সাবেকা
কমেন্ট করেছেন: (৭৯)
Personal information
- বাংলায় নাম
- সাবেকা
- নিজের সম্পর্কে
-
নিজের সম্পর্কে বলতে গিয়ে থমকে যেতে হোল । আসলেই তেমন কিছু বলার মত নেই । দু'এক লাইনে কয়েকটা সাদামাটা কথা হয়ত বলা যায় । । ভীষণ ইন্ট্রোভার্ট । বলার চেয়ে শুনতে ভালো লাগে বেশী, অবশ্যই যদি তা শুনার মত হয় । অনেক অনেক বেশী ভাবি, ভাবতে ভাবতে ভাবি, ভাবনা জিনিষটা খুবিই যন্ত্রণার । কি আর করা ! এক সময় ছিল যখন ছাপার অক্ষরে হাতের কাছে যা পেতাম গোগ্রাসে গিলতাম । এখন আর সে দিন নেই । । এখনো পড়ি, তবে পছন্দ অপছন্দের তালিকা এখন বেশ দীর্ঘ ।
একাকীত্ব উপভোগ করি, আবার মাঝে মাঝে মন আকুল হয়ে উঠে মানুষের সংগ কামনায় । এই সব ছোটখাট বৈপরীত্য নিয়েই আপাতত বেঁচে-বর্তে আছি ।
পরিসংখ্যান
- সময়কাল
- 13 years 6 সপ্তাহ
- ব্লগ
- সাম্প্রতিক ব্লগ দেখুন