কাব্য কহন
২৯ জানুয়ারী,২০১২ , সকাল ১০:০০ বাংলােদশ মেিডকেল কলেজ হাসপাতাল এর ৪র্থ তলার ওটি’র সামনে অস্থির পায়চারী, ব্লাড দেবার জন্য েডানার এবং স্বজনদের অপেক্ষা, কিছুক্ষণ পরই আমার ভাবীর কোলে দেখলাম আমাদের ছোট্ট বাবুটাকে। নিজেকে কেমন যেন বোকা বোকা লাগছিল ……… সামনের ছোট্ট শিশুটি আমাদের!! সবার মুখে হাসি। আমার মুখেও বোকা বোকা হাসি , মনে টেনশন স্ত্রীর কথা ভেবে। কিছুক্ষণ পর ডাক্তার ওটি থেকে বের হল, বলল সব ঠিক আছে। আটকে রাখা নিশ্বাসটা দুম করে বের হয়ে গেল, স্বস্তির পরশ ছড়িয়ে পড়ল শরীর-মনে। এরপর এইটা করতে হবে, ওইটা করতে হবে-হচ্ছে করে সময় যে কিভাবে পার হয়ে গেল টেরও পেলাম না। তারপর প্রায় ৪ দিন পর হাসপাতালে থেকে বাসায় এসে দম ফেলার ফুসরত পেলাম। দিন যাচ্ছে ছোট্ট বাবুর কাছ থেকে নতুন নতুন অনেক কিছু শিখছি, নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। ছোট্ট বাবুর বেশীরভাগ সময় কাটছে খাওয়া-ঘুম-খাওয়া এই চক্রে । তবে গত ৩/৪ দিন ওর যখন দিন আমাদের গভীর রাত আর ওর যখন রাত আমাদের দিন। বুঝে নিন …… আমাদের কি অবস্থা !!!
আকিকা দিতে হবে, বাসার মুরুব্বিেদর নির্দেশ (ওনাদের আরকি আমার পকেটের খবর তো আর ওনারা জানেন না ) ,তার উপর ভাতিজা-ভাতিঝিদের আব্দার
, কি আর করা গত শুক্রবার এলাকার এক এতিমখানায় গিয়ে েসখানকার প্রিন্সিপালকে বললাম ভাই সাহেব আমার পুত্রের নামে আকিকা হবে, আমি ২টা খাসি এনে দিব, আমার সামনে আকিকা হবে, রান্না হবে, এতিম বাচ্চারা খাবে আমি থাকবো আপনার কোন আপত্তি নাই তো? প্রিন্সিপাল সাহেব সানন্দে সম্মত্তি দিলেন (প্রথমে আমার সন্দেহ ছিল সম্মত্তি পাবো কিনা?!!), তার আন্তরিকতা ভালো লাগলো। তবে আকিকার আগে যখন আমার পুেত্রর নাম বললাম “হোসেন কহন কাব্য”, নাম শুইনা প্রিন্সিপাল সাহেব একটু বেজার হলেন মনে হলো িবড়বিড় করে কিছু বলতে চেষ্টা করলেন, পাত্তা িদলাম না। সুষ্ঠ ভাবেই সম্পন্ন হলো সব কাজ। ।
দেখতে দেখতে পুত্রের বয়স আজ ২৪ দিন .......
কাব্য
--------------------------------------------------------------------------------------------
আমি বরাবরই লেখার চাইতে পড়তে ভালোবাসি, আসল কথা লিখতেও পারি না। ২০১০ -এ এবি’তে আমার প্রথম লেখাটা লিখেছিলাম, অনেক কষ্ট আর বেদনা ভরা সময় ছিল সে সময়টা। । উদভ্রান্ত, বিবর্ণ আর বিষন্নতায় ভরা ছিল দিনগুলো ।
আজ এ লেখাটি িলখলাম অনেক অনেক আনন্দ নিয়ে। ।
সকল মা-বাবার জন্য শুভকামনা আর সকল শিশুদের জন্য ভালোবাসা। ।।
কাব্যকে অনেক অনেক আদর... কাব্য'র বাবা মা কে শুভ কামনা...
ধন্যবাদ।
অ-নে-ক অ-নে-ক অভিনন্দন আপনাকে! আজ কাব্যের বাবার বয়স ২৪ দিন হলো!!

==========================
কাব্যের জন্য রইলো আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শুভকামনা!
ধন্যবাদ।
এমন সু-সংবাদ মিষ্টি বাদে দিছেন।আপনারে খাইছি


==========================
কাব্যকে আদর সাথে আপনাদের অভিনন্দন।
=========================
অফট পিকঃ আপনারে আমি বাচ্চা পুলাপাইন মনে করতাম।আর সেই আপনে বাপ হয়ে গেছেন আর আমি এখনো বিয়া করতে পারলাম না।এই জীবন আর রাখুম না।
ধন্যবাদ। । মিষ্টি হবে...
....।
...
অফট পিকঃ এককালে পুলাপাইন ছিলাম , এখন বড়পাইন...... আর বস তাড়াতাড়ি বিয়া কইরা ফালান, তাড়াতাড়ি বাপ হইয়া জীবন দীর্ঘ করেন....বিয়াতে দাওয়াত দিতে ভুইলেন না
কাব্য বাবার জন্য অনেক আদর আর নতুন বাবা মায়ের জন্য শুভকামনা রইলো...
ধন্যবাদ
হোসেন "কহন" কাব্য ..এই "কহন" এর মানে কি ভাই?
পুরো পরিবারকে অনেক শুভেচ্ছা
~
কহন মানে "কথা"। ধন্যবাদ।
অভিনন্দন! আর কাব্য র জন্য অনেক অনেক আদর আর দোয়া।
ধন্যবাদ
পিচ্চিটা এত সুন্দর আর এত সুইট, যে কি আর বলবো!!!
অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা ওর জন্য। প্রতিমাসে পিচ্চির ছবি নিয়ে একটা করে পোস্ট দিবেন।
নাইলে কিন্তুক আপনার খপর আচে
দিমু বস....
... দোয়া কইরেন।
পৃথিবীর সকল পিচ্চিপাচ্চার জন্য ভালবাসা
কাব্যকে অনেক অনেক আদর... কাব্য'র বাবা মা কে শুভ কামনা...
হোসেন কহন কাব্য'র জন্য অনেক আদর।
ধন্যবাদ।
মন্তব্য করুন