শুভ জন্মদিন বাবা :)
১.
লিফটে ওঠার সময় যদি সাথে ঋহান থাকে তাহলে লিফটের বাঁটন প্রেস করার সুযোগ আর কেউ পায় না। ঋহান কখনো অফিসে আসলে... লিফটে অন্য কেউ থাকলে সে যদি কাঙ্খিত বাঁটন প্রেস করে ফেলে... ঋহানের চেহারা দেখলে মনে হয় সারাদিন লিফটেই ঘুরি । একটা সময় সে শুধু GF প্রেস করতে পারত... এখন সে 5 প্রেস করতে পারে। বিষয়টা আসলে কিছু না... ঋহান ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে...
২.
পার্থিব এই জগতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নির্ধারিত জন্ম মৃত্যু চিরন্তন সত্য। সময়ের পরিক্রমায় আমরা ছোট হতে হতে নিঃশেষ হতে থাকবো... শিশুরা বড় হতে থাকবে... প্রকৃতির অমোঘ নিয়মতো এটাই। আকাশের সাথে প্রতিযোগিতায় ঋহান... আমরা ফিরবো মাটির কাছে... মানতে না চাইলেও এটাই সত্যি।
৩.
বাদল দিনে বর্ষণমুখর শ্রাবণের কোন এক অলস দুপুরে হাসপাতালের ডাক্তারের সাথে কথা বলতে যাই। আলাপন শেষে আমাদের রেখে দিয়ে তোমার আগমনী বার্তা শোনান ডাক্তার। কত্ত দৌড়ঝাঁপ... ছুড়ি কাচি... স্যালাইন... ঔষধ... ব্যান্ডেজ... ডায়পার... কত্ত কি। নার্স যখন বলে একটা তোয়লেও আনেন নাই? শূন্য দৃষ্টিতে চারপাশ তাকাই... ছুটি দোতালায় আমাদের কক্ষে। ততক্ষণে বাসা থেকে আসতে থাকা নতুন শিশুর ব্যবহারের সবকিছু খুঁজে বের করি নতুন তোয়ালে।
বাবুটাকে হাতে দেয় নার্স। সে এক পার্থিব অনুভূতি... ... .... .... ....
ঋহানের মা আমাদের ঘরকে আলোকিত করে ঋহানকে নিয়ে ফিরে শ্যামলীতে। দেখতে দেখতে সেই পুঁচকে বাবুটি আমাদের মাঝে পঞ্চম জন্মদিনও পালন করে ফেলিতেছে।
৪.
আপন আলোয় আলোকিত হোক তোমার জীবন। যাস্ট ভালো মানুষ হিসেবে বড় হোক আমাদের ঋহান... এইটুকুই চাওয়া।
শুভ জন্মদিন বাবা
হপায় ৫ হইলো
আকাশ ছুঁতে চাই...
দেশকে এগিয়ে নিয়ে চলা...
ছাঁয়াকে সরিয়ে আলোকিত করা...
জন্মদিনের শুভেচ্ছা ঋহান
থ্যাংকিউ
জন্মদিনের একদিন পুরোনো শুভেচ্ছা তবে বুঝলাম না, ৫ বছর পার হয়ে গেছে কেমনে, সেইদিন না ঋহান হইলো! আপ্নারা কি ঋহান রে টাইনা-টুইনা বড় করে ফেলতেসেন নাকি
দ্রুততম সময়ে বড় করতে হইবো নাইলে জায়গা পাওয়া আরো কঠিন হইয়া যাইবো
ছবিগুলাতে পুরা গুট্টু মুট্টু জেন্টেলম্যান ----- অনেক অনেক শুভেচ্ছা - ভালবাসা বাবা
ধইন্যা
ঋহান মামাকে অনেক অনেক আদর।
ইয়ে মানে ঋহান না হয় এখন ৫ প্রেস করে, আপনি কি GF প্রেস করা বন্ধ করছেন?
কি কন... GF প্রেস না করলেতো অফিস থেকে বেরই হইতে পারমু না
শুভ জন্মদিন গাব্লুস!
ধইন্যা
মানুষ হরে বাজান, এই দুনিয়া বড় কঠিন জায়গা।
ধইন্যা
শুভ জন্মদিন ঋহান বাবা্টা....
আনন্দ নিয়ে বাঁচো....
তোমার মিষ্টি হাসিটার মতো মিষ্টিময় হয়ে উঠূক এই পৃথিবী..
এভাবেই দোয়ার মাঝে বাচুক ঋহান
থ্যাংকিউ
শুভ জন্মদিন ঋহান বাবা ........ ........
মন্তব্য করুন