ওয়েব লগ
আমি কিছুকাল মনেহয় পাগল ছিলাম। বহুদিন পর নিজের পুরানা লেখা পড়তে গিয়ে মনে হলো। কোন কারণে কোন লেখাটা লিখছিলাম তার বেশিরভাগ মনে করতে পারলাম না। পঞ্চাশ বছর বয়সে ডিমেনশিয়া হইতেই পারে ভেবে নিজেরে সান্তনা দিতে চেষ্টা করি। খানিকক্ষণ পর বোধোদয় হয় আসলে জীবনের যেই অধ্যায়গুলো মনে করতে পারতেছিনা, সেইসব ইন্টেনশনালি ভুলে গেছি। ভুলে গেছি লিখে মনে হইলো, ভুলে আছি লিখতে পারলে ভালো হইতো। বয়স আর মগজের দোষ দিয়া যেনো ইচ্ছাশক্তিরে অবহেলা করতে চাইতেছি। ভুলে গেছি লিখলে নিজেরে বেশ পাওয়ারফুল মনে হয়। অন্যদিকে ভুলে আছি লিখলে কেমন পরাজিত পরাজিত লাগে।
যদিও জয় পরাজয়ের ফুটকাঠি দিয়ে নিজের প্রাপ্তি অপ্রাপ্তিকে যাচাই না করে এখন মূলতঃ নিরাসক্ত আর ভালো আছি। বিগত অধ্যায়গুলির কোনো সুখস্মৃতি যেহেতু মনে করতে পারিনা তাই দুঃখের বুড়ো দৈত্যটাকে কাঁধে বয়ে বেড়াতে আমার বয়েই গেছে! এখন আমি বরং মুহুর্তদের উপভোগ করতেছি।
মন্তব্য করুন