ইউজার লগইন

নিরানন্দ নিউ ইয়ার

mpwgp7k4tzs28g93ddzm.jpg

মন খারাপ করে নিজের রুমে চুপচাপ বসে আছে ফারদিন । গতকাল নিউ ইয়ার গিয়েছে । সেই হিসেবে মন ভাল থাকার কথা । এনজয় সে ঠিকই করেছে তার বন্ধুদের সাথে । কিন্তু ওর মনটি খারাপ অন্য কারনে । কাল সকালে উঠেই সাদিয়াকে নিউ ইয়ারের শুভেচ্ছা দিয়েছিল মেসেজে । কিন্তু সাদিয়া এখনও মেসেজের কোন উত্তর দেয়নি । ফারদিন ওকে কয়েকবার কলও দিয়েছিল ওর ফোন নাম্বারে । কলব্যাক করা তো দূরে থাক একটা কল এখন পর্যন্ত রিসিভডও করেনি সাদিয়া । সে কারনেই মন আরও বেশি খারাপ । নিউ ইয়ার টাই গেল নিরানন্দ ।
মেয়েটি ওরই ক্লাসের । ঘনিষ্ঠ বন্ধুদের ভিতরে একজন । মেয়েটিকে সে অসম্ভব ভালবাসে । কিন্তু মেয়েটি ওকে ভালবাসে কিনা আজও সে তা বুঝতে পারেনি ।
তাই হয়তো সংকোচ কিংবা দ্বিধার কারণে সাদিয়া কে ফারদিন তার ভালবাসার কথা আজও বলতে পারেনি ।
মন ভাল করার জন্য ফারদিন তার বন্ধু পান্থর বাসা থেকে ঘুরে আসার সিদ্ধান্ত নিলো । যদি এতেও মন কিছুটা ভাল হয় ।
পান্থর বাসায় পৌঁছে ফারদিন পান্থকে ফোন দিল ।
দোস্ত আমি তোর বাসার নিচে আছি । তুই কি ফ্রী একটু নিচে আসছে পারবি ?
অবশ্যই পারব । কেন কোন সমস্যা ?
না দোস্ত এমনিতেই ।
আচ্ছা আমি আসছি ।
পান্থর আট তালা থেকে নেমে আসতে আরও দুই মিনিট চলে গেল ।
কিরে তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন ? পান্থ , ফারদিন কে দেখেই জিজ্ঞেস করে উঠলো ।
না মানে দোস্ত সাদিয়াতো আমার মেসেজের কোন উত্তর দেয়নি এখনও । এমনকি আমি ফোন দিয়েছি কয়েকবার, আমার ফোন সে রিসিভড পর্যন্ত করেনি ।
এতে এতো উদ্বিগ্ন হচ্ছিস কেন তুই । হয়তো ওর কোন সমস্যা থাকতে পারে আর না হয় ওর শরীরও খারাপ হতে পারে ।
কিন্তু ও তো কোন সময়ই এরকম করেনি । অন্তত পক্ষে আমার কল না ধরতে পারলে সে আমাকে কলব্যাক সবসময় করত । ফারদিন পান্থ কে বলল।
বললাম তো সাদিয়ার কোন সাধারণ সমস্যা হতে পারে ।
তাই হবে হয়তো । মুখ গোমড়া করে ফারদিন বলল এ কথা।
আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করব ফারদিন ? পান্থ কিছুটা বিরক্তি হয়ে ওকে বলল ।
কি কথা ?
তুই কি সাদিয়াকে সত্যিই ভালবাসিস ?
হ্যাঁ কেন তোর কোন সন্দেহ আছে ?
না তা নেই । কিন্তু তুই যদি সত্যিই মেয়েটিকে ভালবাসিস তাহলে ওকে এখনও কেন তোর মনের কথা বলছিস না ।
না মানে আসলে , ফারদিন একটু দ্বিধা করে বলল । বললে যদি ও আমার কাছ থেকে দূরে সরে যায় । হয়তো আমার ওর সাথে আমার বন্ধুত্বও হারাব ।
আমি বলি কি শোন তুই । গজ গজ করল পান্থ ।
তুই যদি সাদিয়াকে বলেই ফেলিস তবে .......................................
ঠিক সেই সময় ফারদিনের মোবাইলে রিংটোন বেজে উঠল ।
ফারদিন হাতে নিয়ে তাকিয়ে দেখে সাদিয়া ওকে ফোন দিয়েছে ।
উল্লাসিত কণ্ঠে সে পান্থকে বলে উঠে দেখ ও আমাকে ফোন দিয়েছে । বলেই সে কলটি রিসিভড করল ।
হ্যালো ফারদিন । আমি সরি কাল তুমি আমাকে মেসেজ দিয়েছো । কয়েকবার ফোনও করেছিলে কিন্তু আমি রিসিভ করতে পারিনি ।
হ্যালো সাদিয়া , হ্যাঁ তোমার আসলে কি হয়েছিল ?
শরীর একটু খারাপ ছিল ।
এখন কি সুস্থ ?
হ্যাঁ এখন মোটামুটি সুস্থ । এনি ওয়ে নিউ ইয়ার কেমন কাটালে ?
খুব একটা ভাল নয় । আসলে ফারদিন বলতে পারলনা মেয়েটিকে তার সারা না পেয়েই যে খারাপ গিয়েছিল ।
কেন তুমি তো ঘুরাঘুরি করতে আবার খুবই পছন্দ কর । এবার তা করনি বুঝি ।
না আসলে তা নয় । ইয়ে তুমি কাল ক্লাসে আসবে । ফারদিন একটু মিনমিন করে সাদিয়াকে বলল ।
হ্যাঁ নিশ্চয় আসব । কেন তুমি আমাকে কিছু জানাতে চাও ।
হ্যাঁ চাই । যদি কাল আসো তবেই বলবো ।
বেশ আমি এমনিতেই কাল আসব । কিন্তু তুমি বলতে ভুলে যেওনা কিন্তু ।
বেশ ফুর ফুরে মেজাজেই এখন ফারদিন বাড়ি ফিরে যাচ্ছে । যাক সাদিয়া শেষ পর্যন্ত নিজেই ওকে কল দিয়েছে । কিন্তু কিছুটা ভাবনা চিন্তা মাথায় বনবন করছে । পান্থ ওকে সাফ বলে দিয়েছে আগামিকাল যদি সে সাদিয়াকে ওর মনের কথা না বলতে পারে তাহলে পান্থ নিজেই ওর কথা বলে দেবে ।
ফারদিন সিদ্ধান্ত নিল যেভাবেই হোক কাল সাদিয়াকে ওর ভাল লাগার কথা বলবে । এতে যা হওয়ার হবে । কিন্তু কিভাবে বলবে তা নিয়ে ভাবতে ভাবতে এখন বাসায় ফিরে যেতে হচ্ছে ।

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

অচেনা  আমি's picture


:welcome টু এবি Smile

মিনহাজ আহমেদ's picture


ধন্যবাদ । Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মিনহাজ আহমেদ's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে তেমন কিছুই বলার নেই । আমি আগে আমার ব্লগে অনেকদিন ধরে লিখতাম এখনও লিখছি । অন্য ব্লগে আমার যাত্রা এই প্রথম । আমি একজন সাধারণ মানুষ । খুব সাধারণ ভাবে চলাফেরা করি ।