প্রিয় জাফর ইকবাল স্যার স্মরণে....
আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
নষ্টদের দানবমুঠোতে ধরা পড়বে মানবিক
সব সংঘ-পরিষদ; চলে যাবে, অত্যন্ত উল্লাসে
চ’লে যাবে এই সমাজ-সভ্যতা-সমস্ত দলিল
নষ্টদের অধিকারে ধুয়েমুছে, যে-রকম রাষ্ট্র
আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের
অধিকারে। চ’লে যাবে শহর বন্দর ধানক্ষেত
কালো মেঘ লাল শাড়ি শাদা চাঁদ পাখির পালক
মন্দির মসজিদ গির্জা সিনেগগ পবিত্র প্যাগোডা।
অস্ত্র আর গণতন্ত্র চ’লে গেছে, জনতাও যাবে;
চাষার সমস্ত স্বপ্ন আস্তাকুড়ে ছুঁড়ে একদিন
সাধের সমাজতন্ত্রও নষ্টদের অধিকারে যাবে।
অনেক আগে লিখিত এই কবিতাটা কতটা সত্যি হয়ে ফিরে আসলো আমাদের মাঝে। সময় বদলায়... দুনিয়া এগিয়ে যায়... আমরা থেমে থাকি সেই আগের জায়গায়... বরং পেছনে হাটা আমাদের অনেক পছন্দের। আমরা ধুয়ে ফেলি মেয়রেকে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে... কিন্তু কথা বলতে শরমিন্দ হই শিক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রীকে নিয়ে... দলান্ধ এই সময় আমার হাসফাস লাগে... নি:শ্বাস নিতে কষ্ট হয়। সব কিছু সত্যি নষ্টদের অধিকারে আজ...
“আমরা পুরোপুরি অবিশ্বাস ও বিস্ময় নিয়ে আবিস্কার করলাম, বামপন্থী ও জনসেবামূলক প্রতিষ্ঠানগুলো প্রথমে এর বিরোধিতার সূচনা করল এবং স্বাভাবিকভাবে সেটি অন্যরা গ্রহণ করল। “মাননীয় অর্থমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী যখন এই পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিলেন- তখন আমাদের মনে হয়েছে, আমাদের সবকিছু নতুন করে ভেবে দেখার সময় হয়েছে।” - জাফর ইকবাল
আমরা প্রগতীর পথে এগিয়ে যাওয়ার প্রয়াসে ....... মার্কায় ভোট চাই... কিন্তু প্রগতীর ছিটেফোটাও আমরা কাজে দেখিনা... আমাদের সব মুখে মুখেই। রাজা মারি ... উজির মারি ... সব চায়ের টেবিলে... প্রচণ্ড বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারি কীবোর্ড ফাটাইয়া ফেলার জন্য... হুহ
প্রিয় সাস্টিয়ান ভাই/বোনেরা.. আপনাদের প্রিয় জায়গা আপনাদেরই দেখে রাখতে হবে। এই দেশের ভাগবাটোয়ারার রাজনৈতিক দলগুলো কখনোই আপনাদের পক্ষে থাকবে না... পদে পদে আপনাদের পথের কাটা হয়ে দাড়াবে... দেশকে ভালবেসে.. দেশের জন্যতো আপনারাই দাড়াবেন... আপনাদের স্বপ্নের স্বদেশ গড়ার কাজ অন্য কেউ করে দেবে না... আপনাদেরই এগিয়ে আসতে হবে... এবং দ্রুততর সময়ে.. জাগে বাহে... কোনঠে সবাই...
আমরা কখনো চাই না প্রিয় জাফর ইকবাল স্যার প্রচণ্ড কষ্ট বুকে চেপে এই কবিতাটা আওড়াক...
"যখন আমরাই পরষ্পরের স্বাধীন স্বদেশ,
তখন ভুলেও কখনো আমাকে তুমি বাঙলাদেশের কথা জিজ্ঞেস করো না;
আমি তা মূহূর্তেও সহ্য করতে পারি না, -তার অনেক কারণ রয়েছে।
তোমাকে মিনতি করি কখনো আমাকে তুমি বাঙলাদেশের কথা তুলে কষ্ট দিয়ো না।
জানতে চেয়ো না তুমি নষ্টভ্রষ্ট ছাপ্পান্নো হাজার বর্গমাইলের কথা, তার রাজনীতি,
অর্থনীতি, ধর্ম, পাপ, মিথ্যাচার, পালে পালে মনুষ্যমন্ডলি, জীবনযাপন, হত্যা, ধর্ষণ,
মধ্যযুগের দিকে অন্ধের মতোন যাত্রা সম্পর্কে প্রশ্ন ক’রে আমাকে পীড়ন কোরো না;
আমি তা মুহূর্তেও সহ্য করতে পারি না, – তার অনেক কারণ রয়েছে ।
তোমাকে মিনতি করি কখনো আমাকে তুমি বাঙলাদেশের কথা তুলে কষ্ট দিয়ো না।
জানতে চেয়ো না তুমি নষ্ট ভ্রষ্ট ছাপ্পান্ন হাজার বর্গ
মাইলের কথা: তার রাজনীতি
অর্থনীতি, ধর্ম, পাপ, মিথ্যাচার, পালে পালে মনুষ্যম-লী
জীবনযাপন, হত্যা, ধর্ষণ
মধ্যযুগের দিকে অন্ধের মতোন যাত্রা সম্পর্কে প্রশ্ন
করে আমাকে পীড়ন কোরো না"
আসলেই এই মানুষটা একে বারেই অসম্ভব। স্যার আপনাকে স্যালুট। যাক স্যার আবার জয়েন করেছেন ফিরে এসেছেন আমি খুব খুশি।:)
আমাদের মহান রাজনীতিবিদদের চরিত্র উন্মোচিত হয়েছে
সত্যের জয় হয়েছে।
শিক্ষা গবেষনায় যখন নোংরা রাজনীতির থাবা পড়তে শুরু করে তখন সবকিছু নষ্ট হয়ে যায়। স্যারের জন্য সবসময় শুভকামনা। সুন্দর পোস্ট
মন্তব্য করুন