ইউজার লগইন

শুভ জন্মদিন বাবা :)

১.
লিফটে ওঠার সময় যদি সাথে ঋহান থাকে তাহলে লিফটের বাঁটন প্রেস করার সুযোগ আর কেউ পায় না। ঋহান কখনো অফিসে আসলে... লিফটে অন্য কেউ থাকলে সে যদি কাঙ্খিত বাঁটন প্রেস করে ফেলে... ঋহানের চেহারা দেখলে মনে হয় সারাদিন লিফটেই ঘুরি Smile । একটা সময় সে শুধু GF প্রেস করতে পারত... এখন সে 5 প্রেস করতে পারে। বিষয়টা আসলে কিছু না... ঋহান ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে... Smile

২.
পার্থিব এই জগতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নির্ধারিত জন্ম মৃত্যু চিরন্তন সত্য। সময়ের পরিক্রমায় আমরা ছোট হতে হতে নিঃশেষ হতে থাকবো... শিশুরা বড় হতে থাকবে... প্রকৃতির অমোঘ নিয়মতো এটাই। আকাশের সাথে প্রতিযোগিতায় ঋহান... আমরা ফিরবো মাটির কাছে... মানতে না চাইলেও এটাই সত্যি।

৩.
বাদল দিনে বর্ষণমুখর শ্রাবণের কোন এক অলস দুপুরে হাসপাতালের ডাক্তারের সাথে কথা বলতে যাই। আলাপন শেষে আমাদের রেখে দিয়ে তোমার আগমনী বার্তা শোনান ডাক্তার। কত্ত দৌড়ঝাঁপ... ছুড়ি কাচি... স্যালাইন... ঔষধ... ব্যান্ডেজ... ডায়পার... কত্ত কি। নার্স যখন বলে একটা তোয়লেও আনেন নাই? শূন্য দৃষ্টিতে চারপাশ তাকাই... ছুটি দোতালায় আমাদের কক্ষে। ততক্ষণে বাসা থেকে আসতে থাকা নতুন শিশুর ব্যবহারের সবকিছু খুঁজে বের করি নতুন তোয়ালে।

বাবুটাকে হাতে দেয় নার্স। সে এক পার্থিব অনুভূতি... ... .... .... ....

ঋহানের মা আমাদের ঘরকে আলোকিত করে ঋহানকে নিয়ে ফিরে শ্যামলীতে। দেখতে দেখতে সেই পুঁচকে বাবুটি আমাদের মাঝে পঞ্চম জন্মদিনও পালন করে ফেলিতেছে।

৪.
আপন আলোয় আলোকিত হোক তোমার জীবন। যাস্ট ভালো মানুষ হিসেবে বড় হোক আমাদের ঋহান... এইটুকুই চাওয়া।

শুভ জন্মদিন বাবা Smile

হপায় ৫ হইলো Smile
03_0.jpg

আকাশ ছুঁতে চাই...
09_0.jpg

দেশকে এগিয়ে নিয়ে চলা...
02_0.jpg

ছাঁয়াকে সরিয়ে আলোকিত করা...
08_0.jpg

পোস্টটি ২১ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


জন্মদিনের শুভেচ্ছা ঋহান Smile

টুটুল's picture


থ্যাংকিউ Smile

রন's picture


জন্মদিনের একদিন পুরোনো শুভেচ্ছা Party তবে বুঝলাম না, ৫ বছর পার হয়ে গেছে কেমনে, সেইদিন না ঋহান হইলো! আপ্নারা কি ঋহান রে টাইনা-টুইনা বড় করে ফেলতেসেন নাকি Stare

টুটুল's picture


দ্রুততম সময়ে বড় করতে হইবো Smile নাইলে জায়গা পাওয়া আরো কঠিন হইয়া যাইবো Smile

তানবীরা's picture


ছবিগুলাতে পুরা গুট্টু মুট্টু জেন্টেলম্যান ----- অনেক অনেক শুভেচ্ছা - ভালবাসা বাবা

টুটুল's picture


ধইন্যা Smile

শওকত মাসুম's picture


ঋহান মামাকে অনেক অনেক আদর।
ইয়ে মানে ঋহান না হয় এখন ৫ প্রেস করে, আপনি কি GF প্রেস করা বন্ধ করছেন?

টুটুল's picture


কি কন... GF প্রেস না করলেতো অফিস থেকে বেরই হইতে পারমু না Wink

বিষণ্ণ বাউন্ডুলে's picture


শুভ জন্মদিন গাব্লুস! Party

১০

টুটুল's picture


ধইন্যা Smile

১১

মেসবাহ য়াযাদ's picture


মানুষ হরে বাজান, এই দুনিয়া বড় কঠিন জায়গা।

১২

টুটুল's picture


ধইন্যা

১৩

মোহছেনা ঝর্ণা's picture


শুভ জন্মদিন ঋহান বাবা্টা.... Party Party
আনন্দ নিয়ে বাঁচো....
তোমার মিষ্টি হাসিটার মতো মিষ্টিময় হয়ে উঠূক এই পৃথিবী.. Smile

১৪

টুটুল's picture


এভাবেই দোয়ার মাঝে বাচুক ঋহান Smile

থ্যাংকিউ

১৫

উচ্ছল's picture


শুভ জন্মদিন ঋহান বাবা ........ Party ........

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ