ইচ্ছে ঘুড়ি
ভীষণ মাথা ধরেছে। ইচ্ছা করছে জোরে মোটর সাইকেল চালাই যেন মনে হয় আকাশে উড়ে যাচ্ছি, কোন এক নদীর তীরে গিয়ে বসি , ফশ করে একটা দেয়াশলাই জ্বালাই, সিগারেটের ধোয়ায় আচ্ছন্ন হয়ে যাই, মাথাটা হাল্কা করি।
কিন্তু আমি তো এসব কিছুই করতে পারবো না। না আমার বাইক আছে, থাকলেও তা আমি চালাতে পারবো না, একা কোথাও উড়ে যাওয়ার উপায় তো নাইই, আর মাথা হাল্কা করার জন্য সিগারেট, এতে আবার কাজ হয় নাকি ? সেটাই তো এতোদিনে জানলাম না। মাঝে মাঝে অদ্ভুত সব ইচ্ছা হয়। ইচ্ছা করে ফুটওভারের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে ট্রাফিক জ্যাম দেখি, কিম্বা ফুটপাতে জোঁকের তেল বিক্রি/ মোটা সাস্থ্য চিকন করার বড়ি বিক্রির ক্যাম্পেইন দেখি।
ধুর ভালো লাগছে না। এখন ইচ্ছা করছে মাথাটাই কেটে ফেলি।
আমার তো খালি ঘুমাইতে ইচ্ছা করে
খালি ঘুম??
ঘাম
কমেন্টস আসে না ক্যান?
যার যেইটা করতে পারার সুযোগ কম....বরাবরই সেইরকম কাজ গুলাই করতে মন চায় আমাদের...ইচ্ছে ঘুড়ি....পাগলা জিনিষ
হুমম ঠিকই বলছেন।
ইচ্ছে ঘুড়ি বড়ই বেয়ারাগো ভইনডি।

জিগাইলামনা কেমুন আছেন
সব ইচ্ছা কুরবানী দিয়া দিন্দিন কলাগাছ হইয়া যাইতেছি।
ভাগ্য ভালো জিগান নাই ক্যামুন আছি। কাল আসলেই দিনটা খুব খারাপ গ্যাছে।
ঘুড়ির নাটাইটা আমাদের হাতে নেই, এটাই সমস্যা...
ইশশ যদি থাকতো, আমরাবন্ধুর পিকনিকটা মিস হইতো না আমার।
আপনার সিগারেটেরও অভ্যাস আছে নাকি?
হ, গাঞ্জারও অভ্যাস আছে
মন খারাপ ক্যান?
আপনিই বুঝলেন টুটুল ভাই, ভীষণ মন কারাপ আমার।। গত কয়েকমাস ঘুমানোর আগে শেষ ফোনটা আসে কোন নিকটজনের মৃত্যু সংবাদ নিয়ে। মন খারাপ থাকে, ঠিক মতো ঘুম হয় না, তারপর শুরু হয় মাইগ্রেইনের ব্যাথা
সিগারেট এখনো ছাড়েন নাই?
ছাড়তে আর পারলাম কই..
মাথাটা কাইটা ফেলাই ভালো হবে
হুমম, এইটা ছিল শেষ ইচ্ছা। প্রথমগুলি পুরা করতে পারলে এইটাও করতাম। কি হবে এই মাথা দিয়ে।
আমি একটা গেম খেলি এ সময়। কে কারে বেশি কষ্ট দিতে পারে। আমি মাথারে না মাথা আমারে ঃ)। সব কাজ করি,খাই, জেগে থাকি কিন্তু ওষুধ পর্যন্ত খাই না। যদি তিন চার দিন গড়ায় তাহলে অবশ্য অন্য কথা
মাইগ্রেইন ব্যাথা শুরু হলে ঘুমালে ঠিক হয়ে যায় অনেক সময়। কিন্তু সেই সুযোগ সব সময় থাকে না। অনেক খারাপ অবস্থা হয় মাঝে মাঝে। তাই ব্যাথা শুরু হলেই ভয় পেয়ে যাই।
মাইগ্রেন আমার বহুবছরের জানিদুস্ত। কথা দিছে আমারে ছাইড়া যাবে না। লেখাটা উদাস করছে মন।
[অ.ট.- সেদিন একটু আগেই পৌছে গেছিলাম ঢাকায়, আশাতীতভাবে জ্যামে পড়ি নাই। পরে ফোন দিতে চাইছিলাম, কিন্তু আপনি আবার জ্যামে আটকে সান্ধ্য আইনের খপ্পরে পড়েন কিনা সেজন্য দেইনি। আড্ডা খারাপ হয়নি একেবারে
]
মন্তব্য করুন