আমি যাচ্ছি বটেই!
আমি যাচ্ছি, তবে কোথায় যাচ্ছি বুঝতে পারছি না।
চলমান কোন এক যন্ত্রের উপর আছি, টের পাচ্ছি, আমি যাচ্ছি!
শুধু এতটুকু মনে করতে পারছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি!
আমার চার পাশে অনেকেই আছে, এদের আমার কাছের মানুষ বলেই দুনিয়া জানে,
দলিলে লেখা অথচ সত্য আমি জানি, এরা মুলত আমার কেহ নয়,
তাঁরা আমার প্রসঙ্গেও অব্যহিত নয়, আমি তাদের আগ্রহের কোন কিছু নই!
জ্বী, আমি যাচ্ছি, অজানা পথে আমি একাই যাচ্ছি!
এই তো সেদিন, ভোরের হিম শীতল আবহাওয়া আমাকে ডেকে বলে,
আয় কাছে আয়, গায়ে মেখে নে,
আমি দুনিয়ার এই সুন্দরতম দৃশ্য উপভোগ করতে পারি নাই।
কারন আমাকে যেতে হচ্ছে, আমি যে চলমান এক যন্ত্রের উপর আছি!
তেঁতুলের ডালে বসে আমাদের গ্রামের কোকিল কত না কুহু কুহু করছে,
আয়, আয়, আয় না। গাছের ছায়ার বসে একটু বিশ্রাম নে।
আমি বুঝতে পারছি, কিন্তু আমার যে থামার কোন উপায় নেই,
আমি যাচ্ছি, আমাকে যে চলমান কোন যন্ত্রে তুলে দেয়া হয়েছে!
চলমান নদীর স্রোতে ভেসে চলা কুচরি আমাকে দেখে হাসে, বলে, কি হে।
তুমিতো আমাদের থেকেও দ্রুত যাচ্ছে, কোথায় গন্তব্য?
সত্যি আমি আমার গন্তব্য জানি না, কোথায় যাচ্ছি জানি না।
শুধু বুঝতে পারছি, আমি চলমান, যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি!
আমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে ঝড়ো বৃষ্টি, বিদ্যুত চমকানো,
কচুর ডগার চাউনীতে আশ্রয় নেয়া সেই ছোট ব্যাঙ!
আমাকে দেখে বলে, এখানে কেন এলে?
সত্যই আমার উত্তর জানা নেই, আমি বলি, আমি যাচ্ছি, পথে হল দেখা!
আমি যাচ্ছি, অজানা পথে, দুর দেশে!
হ্যাঁ, আমি একাই যাচ্ছি, কে যেন আমাকে তুলে দিয়েছে,
আর আমি আছি, সেই চলমান যন্ত্রে!
(নয়াপল্টন, ২৫শে অক্টোবর ২০২০ইং)
মন্তব্য করুন