কাব্য কহন-০২
গত কয়েক মাস গেছে খুবই ব্যস্ততার ভিতর দিয়ে। তবে ব্লগে আসতে চেষ্টা করেছি নিয়মিত সময়-সুযোগ পেলেই। চাকুরীর বদন্যতায় জীবনটা একটি চক্রে আবদ্ধ হয়ে আছে, বাসা-অফিস-বাসা। তবে এর িভতরেও রয়েছে বিবিধ ব্যস্ততা, যখন অফিস এ থাকি কাজ করি, সহকর্মীদের সাথে কাজের ফাঁকে আলাপ-আলোচনা, নেট এ বিচরণ ইত্যাদি আর যখন রাতে বাসায় ফিরি তখন গৃহস্থালী কাজের ফাঁকে প্ুত্রকে (কাব্য) সময় দিতে দিতে ঘুমানোর সময় চলে আসে । ছুটির দিন গুলোতে কিছুটা সময় পাওয়া গেলেও তা দেখতে দেখতে চলে যায়। গত মাসের ছুটির দিনগুলোর কিছুটা সময় শাহাবাগে কাটানোর চেষ্টা করেছি এবং চেষ্টা সফল হয়েছি। অনেক দিন ঢাকার বাইরে যাবার জন্য সময় বের করার চেষ্টা করছি, সম্ভব হচ্ছে না
।এভাবেই চলছে জীবন। অনেক দিন কিছু লেখা হয় না। তাই এই আবোল-তাবোল লেখা।
০২। গত ১০ ডিসেম্বর ২০১২ আমার বাবা চলে গেছেন না ফেরার দেশে। আমার বাবা (মোঃ আফজাল হোসেন, তবে সাংবাদিক মহলে আফজাল প্রামাণিক নামে পরিচিত) ছিলেন অাজীবন সাংবাদিক, জীবনের অনেক চড়াই-উৎরাই পার হয়ে আমাদের লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাড় করিয়ে দিয়ে গেছেন। বিভিন্ন প্রত্রিকায় চাকুরী করেছেন, সর্বশেষ দৈনিক বাংলায় কর্মরত ছিলেন। নাতিরা তাদের দাদাভাইকে হারিয়েছে আমরা হারিয়েছি মাথার উপরে ছায়া দানকারী এক বটবৃক্ষকে।।
বাবার গত বছরে তোলা ছবি।
০৩। গত ২৯ জানুয়ারী ২০১৩ ছিল কাব্যর ১ম জন্মদিন । ইচ্ছা না থাকা সত্বেও পারিবারিক চাপে ছোট্ট পরিসরে পালন করা হলো ।
কাব্য শীত
মায়ের সাথে জন্মদিনে
দাদীর সাথে ভাব বিনিময়
ব্যস্ত কাব্য দাদীর সাথে
"সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না" ------- হায়রে জীবন। ।
আপনার আব্বার আত্মার শান্তি কামনা করি।
কাব্যর জন্য অনেক অনেক আদর, অনেক ভাল একটা মানুষ হয়ে বেড়ে উঠুক পিচ্চিটা।
ভাল থাকুন। অনেক ভাল। সব সময়।
ধন্যবাদ বিষন্ন।
আপনার বাবার জন্য শ্রদ্ধা...।
কাব্যকথন আরো চাই।
ধন্যবাদ আপু। চেষ্টা করবো নিয়মিত লিখতে।
আপনার বাবার জন্য শ্রদ্ধাঞ্জলি আর কাব্যকে অনেক অনেক আদর!
আপনার আব্বার আত্মার শান্তি কামনা করি।
কাব্যর জন্য অনেক অনেক আদর, অনেক ভাল একটা মানুষ হয়ে বেড়ে উঠুক পিচ্চিটা।
ভাল থাকুন। অনেক ভাল। সব সময়।
ধন্যবাদ আপু। দোয়া করবেন।
অনেক শুভকামনা ভাইয়া!
ভালো থাকুক কাব্য ও কাব্যর বাবা মা!
আপনার বাবার জন্য শ্রদ্ধা।
আর কাব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।
অনেক ধন্যবাদ।
আপনার পরিবারের সবার জন্য শুভকামনা রইল।নতুন লেখার প্রতীক্ষায় রইলাম।
আপনার বাবার কর্মময় জীবনকে শ্রদ্ধা জানাই। উনার জন্য এই অধমের দোয়া রইলো
ধন্যবাদ ।
মন্তব্য করুন