাগতম। আমার ওয়ান ওফ প্রিয় রাইটার আইসা পরছে। ফাটাফাটি সব লেখা পড়ার প্রতীক্ষায়।

৩৮

সুবর্ণা's picture


কি যে বলেন রায়হান ভাই Embarassed

৩৯

বাতেন ছিদ্দিকী's picture


বন্ধুত্বের জয় হোক

৪০

সুবর্ণা's picture


আপনারে দেখে ভাল্লাগলো।

৪১

নীড় সন্ধানী's picture


কোত্থেকে এসেছেন, আপনারে চিনা চিনা লাগে যেন............. :)

৪২

সুবর্ণা's picture


আপনারেও গুড় গুড় লাগতাছে, থুক্কু চিনি চিনি লাগতেছে।

৪৩

নীড় _হারা_পাখি's picture


আবার জিগায়...।জয় তো আমাদের হবেই....।মানুষ কি খারাপ...বিদেশি খাবার খাইতে.।আবার যাবার আগে বলে খাইতে যাই।  পয়েনট টু বি নোটেড.''চাইনীজ  তো খাওয়া শেষ কিন্ত কেনো জানি প্যাট ব্যথা করছে। ঘোষনা দিয়ে একা খাওয়ার এই এক সমস্যা।''' এ কারোনেই বলা ঠিক হয় নি..। ও আফা শুধু কি বনধু দের নামবার আছে.।বানধবি দের নামবার নাই...বিবাহ করা দরকার পাতরি খুজতেছি...নামবার থাকিলে সুবিধা হয়...বন্ধুত্বের জয় হোক সবখানে, অর্ন্তজালে এবং বাস্তবে । বেশ ভালো লাগলো ডায়ালগ টা...ভালো থাকুন...

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সুবর্ণা's picture

নিজের সম্পর্কে

কী লিখব বুঝতে পারছিনা, পরে এক সময় লিখব|