কাব্য কহন-০১
দেখতে দেখতে গতকাল কাব্যর বয়স আট মাস পূর্ণ হলো । সময় কিভাবে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। অফিসে ব্যস্ততা, বাসায় গেলেও ব্যস্ত আসলে যত দিন যাচ্ছে ব্যস্ততা হুহু করে বাড়ছে। আগে সময়-সুযোগ পেলেই ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে পড়তাম আর এখন ব্যাকপ্যাক সযত্নে তোলা থাকে
। সময়ের সাথে সাথে মনে হয় জীবনের ধারা এবং গতি পরিবর্তিত হয়। ইচ্ছা বদলায়, অভ্যাস বদলায়, চিন্তা-চেতনা-উপলব্ধির পরিবর্তন হয়। যাহ্ কি বকবক শুরু করলাম, কাব্যর কথা বলতে গিয়ে অন্য প্রসংগে চলে যাচ্ছিলাম। কাব্য এখন অনেক কিছু করতে পারে আবার অনেক িকছুই করতে পারে না
। সময়ের অভাবে কাব্যর পারা না পারার গল্প করতে পারছি না যা হোক কাব্যর গত ঈদ এ তোলা কিছু ছবি দিলাম
কাব্য এবং পৃথা
অনুভূতির প্রকাশ, মা খেলতে দিবে না তাই বিরক্ত।
ঈদ এর দিন সকালে পায়জামা-পাঞ্জাবীতে...
ঈদ এর নামাজ পড়তে যাবো।
খেলাধুলা চলছে।
দারুন ---- দুজনেই। ভাল থাকুক তারা তাদের বাবা মাকে নিয়ে
ধন্যবাদ তানবীরা আপু
উচ্ছল ভাই, কাব্যটা কার মতো হয়েছে? এত আদুরে কেন দেখতে? আমার তো ওর পেটে কাতুকুতু দিতে ইচ্ছে করতেসে।
ধন্যবাদ মীর ভাই, দেখা হইলে কাতুকুতু দিয়েন
,আপাতত আমি আপনার হইয়া দিয়া দিবো।
, আপনি কেমন আছেন? সব ভালো আশা করি।
বাহ! দুজনেই অনেক অনেক ভাল থাকুক।
হুজুর কাব্য তো পৃরা নায়ক। চোখ টিপি দেয় দেখি!! অনেক অনেক আদর। দুজনেই ভালো থাকুক ।
কাব্য
নামটা সুন্দর
ধন্যবাদ
মন্তব্য করুন