ইউজার লগইন

ব্যাংকক যাত্রা নিয়া কথাবার্তা

..........................................................................................................................................................................................................................................................................................................................................
১.
আমাদের সবার বন্ধু প্রতুলের খুব সখ ব্যাংকক যাবে। সেই ছোটবেলা থেকে ব্যাংককের কত কত গল্প শুনে আসছে। এখন বড় হয়েছে, কিন্তু সখটা রয়েই গেছে। বিশেষ করে, শরীরটা একটু ম্যাজ ম্যাজ করলেই মনটা ব্যাংকক ব্যাংকক করতে থাকে।
একদিন হাতে কিছু টাকা পয়সা আসলো। প্রতুল ব্যাংকক যাওয়ার ইচ্ছা আর লুকিয়ে রাখতে পারলো না। বউকে যেয়ে একটু ভয়ে ভয়ে বলেই ফেললো ব্যাংকক যাওয়ার কথা। বউ শুনে খুশী। কাপড় গোছগাছ করতে শুরু করলো। প্রতুল এবার বললো, সে একাই যাবে, বউকে নেবে না।
প্রতুলের বই আগুনমাখা দৃষ্টিতে প্রশ্ন করলো কেন বউকে নেবে না?
প্রতুল নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বললো, 'ইয়ে মানে, টিফিন নিয়ে কেউ কি রেস্তোরায় যায়?'

এরপর কী হলো আমি বলতে পারবো না। টুটুলও বলতে পারবে না। কারণ, টুটুল সদ্য ব্যাংকক থেকে ঘুরে এসেছে, সঙ্গে বউ ছিল, ঋহানও ছিল।

২.
প্রতুলও কিন্তু শেষ পর্যন্ত বউকে নিয়েই ব্যাংকক গেলো। আমাদের প্রতুল আবার বক্সিং পছন্দ করে। মাইক টাইসন তখন হেভিওয়েট চ্যাম্পিয়ন। খেতাবের লড়াই। প্রতুল খুব আয়োজন করে টিভির সামনে বসলো। বউকে বললো ব্যাপক খাবার-দাবারের আয়োজন করতে। সব কিছু রেডি করে বক্সিং দেখতে বসলো আমাদের প্রতুল।
কিন্তু খেলা শেষ হয়ে গেল তিন মিনিটেই। টাইসনের এক ঘুষি খেয়েই নকআউট, মাত্র তিন মিনিটে।
খুব মন খারাপ করে প্রতুল বউকে বললো, ‌'এটা কোনো কথা হল? আমি খুবই হতাশ, মাত্র তিন মিনিটে সব শেষ? তাহলে এতো আয়োজন কেন?'
এবার প্রতুলের বউ বললো, ‌'তাহলে বোঝো আমার কেমন লাগে!'

এই অংশের সঙ্গে রায়হান ভাই, মেজবাহ ভাই বা টুটুলেরও কোনো সম্পর্ক নাই। আমার জানামতে তারা কেউ বক্সিং পছন্দ করে না।

৩.
ব্যাংক থেকে চিঠি পেলো প্রতুল। লোন নিয়ে গাড়ি কিনেছিল সে। ঋণ শোধ দিতে পারে নাই। এখন ব্যাংক গাড়ি ফেরত নিয়ে যাবে। এটাই নিয়ম।
প্রতুল রাগে দু:খে চুল ছিড়তে লাগলো। আর ভাবতে লাগলো, 'ইসসস, কেন যে
ব্যাংক থেকে ঋণ নিয়ে বিয়েটা করলো না। তাহলে তো..........!

রাসেল, মীর, শান্ত এখনও বিয়ে করেনি। এই লাইনে ভাবতে পারে

পাদটিকা: ভাল কথা, এইটাই আমার আপাতত শেষ চেষ্টা

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

মাহবুব সুমন's picture


ভাগ্যিস রায়হান ভাই, মেজবাহ ভাই বা টুটুলে ভাই টেস্ট ক্রিকেট পছন্দ করে না Wink । ৫ দিন টেস্ট খেলে শেষ মেশ ড্র Love নৃত্য

শওকত মাসুম's picture


এক ইনিংস-এ ১০ বার আউট করা? এতো উইকেট কি ফালাইতে পারবো?

জ্যোতি's picture


বহুদিন পর এমন ব্লগ পড়লাম। হাসতেই আছি। ব্যপক ধইন্যা আপনাকে। যদিও জানি না, টুটুল, রায়হান ভাই, মেজবাহ ভাই মাইর দিবে কিনা আপনাকে।
মীর, রাসেলরে কুবুদ্ধি দেন কেন?

শওকত মাসুম's picture


কুবুদ্ধি কই দিলাম? আমি তো নতুন একটা পথ দেখাইলাম।

স্বপ্নের ফেরীওয়ালা's picture


মাসুম ভাই নিজের পছন্দের গলফ্ খেলার ব্যাপারে কিছু বললো না... আফসুস Wink

~

শওকত মাসুম's picture


গলফ তো একা একা খেলি। দর্শকের দরকার নাই

গ্রিফিন's picture


টু বুজজি অর নট টু বুজজি Tongue দ্যাটিজডা কুয়েচচেন Wink

শওকত মাসুম's picture


কী বুঝেন নাই?

মীর's picture


ইয়েস্ ব্যাংক লোন চাই। নাইলে খেলবো না।
২ আর ১ একেবারে যা তা। এই পোস্ট পড়লে তিনদিন রোজা হবে না। গড়াগড়ি, খাইতেই আছি।
এর উপ্রে সুমন ভাই আবার ১ নম্বরে যেই একটা কমেন্ট দিয়ে রাখসে, ওফ ভগবান উঠায় নাও।

১০

শওকত মাসুম's picture


কী খেলবেন না?

১১

মীর's picture


কি যে না খেলার কথা ভাবসিলাম At Wits End ভুলে গেসি Smile

১২

আরাফাত শান্ত's picture


ব্যাপক!

১৩

শওকত মাসুম's picture


Smile

১৪

রায়েহাত শুভ's picture


পোস্ট নিয়া কোনো কথা নাই, হাসতেই আছি কন্টিনিউ Laughing out loud

পাপিষ্ঠ ডেভুর কাছে কমেন্ট লাইক্করন বাটনের জোর দাবী পুনঃ উপস্থাপন করতেছি Smile

১৫

শওকত মাসুম's picture


দাবির সঙ্গে সহমত। কত ভাল ভাল কমেন্ট করি, কিন্তু লাইক পাই না, এইটা কোনো কথা হইল? Wink

১৬

রাসেল আশরাফ's picture


আমি প্রথম দুই প্যারা প্রতুলের জায়গাতে টুটুল পড়েছি Tongue

ব্যাঙ্ক লোনের ব্যবস্থা থাকলে মন্দ হতো না। Sad

১৭

শওকত মাসুম's picture


আমিও টুটুল পড়ছিলাম, পরে দেখি প্রতু থুক্কু প্রতুল লেখা Smile

১৮

টুটুল's picture


প্রতুল নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বললো, 'ইয়ে মানে, টিফিন নিয়ে কেউ কি রেস্তোরায় যায়?'

ব্যাংকক নিয়া এত কথা শুনছি... এত আলোচনা / সমালোচনা ... কিন্তু হতাশ হইলাম... বাড়তি কিছুতো দেখলাম না Sad ... সব কিছুই সুনসান ... স্বাভাবিকই তো ঠেকলো Sad ...

১৯

রায়েহাত শুভ's picture


Tongue সাথে টিফিন থাকলে রেস্টুরেন্টের খাবার চাখার কোনো তরিকা আছে? Wink Crazy Cool

২০

টুটুল's picture


খাবার থাকলেই বা কি ... হোটেল থেকে কি বাড়তি কিছু নেয়া যায় না?

২১

রায়েহাত শুভ's picture


আপ্নে কুশ্চেঙ করেন কেন? টিফিন রেস্টুরেন্ট ব্যাংকক সবই তো আপনার হাতে Tongue

২২

জ্যোতি's picture


Rolling On The Floor

২৩

রাসেল আশরাফ's picture


আহারে আফসুস Tongue

২৪

শওকত মাসুম's picture


বউরে এতো ভয় পাইলে কি চলে?

২৫

নিভৃত স্বপ্নচারী's picture


অন্তরালের ঘটনা জানা না থাকলেও ব্যাপক মজা পাইলাম। Smile Smile

২৬

শওকত মাসুম's picture


অন্তরালে কিছু নাই, সবাই ফকফকা Smile

২৭

স্বপ্নের ফেরীওয়ালা's picture


outside-food-3.jpg

২৮

টুটুল's picture


এইটা ভালো জিনিষ Smile ...

রিয়াদ ভাইও এরম ধরা খাইছিলেন? Wink

২৯

শওকত মাসুম's picture


তুই তো মুনে হইতাছে Laughing out loud

৩০

মেসবাহ য়াযাদ's picture


রোজা সংযমের মাস, বেশি কিছু না বলি Wink

৩১

শওকত মাসুম's picture


ইফতারের পরে কন

৩২

জেবীন's picture


বিউটি পার্লার, আইস্ক্রিম পার্লার আরো নানান পার্লারের লগে সুবিখ্যাত কিসের জানি পার্লারে কথা সুঞ্ছিলাম, আমি আর ভাবি ব্যাংককে যেই যায় ওমন জায়গায় তসরিফ ফরমায়! কিন্তু টুটুলভাই কি কয়, যে কিসসু নাই সেইখানে!! Stare

৩৩

টুটুল's picture


আমার কাছেতো মনে হইলো বায়তুল মোকাররম গেছি Sad

৩৪

শওকত মাসুম's picture


সাথে টিফিন নিয়া গেলে এরমই মনে হবে প্রতুল থুক্কু টুটুল

৩৫

জেবীন's picture


আরেকজনের কথায় শুঞ্ছিলাম, বউ নিয়া গিয়াও, বৌরে শপিঙ্গের টাকা দিয়ে কইছে ফিল ফ্রি, আমি ঘুইরা আসি, এই বলে কই কই জানি ঘুরছে!! টুটুল্ভাই ট্যাকা পয়সাও নেয় নাই সাথে নাকি? Stare

আর মডুরে আবারো কমেন্টে লাইক দেওনের ব্যাবস্তাহ্র আর্জি জানাইলাম! মাসুম্ভাইর কমেন্টে লাইক! Tongue

৩৬

রাসেল আশরাফ's picture


আর মডুরে আবারো কমেন্টে লাইক দেওনের ব্যাবস্তাহ্র আর্জি জানাইলাম! মাসুম্ভাইর কমেন্টে লাইক!

৩৭

শওকত মাসুম's picture


তোমারও দেখি ব্যাপক জানাশোনা Smile

৩৮

নাজ's picture


আমরা রোজা রাখছিলাম তো, তাই আল্লাহ ব্যাংকক'রেও মক্কা শরীফ বানায়া দিছিলেন। Smile

তবে, আসলেই ব্যাংককে কিছু দেখি নাই। তার চেয়ে বরং ফুকেটে রাস্তার পাশের ক্লাবে দেখছিলাম কিছু, কিন্তু টুটুল দেখলাম ভদ্রলোকের মত মাথা নিচু করে হেঁটে চলে গেলো Wink
তবে সবাই এত চিন্তা নিয়েন না, টুটুল এর আবারো ব্যাংকক যাওয়ার ইচ্ছা আছে। সো, নো চিন্তা ডু পার্টি Big smile

৩৯

শওকত মাসুম's picture


দুইন্যার সব উল্টা পালটা, টিফিন লইয়া টুটুল গেলো ব্যাংকক. কিন্তু সেইখানে গিয়া রাখলো রোজা। আজব কাজ কারবার। Stare Sad Puzzled

৪০

জেবীন's picture


নাজ, খেয়াল কইরো, টুটুল্ভাইরে কিন্তু ভদ্রলোক খেতাব দিছো তুমি! Tongue

৪১

জ্যোতি's picture


tutul vodrolok?bah!

৪২

মেসবাহ য়াযাদ's picture


টুটুল এর আবারো ব্যাংকক যাওয়ার ইচ্ছা আছে। সো, নো চিন্তা ডু পার্টি Big smile

৪৩

শওকত মাসুম's picture


Smile

৪৪

তানবীরা's picture


এইটাই আমার আপাতত শেষ চেষ্টা

Smile

৪৫

শওকত মাসুম's picture


Smile Smile Smile

৪৬

বিষাক্ত মানুষ's picture


কি সব্বনাষ !!! Cool

এক ইনিংস-এ ১০ বার আউট করা? এতো উইকেট কি ফালাইতে পারবো?

কথাটার মধ্যে কেমন অশ্লীষ অশ্লীষ ব্যপার আছে Glasses

৪৭

শওকত মাসুম's picture


এই ব্যাটা, টেস্ট ক্রিকেট অশ্লীল? Shock Stare Sad

৪৮

অনিমেষ রহমান's picture


চরম!!
Big smile Big smile Big smile Big smile
Crazy Crazy Crazy Crazy Crazy

৪৯

দুঃখবিলাসী's picture


খাইছেরে! এ যে দেখি সেয়ানে সেয়ানে লড়াই। Big smile

৫০

জ্যোতি's picture


কি সব নাফরমানি কথাবার্তা! ননাউজুবিল্লাহ্।

৫১

উচ্ছল's picture


Rolling On The Floor ঝাক্কাস্্

৫২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এই পোস্ট পড়লে তিনদিন রোজা হবে না। Rolling On The Floor

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।