ইউজার লগইন

শুভ জন্মদিন এবি...

আজ এবি'র জন্মদিন... ধুলায় মলীন কত স্মৃতী... আহা সেই সোনালী দিন... কত আড্ডা... হৈচৈ... খুনোসুটি... জীবন আসলেই রঙীন হয়ে শুরু হয়... তারপর... তারপর ধীরে ধীরে মলিন হতে হতে জীর্ণশীর্ণ হতে থাকে... আর আমি...

"অক্লান্ত আমায় ক্লান্ত কর, ভুল করে হে ভুলে যাওয়া
অফুরন্ত সময় নেই এক জীবনে
না হয় সময় দিলাম কিছুটা তোমায়।।"

সময়ের পেছনে দৌড়াতে দৌড়াতে দেখি...

"ছেঁড়া গেঞ্জি, ফেলে দেওয়া একপাটি জুতো, রঙজ্বলা নাইলনের মশারি,
দেয়ালের কোনে ঝুল, দেখে শুনে বিষণ্ণ পায়ে -
চলে যাচ্ছে সময়।

দুঃখের রোদে কিংবা সুখের আমেজে
সিগারেটে শেষ টান.... দিতে দিতে
উড়ে যাচ্ছে সময়"

হায়! সময়... উড়েই যাচ্ছে... জ্যামে বসে বসে শুধুই ভাবনা... কীবোর্ডবাজী... বিরহ... উদাস... কত কাজ এখনো করা হয়ে উঠলো না... কত কাজ করার কথা ছিলো... না পাওয়া... Sad

শুভ জন্মদিন এবি... অনেক ভালবাসার এই জায়গাটা আজীবন থাকবে... আজীন থাকুক...

পোস্টটি ২২ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


Party

টুটুল's picture


ওই ব্যাটা... হাসছ ক্যান?
Smile

তানবীরা's picture


শুভ জন্মদিন এবি..

কেক কুক কই ---- পারটি কই Party

শওকত মাসুম's picture


শুভ জন্মদিন, আইসক্রীম খাওয়ান টুটুল Big smile

টুটুল's picture


আপনার অফ ডে বাদে অন্য যে কোন দিন সন্ধ্যার পর Wink

জেবীন's picture


ঠিক আছে তাইলে টুটুল্ভাই Cool , মাসুম্ভাই আপ্নের পক্ষ থেকে আমরা কিছুজন গেলেও তো চলবে নাকি?.।

সামছা আকিদা জাহান's picture


শুভ জন্মদিন এবি.. পার্টি পার্টি

রন's picture


শুভ জন্মদিন এবি Smile

জ্যোতি's picture


শুভ জন্মদিন এবি Smile
কেক কই? যে পোষ্ট দিছে সে কেক খাওয়াইপে Smile

১০

টোকাই's picture


কেক খাইতে মুনচায় ..
বাদাম লাগাইন্না সবুজ সবুজ আইসক্রিম কেক

১১

নিভৃত স্বপ্নচারী's picture


শুভ জন্মদিন এবি
মজা পার্টি

কেউ দেখি কেকু খাওয়ায় না!
Chocolate Birthday Cake-2 .jpg

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


শুভ জন্মদিন, সুপ্রিয় ভালোবাসা ব্লগ!

১৩

সাঈদ's picture


শুভ জন্মদিন চৌধুরী সাপ

১৪

নীড় সন্ধানী's picture


আইসক্রীম পার্টি হউক একটা! Party

১৫

শর্মি's picture


কেক্কুক নাই, আস্ক্রিমের দাওয়াত নাই... এইটা কোন জন্মদিন হইলো? Stare

১৬

মীর's picture


ক্ষমাপ্রার্থনাপূর্বক জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা প্রিয় ঠিকানার প্রতি...

১৭

নিয়োনেট's picture


এবারের জন্মদিনে কিছু একটা উপহার দেওয়া হোক প্রিয় ঠিকানাকে।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ