যে কথা ছিল না জানা
আচছা বিয়ের সময় মেয়েরা এতো কান্নাকাটি করে কেন বলতে পারেন? ছোট বেলা থেকে পরিচিত কারো বিয়েতে গেলে, কান্নাকাটি দেখতাম আর তারপর থেকে এই প্রশ্নটা মাথার ভিতর ঘুরপাক খেত। আমার ধারনা ছিল মতের বিরুদ্ধে বিয়ে দেয়া কান্নার কারণ হতে পারে কিম্বা বিয়ের আনুষ্ঠানিকতার একটা অংশ হতে পারে। কান্না না করলে কেউ আবার যদি বলে "মেয়েটা শশুর বাড়ী গেলো, কাঁদলো না?"
একসময় আমার ভাইয়ার বিয়ে হলো। তখন আমি কলেজে পড়ি। ভাবি বিয়ের দিন মহা কান্না জুড়ে দিল, ভাবলাম এখানেই শেষ। কিন্ত সে যেদিনই বিয়ের ছবি দেখে কিম্বা ভিডিও দেখে সেদিনই চোখ ফুলিয়ে রাখে। আমি আর ভাবী স্কুল জীবনে একসাথে কিছুদিন পড়াশান করেছি। সেই সূত্রে ভাল বন্ধুত্ব ছিল আগে থেকেই, কিন্ত তার কাছ থেকেও এই কান্নার রহস্য জানতে পারি নাই। এর পর আমার বড় বোনদের বিয়ে হলো তখন শুধু বোন না মা, ভাই, বোন, সবাই কাঁদলো। খুশীর দিনে এমন কান্নার মানেটা কি, বুঝলাম না ঠিক।
এই ভাবে দিন গড়াতে গড়াতে একদিন বুঝতে পারলাম কান্নার রহস্যটা কি। সেটা ছিল আজ থেকে দশ বছর আগের ঘটনা। সেই প্রশ্নের কি উত্তর খুঁজে পেলাম বাস্তব অভিজ্ঞতা থেকে আপনদের সাথে শেয়ার করছি। আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে যাই মনে করুক আমি বিয়ের দিন কাঁদবো না। কিন্ত বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর থেকেই কেন জানি সব উলট পালট হয়ে গেলো। আমার পূর্ণ সন্মতিতে বিয়ে হচ্ছে, আমার তো খুশিতে নাচার কথা কিন্ত বাস্তবঘটনাঅন্যরকম। আমার মা যখন আদর করে কিছু বলতো তখন চোখটা ভিজে আসতো, আমার ভাইয়ের ছোট মেয়েটা যখন গাল ফুলাতো আমার হাতে ছাড়া ভাত খাবে না বলে, ভাইয়ের বড় মেয়েটা যখন রাত দুপুরে ছোট কোল বালিশ, বালিশ, কাঁথা নিয়ে আমার কাছে হাজির হতো ঘুমানোর জন্য, আমার ছোট ভাইটা যখন দুষ্টামী করতো আর ওকে মারতে আমি ওর পিছে পিছে ছুটতাম..... আমার চোখে ভিজে আসতো। আমার বই, আমার ব্যক্তিগত চিঠিপত্র, আমার প্রিয় বালিশ যেটা ছাড়া কোথাও বেড়াতে গেলেও আমাকে নির্ঘুম রাত কাটাতে হতো, বাসার উঠানে শিউলি ফুল গাছ, শীতের সকালে ভোরে ঘুম তেকে উঠতাম ফুল কুড়ানোর জন্য.. সবকিছু ছেড়ে যেতে আমার ভিষন কষ্ট হচ্ছিল। "বিয়ের পর অন্য বাসায় চলে যাওয়া" এই নিয়মটার প্রতি ভীষন রাগ হচ্ছিল আমার। আমি শুধু বিয়ের দিন কান্না করি নাই, আমি বিয়ের সময় অনেকগুলো দিন কান্না করেছি।আমার অতি আপনজনদের স্নহের স্পর্শের জন্য, ফেলে আসা সেই দিনগুলির জন্য এখনও অনেক সময় গভীর রাতে আমার ঘুম ভেঙ্গে যায়, আমার বালিশ ভিজে উঠে নোনাপানির বন্যায়।
প্রতিবছর আমি এই দিনটা উদযাপন করি আনন্দে। মনের গোপন গভীরে গুমরে ওঠা কষ্টকে ভুলে থাকি শশুর শাশুড়ীর মমতায়, স্বামীর অপরিসীম ভালবাসায়, কন্যার দুষ্টামী আর নানা রকম আব্দারে।
বাকী জীবনের প্র্যাকটিসটা শুরু করে আরকি...
শিরোনাম পড়েই মন্তব্য করলাম। পড়ে নিই, পরে আবার করবো।
ঠিকই বলেছেন। নিজের বাসা আর পরের বাসা কি এক হয় বলেন?
অভিনন্দন! শুভ বিবাহ বার্ষিকী
আমার কেন যেন শুধু হাসি পাচ্ছিলো বিয়ের দিন... বিশ্রী অবস্থা... সব ফটোতে দেখা যায় আমি দাঁত বের করে আছি
ধন্যবাদ।একজন সকারে ফুল দেখে আফসুস করেছে কিনতে পারে নাই বলে। দেখা যাক দিন মেসে কি করে। নাকি আমিই নিব ভাবছি। জমানা বদল গায়া..
@নুশেরাবু,
তাইলে একরকম বিয়ে পাগলাই আছেলেন ?
খিক খিক খিক
আরে ধুর, আমারে সাজাইছিলো বিকট। ঐটা দেখেই হাসি আসতেছিলো... শরবত খাওয়াখাওয়ির পর্যায়ে জামাই আমার কানে কানে বললো, তোমারে তো দেখতে যাত্রাদলের প্রিন্সেসের মতো লাগতেছে... কথাটা শুনে কোনমতে হাসি থামলো...
বিয়েক পাগল নুশেরা
এক কথায় বললে - ঐতিহ্য
দুই চাইর কথায় বলতে গেলে-
১. অপরিচিত লোকের সাথে বিয়ে হওয়ায় কাঁদে
২. শ্বশুরবাড়ীর পরাধীতার শৃংখলের ভয়
৩. কাঁদলে মনটা ফ্রেশ হয়
৪. হাসলে লোকে বেহায়া বলবে
বাকি রহস্য মেয়েরাই বলুক।
আমরা তো বাইরের লুক।
আমারও ঐতিহ্য মনে হতো।
কান্না না করারও একটা কারন আছে। যারা ঐ সময়ও সচেতন থাকে মেকআপ এর বিষয়ে। বিয়ের সবচেয়ে খারাপ দিক মেকআপ মেকে বসে থাকা।
ওহহো হেপী মেরিজ ডে!

আজকালকার মেয়েরা কান্দে না, ঐতিহ্য মানে না, আমার বউও কান্দে নাই
ধইন্যা। ভাবী কেন করে নাই জানেন নাকি?
পরীক্ষার দুশ্চিন্তায় কান্দার টাইম পায় নাই
নিয়ম মনে হয় কাঁদার
একটা কৌতুক আছে এ নিয়ে। সব বিয়েতেই কনে কাঁদে কেন?বাকিটা জীবন তো জামাইই কাঁদবে, একদিন না হয় কনে শেষবারের মতো কাঁদলো
আপনি কিভাবে বুঝবেন ?
"কি যাতনা বিষে বুঝিবে সে কিসে...."
আমি তো ছুডু মানুষ, আপ্নাদের দেইখা শিখি
ও, শুভ বিবাহ বার্ষিকী???? শুভেচ্ছা...
কান্নাকাটির ইতিহাস? আগে আমিও কোনো বিয়াতে মেয়েদের হাসাহাসি করতে দেকহলে কান্নার বদলে, ভাবতাম, কি বেশরম(নুশেরাপুরে কিছু কৈনাই কিন্তু...
)...মাইয়া....এখন আর ভাবি না...
বিয়ের অনুষ্ঠানে আমিও কিন্ত কান্দি নাই...
শুভ বিবাহ বার্ষিকী ....
ধন্যবাদ।
শুভ বিবাহ বার্ষিকী


অনেক অনেক শুভ কামনা
কেক্কুক খাওয়াইলে আরাম পাই
এইদিনটা মেয়েদের শেষ কান্না... আর ছেলেদের শুরু
এখন ছেলেরাও বিয়ের দিন কান্না কর, শুরুর দিন...
ধন্যবাদ। কেক খাওয়াইতে পারলে আমারও ভালো লাগতো।
বিয়ের দিনে মেয়েরা কাদে কারণ,- অবলা একটা জীব পুরুষ মানুষের হাড়-গোড় জ্বালায়া খায়বো, এই আনন্দে ! ওইটুক আনন্দ অশ্রু !

আপনি বিবাহিত হইলে নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন কথাটা। আপনার জন্য সমবেদনা রইল। আর যদি আবিয়াইত্যা হন তাইলে বিয়ে না করার পরামর্শ থাকলো।
বিয়ে না করার পরামর্শ দিচ্ছেন ?-এইটা কি কন !
বিয়ে না করলে বাবু আয়বো কই থেইকা
শুধু বাবুর জন্য বিয়???আপনি তো চরম মিথ্যুক। ধিক্কার জানাই গেলাম।
আমি কিন্তু বিয়ের দিন কাঁদি নাই... ঈমানে কৈলাম...
পরমান দিতে হইবেক। প্রথমবার কাঁদেন নাই তো কি? পরের বার কাঁদবেন।
খেক খেক খেক
বিয়ার সময় বউয়ের কান্দন দেইখ্যা মনে হইতাছিল তারে আমি মাইরা ফালাইতে নিয়া যাইতাছি।
বাসায় আইনা দেখি পুরা উল্টা। কইলাম কাহিনী কী কানলা কেন এমুন কইরা। বউ দেখা তখন হাসে।
অবশ্য সবার জামাই তো আর আমার মতো না
ভাবি এখন হাসে আর আপনি কান্দেন
অভিজ্ঞ লুকদের সাথে কথা বলার মজাই আলাদা।
আপনে তো খাওয়ান না তারপরো, হ্যাপ্পি মেরিজ ডে।
গারো ছেলেরা মনে হয় বিয়ের দিন কাঁদে। ঐদিন ওদের মায়ের বাড়ি ছেড়ে বউএর বাড়ি উঠতে হয়।
যা!তা!
অচীন বাঙালি আপনে মিয়া মানুষ না...আপনের সৃজনশীলতা দেইখা আমি মুগ্ধ!
রায়হান ভাই মানুষ না??
মানুষ না মানে অতিমানব টাইপ কিছু্ একটা কইতে চাইছিলাম আর কি...
ভাস্কর, টাঙ্গুয়ার হাওড়ের ছবি দেখতে খুব মন চায়। ঐ ছবি গুলি নিয়া একটা ছবি ব্লগ দেন না।
টাঙ্গুয়ার হাওড়ে যাওন কাহিনী লইয়া একটা পোস্ট দেওনের ইচ্ছা আছে। ঐখানে ছবি দিমুনে কিছু। আমি তো পাখির ছবি তুলি নাই...আমি জীবনযাত্রা আর কিছু ল্যান্ডস্কেপ তুলছি। ঐগুলি দিমুনে আর বন্ধুগো তোলা পাখির ছবি যদি পারি। কিন্তু আমার আগের পোস্টটাই এখনো প্রথম পাতা থেইকা সরে নাই...
সুবরনা আপা ঠিক বলেছেন …নিজের বাসা আর পরের বাসা এক হয় না …ও থুক্কু পেরথমে আপ্নারে শুভেছা জানাইতে ভুল খাইলাম…বিবাহ বারষিকির শুভেচ্ছা……নীড় সন্ধানী তুমি ভাই জব্বর বিশ্লেষন করছো… মেয়েদের কান্নার ব্যাপারে…টুটুল ভাই…কেক্কুক এর আশায় গুাকিনে টাকায় কিনে আনুন আমরা দাওয়াত খাই…তারপর সুবরনা আপুর জন্য আবার শুভেচ্ছা দোয়া করি…বিয়া অহনো করি নাই…বেটারা নিজেরা বিয়া কইরা বউ নিয়া পিকনিক ও খাওয়া শেষ…ওহন আমরা যারা আবিয়াত্তা আমাগ ডড় দেখায়…ষিপ্ন ভাই এর কথা মানি না …বাবু-র জন্য বিয়া।।কথা ডা মনে হয় ঠিক না …।ধিক্কার……মাসুম ভাই…।আপ্নার বউ তো এমনি এমনি কান্না করছে তাই পরে হাইসা দেখাইছে…
ও, শুভ বিবাহ বার্ষিকী???? শুভেচ্ছা...
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
শুভেচ্ছা সুবর্নাকে ও তার তেনাকে।
বিয়ের কান্না নিয়ে বহু আগে একটা ড্রাফট লিখেছিলাম। কোথাও খুঁজে পেলে ঝেড়ে দিবো ঃ)
হ্যাপি এনিভার্সারি
কান্না তো বুঝলাম, কিন্তু এই কান্না কারন কিন্তু আপনি শেষ পযর্Aন্ত ব্যাখ্যা দিলেন না। ঐ কারন কি ভাসেটাইল না কি তাহা সবার ক্ষেত্রে একই রকম। এই সব প্রশ্ন উত্তর প্রদান করুন।
শুভ বিয়েবার্ষিকী। ভালো কাটুক দিন, ছন্দে কাটুক জীবন।
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
শুভ বিবাহ বার্ষিকী
দেরী করে ফেললাম
হাপি মেরেজ এনিভার্সারী
আচ্ছা ঘরজামাই টাইপ ছেলেরা কি বিয়ের দিন কাঁদে?
লেখাটা খুব বেশি ছুঁয়ে গেল , মাসখানেক যাবৎ এই কান্নাটা নিয়ে একটু ভাবছি বলেই হয়ত । আগে আমার কাছেও এই কান্না অনেক বড় রহস্য ছিল ।
ক'দিন বাদে সে যখন কাঁদবে , আমি তখন কি করব , ঠিক বুঝে উঠতে পারি না
মন্তব্য করুন