শুভ জন্মদিন এবি...
আজ এবি'র জন্মদিন... ধুলায় মলীন কত স্মৃতী... আহা সেই সোনালী দিন... কত আড্ডা... হৈচৈ... খুনোসুটি... জীবন আসলেই রঙীন হয়ে শুরু হয়... তারপর... তারপর ধীরে ধীরে মলিন হতে হতে জীর্ণশীর্ণ হতে থাকে... আর আমি...
"অক্লান্ত আমায় ক্লান্ত কর, ভুল করে হে ভুলে যাওয়া
অফুরন্ত সময় নেই এক জীবনে
না হয় সময় দিলাম কিছুটা তোমায়।।"
সময়ের পেছনে দৌড়াতে দৌড়াতে দেখি...
"ছেঁড়া গেঞ্জি, ফেলে দেওয়া একপাটি জুতো, রঙজ্বলা নাইলনের মশারি,
দেয়ালের কোনে ঝুল, দেখে শুনে বিষণ্ণ পায়ে -
চলে যাচ্ছে সময়।
দুঃখের রোদে কিংবা সুখের আমেজে
সিগারেটে শেষ টান.... দিতে দিতে
উড়ে যাচ্ছে সময়"
হায়! সময়... উড়েই যাচ্ছে... জ্যামে বসে বসে শুধুই ভাবনা... কীবোর্ডবাজী... বিরহ... উদাস... কত কাজ এখনো করা হয়ে উঠলো না... কত কাজ করার কথা ছিলো... না পাওয়া...
শুভ জন্মদিন এবি... অনেক ভালবাসার এই জায়গাটা আজীবন থাকবে... আজীন থাকুক...
ওই ব্যাটা... হাসছ ক্যান?
শুভ জন্মদিন এবি..
কেক কুক কই ---- পারটি কই
শুভ জন্মদিন, আইসক্রীম খাওয়ান টুটুল
আপনার অফ ডে বাদে অন্য যে কোন দিন সন্ধ্যার পর
ঠিক আছে তাইলে টুটুল্ভাই , মাসুম্ভাই আপ্নের পক্ষ থেকে আমরা কিছুজন গেলেও তো চলবে নাকি?.।
শুভ জন্মদিন এবি..
শুভ জন্মদিন এবি
শুভ জন্মদিন এবি
কেক কই? যে পোষ্ট দিছে সে কেক খাওয়াইপে
কেক খাইতে মুনচায় ..
বাদাম লাগাইন্না সবুজ সবুজ আইসক্রিম কেক
শুভ জন্মদিন এবি
কেউ দেখি কেকু খাওয়ায় না!
শুভ জন্মদিন, সুপ্রিয় ভালোবাসা ব্লগ!
শুভ জন্মদিন চৌধুরী সাপ
আইসক্রীম পার্টি হউক একটা!
কেক্কুক নাই, আস্ক্রিমের দাওয়াত নাই... এইটা কোন জন্মদিন হইলো?
ক্ষমাপ্রার্থনাপূর্বক জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা প্রিয় ঠিকানার প্রতি...
এবারের জন্মদিনে কিছু একটা উপহার দেওয়া হোক প্রিয় ঠিকানাকে।
মন্তব্য করুন