সত্য বলা না বলা
সত্য বলা না বলাঃ সাহাদাত উদরাজী
মাঝে মাঝে মনে মনে ভাবি,
কিছু সত্য কথা চিৎকার করে বলে ফেলি,
পরিনাম যা হবার তাই হউক,
জেল জরিমানা গৃহত্যাগ বঞ্চনা লাঞ্ছনা
কিংবা আরো কঠিন কিছু!
কিন্তু পরমূহুর্ত্তেই মনে পড়ে,
এই প্রাণের সাথে আরো কয়েকটা প্রাণ জড়িয়ে আছে,
তাদের মমতা মাখা মুখ গুলো,
আমার সত্য ভাষণে কি কষ্টেই না পড়ে যাবে!
ফলে চুপচাপ দেখে যাই,
চুপচাপ শুনে যাই,
চুপচাপ হজম করি,
চুপচাপ সহ্য করে নেই!
তবে অন্তরে অন্তরে বলি শুধু,
বিধাতা তোমার যা খুশি করো,
নিয়তি দেখার জন্য কিছু কাল শুধু বাঁচিয়ে রেখ,
বিবেকহীনের যদি কখনো শুভবুদ্ধির উদয় হয়!
(মালিবাগ রেলগেইট এলাকা ২২/০২/২০২১ইং)
মন্তব্য করুন