মাইকোফিন
জানেন, একদিন এই সারা পৃথিবী শহর হয়ে উঠবে,
উচু উচু দালানে ভরে উঠবে প্রতি ইঞ্চি মাটি
তবে কেন যেন মনে হয়, একেক বড় বড় দালানে
বাস করবে হয়ত ছোট এক পরিবার, গোটা চার!
জানেন, একদিন এই সারা পৃথিবী প্রযুক্তিময় হয়ে উঠবে,
পৃথিবীর কেন এক ইঞ্চি মাটিও ক্যামেরার বাইরে যাবে না
মানুষের প্রতিক্ষনের হিসাব সন্ধ্যায় সার্ভারে যাবে,
রিপোর্ট দেখে সিদ্ধান্ত, ভাল হলে বাসায় নতুবা রাতেই কারাগার!
জানেন, বিচার ব্যবস্থা হয়ত আর মানুষের কাছে থাকবে না
নানাবিধ যন্ত্রপাতি, রোবট আর কম্পিউটার, এরাই সমাজ দেখবাহাল করবে
আপনি হয় ভাববেন, আনন্দের জন্যই এই পৃথিবী,
আনন্দ করেই যেতে হবে!
জানেন, সলিম রাস্তায় দাঁড়িয়ে হিসু করায় জরিমানা গুনলো পাঁচশত ডলার
মারিযুয়ানার ধোঁয়া বাইরে দেখা দেয়ায় আমানের জরিমানা একহাজার
মহল্লায় নুতন আসা সুফিয়ার দিকে নজর দেয়াতে, দুই হাজার দিলো কালাম
শাসকের নাম উচ্চারণেই, খোকাকে গুনতে হল, আড়াই হাজার!
জানেন, এই পৃথিবীর নারী পুরুষেরা এখন আর জানে না অনেক কিছুই
'প্রেম' 'ভালবাসা' শব্দ গুলোর অস্থিত্ব আর নেই অনলাইন ডিকশনারিতেও
'কাগজ' বলে কিছু ছিল, এই পৃথিবীর মানুষ তা জানে না বহুদিন
জানবে না কখনোই, চর্মরোগের ঔষধের নাম ছিল 'মাইকোফিন'!
(এই কবির চুলকানি ছিল বলে, যারা ভেবে নিচ্ছেন,
তারাই আর্দশ বুঝদার পাঠক, জানিয়া নিবেন!)
দারুণ লিখেছো বন্ধু।
কবিতা এখন কষ্টকল্পিত মনে হলেও।
একসময় এটাই হবে বাস্তবতা। তোমার দূর দৃষ্টির প্রশংসা করি।
মন্তব্য করুন