ইউজার লগইন

হ্যাপি বার্থডে লিল ব্রো "আরাফাত শান্ত"

“আরাফাত শান্ত” “আমরা বন্ধু” ব্লগের সবচেয়ে একনিষ্ঠ ব্লগারের নাম। সবচেয়ে নিবিষ্ট মনে যে তার চাওয়া পাওয়া, আনন্দ বেদনা, দিনলিপি, সিনেমা, বই, ঈদের টিভির অনুষ্ঠানের কড়চা আমাদের সাথে সততার সাথে ভাগাভাগি করে যায়, কে পড়লো কে পড়লো না কিংবা কে মন্তব্য করলো আর করলো না, কে তার পোষ্ট পড়ে তাকে কী ভাবলো আর ভাবলো না তার তোয়াক্কা না করে। এক কথায় আমাদের ব্লগের প্রাণ এই ছেলেটা। অনেক ব্যস্ততা কিংবা একঘেয়ে অফিস রুটিনের ফাঁকে এক ঝলক ব্লগে উঁকি দেয়ার কারণ এই ছেলেটা। আজ তার শুভ জন্মদিন। অনেক অল্পদিনে অনেক কাছের মানুষ হয়ে যাওয়া এই ছেলেটাকে জন্মদিনের শুভেচ্ছা দেয়ার জন্যে আজকের এই লেখা। শুভেচ্ছা লেখার মান যেমনই হোক, ভালবাসা, স্নেহ, শুভ কামনা অফুরন্ত তাই জানাতে চাই।

আমি আমার মত স্বার্থপর দিন পার করি। আমিও সেভাবে কারো খোঁজ খবর করি না, আমারও খোঁজ কেউ নেয় না। ফেবুতে লাইক বড় জোর কমেন্টই আমার সংসারের বাইরের জগতের সাথে একমাত্র যোগাযোগ। কদাচিত আগে আমার ফেবুর ইনবক্সে লালটিপ ভাসতো। গত প্রায় এক বছর ধরে প্রায় নিয়মিতই টিপ ফুটে ওঠে। আপা, অফিসে পৌঁছেছেন? আজকেও লাঞ্চে সালাদ? এতো কম খেয়ে কী করে বাঁচেন? এবার দেশে আসেন আপনারে খাওয়া শিখাবো, না খেলে ঠুসে খাইয়ে দিবো টাইপ কথাগুলো একজন অবলীলায় লিখে রাখে। অনেক মায়া ভেসে আসে অনেক দূর থেকে ফেবুর মাধ্যমে। অনেক সময় আমার নিজের বাসায় কী হয় খবর পাই তার মাধ্যমে।

এই নিষ্প্রান ব্লগে নিয়মিত পোষ্ট লিখে যাওয়া ছেলেটা বিসিএস এ কৃতকার্য হয়ে এখন তার পরবর্তী ধাপের আনুষ্ঠানিকতা সারছে। অনেক অনেক শুভকামনা আর ভালবাসা তার আগামী দিনগুলোর জন্যে। হয়তো ব্লগে কিংবা আমার ইনবক্সে তার পদচারনা কমে যাবে, গানের লিঙ্ক আর সিনেমার লিঙ্ক মিস করবো কিন্তু বড় হয়ে যাওয়া আর মিস করাই জীবনের রীতি। রীতি বদলে যাওয়ার কোন কারণ নেই, সামনের দিনগুলো তার ব্যস্ততায় ভরে উঠুক, অপরিসীম কর্মব্যস্ততার ক্ষানিক অবসরে পিছনে ফিরলে যখন তার অলস উজ্জল দিনের কথা মনে পড়বে তখন আমাদের কথা তার মনে পড়ুক।

যেসব সুখ আর স্বপ্নের কথা সে আনমনে কখনো ভেবেছিল কিংবা ভাবেনি সব তার ঝুলিতে আকন্ঠ ঝড়ে পড়ুক, স্বপ্ন সুখে তার দিন অতিক্রান্ত হোক এই শুভেচ্ছা রেখে গেলাম।

পোস্টটি ২৩ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


শুভ জন্মদিন শান্ত

ইরামি থাইকো সব সময় Smile

আরাফাত শান্ত's picture


থ্যাঙ্কস ভাইয়া!

রন's picture


শুভ জন্মদিন শান্ত Smile

আরাফাত শান্ত's picture


থ্যাঙ্কস বস

সামছা আকিদা জাহান's picture


শান্ত শুভ জন্মদিন। ভাল থাক সব সময়, সারা জীবন।

আরাফাত শান্ত's picture


দোয়া কইরেন আপু!

বিষণ্ণ বাউন্ডুলে's picture


শুভ জন্মদিন, সুপ্রিয় শান্ত ভাই।

ভালোবাসা রইল আপনার ইস্পিশাল দিনে। ভালো থাকেন, অনেক ভালো। প্রতিটি দিন, প্রতিটি ক্ষন।

আরাফাত শান্ত's picture


থ্যাঙ্কস বর্ণ, অনেক অনেক শুভকামনা তোমার জন্যেও!

মেসবাহ য়াযাদ's picture


যেসব সুখ আর স্বপ্নের কথা সে আনমনে কখনো ভেবেছিল কিংবা ভাবেনি সব তার ঝুলিতে আকন্ঠ ঝড়ে পড়ুক, স্বপ্ন সুখে তার দিন অতিক্রান্ত হোক এই শুভেচ্ছা রেখে গেলাম।

১০

আরাফাত শান্ত's picture


দারুণ উইশ, থ্যাঙ্কস ভাইয়া

১১

জেবীন's picture


Party শুভ জন্মদিন Party

১২

আরাফাত শান্ত's picture


থ্যাঙ্কস আপু। ব্লগ, মোবাইল, ফেসবুক সব খানেই উইশ করার বিরল কৃতিত্বের জন্য!

১৩

শওকত মাসুম's picture


শুভ জন্মদিন শান্ত

১৪

আরাফাত শান্ত's picture


ধন্যবাদ ভাইয়া। অনেক ভালো থাকেন!

১৫

আরাফাত শান্ত's picture


তানবীরা আপুকে অনেক থ্যাঙ্কস, উনি কতো ব্যস্ত মানুষ তা আমি জানি। সেই এত ব্যস্ততার ভিতরেও তাঁর ছোট ভাইয়ের কথা মনে রেখে পোষ্ট লিখছে সেইটাই অসাধারণ। সকালটাই আজ অসাধারণ গেল এই পোষ্ট দেখে। আশা করি শত ব্যাস্ততাতেও ব্লগ লেখা কমবে না!

থ্যাঙ্কস এ লট আপু, আপনি অসাধারণ। জয় বাংলা!

১৬

তানবীরা's picture


ব্যস্ত আমরা সবাই তার মাঝেই কিছু কিছু প্রয়োজনীয় কাজ সবাইকে করে ফেলতে হয়। তোমার ভাল লেগেছে জেনেই আমি খুশী। আগে প্ল্যান করা থাকলে একটু গুছিয়ে লিখতে পারতাম

১৭

আরাফাত শান্ত's picture


যা লেখছেন তাই অসাধারণ, ওয়ান অফ দ্যা বেস্ট উইশ!

১৮

বিষাক্ত মানুষ's picture


পুলাটা কত পিচ্চি আছিলো। ইন্টারে পড়তো মনে হয় । সামুতে কত সময় গেছে একসাথে Steve

১৯

আরাফাত শান্ত's picture


আরেকটু বড় ছিলাম ভাই, বিবিএ করছিলাম সেকেন্ড সেমিস্টার!
ভালো থাকেন ভাইয়া, ফাদারহুড ভালো কাটুক!

২০

আহসান হাবীব's picture


শান্তর জন্ম দিন কবে তা জানতাম না। জানিনা কারওটাই। কি করে জানব কারন ব্লগের বাইরে কাউকে তো চিনিই না। অবশ্য আমি তো আমার নিজের জন্মদিনও ভুলে যাই। তবে ব্লগের কাউকে ব্যক্তিগত ভাবে না চিনলেও শান্তর প্রতিদিনের দিনলিপিতে ও প্রতিদিন কি করে কোথায় থাকে সবই জানতে পারি। বলতে গেলে ওই তো আমরা বন্ধুর নিয়মিত সদস্য। তাই ওর জন্ম দিনে অনেক অনেক শুভচ্ছা।
আর তানবীরা আপুকে ধন্যবাদ এই পোষ্টটি লেখার জন্য।

২১

আরাফাত শান্ত's picture


ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন ভাই!

২২

জ্যোতি's picture


পোষ্ট পড়েছি আগেই কিন্তু মোবাইলে বাংলা লেখার যন্ত্রণায় শান্তকে এখানে শুভেচ্ছা জানাতে দেরী করলাম। আর তাতাপুকে অনেক থ্যাংকস পোষ্টটা দেওয়ার জন্য। Smile
শান্ত একেবারেই শান্ত একটা ছেলে। যত বড়ই হোক আমার কাছে, আমাদের কাছে ছোট ভাই থাকবে। কারো সাথেই নেটে খুব বেশী কথা হয় না আমার, টুকটাক যাদের সাথে একটু কথা হয় সেটা শান্ত, আর একমাত্র শান্তই নিজে থেকে খোঁজ খবর নেয়। মাঝে মাঝে ওর সাথে দেখা হয়, একসাথে চা টা খাওয়া হয়, অনেক গল্প হয়। শান্তকে বলেছি ওর যখন পোস্টিং হবে সেখানে বেড়াতে যাব, শান্তর বউ হবে যখন তখনও যেন শান্ত আপুদের ভুলে না যায়, বউকে যেন বলে আপুদের দাওয়াত করে খাওয়াতে Smile
শান্তর জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। সারাটাজীবন আনন্দে কাটুক, ভালো কাটুক। আর এমনই থেক ভাইয়া জীবনভর।

২৩

আরাফাত শান্ত's picture


থ্যাঙ্কস আপু, অসাধারণ উইশ, দোয়া করবেন, ভালো থাকবেন, জয় বাংলা!

২৪

মিশু's picture


ফেবুতে জানাইছি, এইখানে আবার জানাই। শুভ জন্মদিন ভাই।

২৫

আরাফাত শান্ত's picture


ডাবল ডাবল থ্যাঙ্কস ভাই!

২৬

নিভৃত স্বপ্নচারী's picture


জীবনে অনেক বড় হও, এই কামনাই থাকলো। জন্মদিনের শুভেচ্ছা
Flower Bunch-3.jpg

২৭

আরাফাত শান্ত's picture


ধন্যবাদ ভাইয়া, ভালো থাকেন রিয়াসাকে নিয়ে!

২৮

টোকাই's picture


্যশুভ জন্মদিন , প্রিয় শান্ত !
( দেরি হয়ে গেল )

২৯

আরাফাত শান্ত's picture


সমস্যা নাই ভাই, থ্যাঙ্কস!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

তানবীরা's picture

নিজের সম্পর্কে

It is not the cloth I’m wearing …………it is the style I’m carrying

http://ratjagapakhi.blogspot.com/