খুনি!
একটু সময় হবে, খানিক এদিকে আসবেন,
আমার অনেক কথা জমে আছে, শুনবেন!
আপনাকে দেখার পর, আমি যে আর পারছি না,
আপনাকে নিয়ে কত কি ভাবছি, জানবেন!
সেদিন লিফটে আপনি আড় চোখে চাইছিলেন
আপনার ভঙ্গিতে ছিল জঙ্গী দৃষ্টি!
আর আমি ভাবছিলাম,
বিধাতার কি অপূর্ব সৃষ্টি!
জানেন, আমার স্ত্রী গত হয়েছেন ক্যান্সারে,
সেই প্রায় দশ বছর গেল!
সন্তানেরা রাশিয়ায় বসবাস গড়েছে,
এদেশে আর ফিরবে না এই তো বলে দিল!
কি নির্মম সময় কাটাচ্ছি, জানেন!
সব থেকেও মনে হয় কি নেই, জানেন!
একটু সময় হবে, খানিক এদিকে আসবেন,
আমার অনেক কথা জমে আছে, শুনবেন!
আচ্ছা, আপনিও কি আমার মত একা
স্বামী হারা, সন্তান হারা!
এই নির্জন ফ্লাটে, কি করে সময় কাটে
আপনিও কি আমার মত বাঁধন হারা!
আসুন না, একদিন, গল্প করি
চা পান করি, চানাচুর খাবেন!
জানেন, আমি খুব ভাল চা বানাতে পারি
নিশ্চিত চা পান শেষে প্রসংশা করবেন!
আরো জানেন, আমি খুব ভাল রান্না করি,
আমার স্ত্রী আমার রান্না খুব পছন্দ করতেন,
অথচ জানেন, জীবনের বাঁকে বাঁকে
তিনিই আমাকে রান্না শিখিয়েছিলেন!
আমি তার বয়সে অনেক বড় ছিলাম,
আমার যাবার কথা ছিল তার অনেক আগে
বিধাতার ভাগ্য লেখা,
কখন কে কি জানে?
আচ্ছা, আপনারও কি এমন গল্প আছে!
শুনাবেন?
ষোল তলার এইচ ফ্লাটে কি কখনো
আসবেন?
যদি ইচ্ছা হয় আসবেন,
আমার অনেক কথা জমে আছে, শুনবেন!
লিফটে আমি আর কত উঠানামা করবো,
আমাকে নিয়ে একটু কি ভাববেন!
০৮/০৩/২০১৯ইং, নয়াপল্টন
মন্তব্য করুন