মুক্তিযুদ্ধের প্রতিদিন মার্চ-ডিসেম্বর ১৯৭১
সেই অনেক দিন ধরে... একটা দীর্ঘ সময় আমরা ব্লগের পেছনে ব্যয় করেছি। কবিতা, গল্প, উপন্যাস, মুক্তিযুদ্ধ বিভিন্ন বিষয় নিয়ে ব্লগাররা লিখে গেছে নিরলস ভাবে। প্রতি বছর ফেব্রুয়ারীতে শুরু হওয়া বাঙালীর প্রাণের মেলা "একুশের বই মেলা"য় ব্লগারদের পদচারণায় মুখরিত থাকে বই মেলা চত্বর।
নুরুজ্জামান মানিক... যাকে আসলে আলাদা করে পরিচয় করিয়ে দেয়ার প্রয়েজন হয়তো নেই... তবুও একটু বলি। মানিক ভাই দীর্ঘ দিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখে গেছেন নতুন প্রজন্মের জন্য। সেই লেখালেখি গুলো নিয়েই আপনাদের জন্য একটি মোড়কে হাজির করেছেন আমাদেরই অনুরোধে।
মানিক ভাইয়ের কথা:
২০১১ সালের ১ ডিসেম্বরে এই ব্লগ সিরিজ শুরু করি। পরে এবি'র উদ্যোগে প্রকাশিত হয় ইবুক '১৯৭১: ডিসেম্বরের দিনগুলি' । প্রথম সিরিজেই Goutam Roy মন্তব্য করেন "২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়কে ধরে প্রতিদিনের একটা সিরিজ চালু করতে পারেন মানিক ভাই।" Ahmad Mostofa Kamal ভাই বই করতে বলেন । Ahmedur Rashid Tutul ভাইও বই লেখার তাগিদ দেন এবং বইটি প্রকাশের আগ্রহ দেখান । কিন্তু নানা কারনে বইটি লেখায় হাত দিতে পারিনি। এ বছর ব্যক্তিগত অসুস্থতা সত্ত্বেও পান্ডুলিপি শেষ করে শুদ্ধস্বর Shuddhashar এ জমা দিতে সক্ষম হই
আমাদের স্বপ্নের এই প্রকাশনাটি আগামী কাল থেকে পাওয়া যাবে শুদ্ধস্বর'এর স্টলে।
নামঃ মুক্তিযুদ্ধের প্রতিদিন মার্চ-ডিসেম্বর ১৯৭১
লেখকঃ নুরুজ্জামান মানিক
বিষয়/ধরণঃ মুক্তিযুদ্ধ
প্রকাশক: শুদ্ধস্বর [স্টল নং: ১৭৪-১৭৬]
প্রচ্ছদ-শিল্পীঃ রেজওয়ান মারুফ
মুদ্রিত মূল্যঃ ৪৫৫ টাকা ।
মুক্তিযুদ্ধের এই সংকলণটি নিজে সংগ্রহ করুন এবং বন্ধুদের সংগ্রহ করতে উদ্ধুদ্ধ করুন। সঠিক ইতিহাস চর্চা এবং প্রসার এই সময়ে খুবি জরুরী।
শুভ কামনা দোস্ত
কাউরে দিয়ে কিনাবো!
কিনবো আজ কাল।
মন্তব্য করুন