ইউজার লগইন

ভদ্রলোক বিষয়ক মহান বাণী চিরন্তনী। অনুৎসর্গ: টুটুল ভাই ;)

মাসুম ভাই আমারে উৎসর্গ কইরা কী এক পোস্ট দিলো, তার পরে আবার একটা দিলো ভদ্রলোক মুকুল।

এইসব পোস্ট আর মন্তব্যে নানাবিধ ভুল ধারণা তৈরি হইতেছে ব্লগের ঘরে ঘরে। সবাই যদি এখন নিজেরে অভদ্রলোক প্রমাণ করতে 'যার যা আছে তাই নিয়া ঝাঁপায়া পড়ে' তাইলে তো বিপদ। আগামী বছরখানেকের মধ্যে দেশের জনসংখ্যা ডাবল হইয়া যাওনের সমূহ সম্ভাবনা দেখা যাইতেছে। তাই এইসব অপপ্রচার বন্ধ করতে আমাদেরকেই আগায়া আসতে হবে। তাই একটা বাণী দিবাম বইলা ঠিক করলাম...

"কোরআন তেলাওয়াত করা খারাপ কিছু না। তবে টুপির বিষয়টা খুউপ খিয়াল কইরা"

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: টুটুল ভাইয়ের জন্য ইহা প্রযোজ্য নহে Wink

পোস্টটি ২১ জন ব্লগার পছন্দ করেছেন

হাসান রায়হান's picture


আপনে মনে হয় কিছু একটা আউলায় ফেলছেন। কুরান পড়লে টুপিরতো দরকার ই নাই।

টুটুল's picture


আসলে মনে হয় নজরুল ভাই তেলোয়াতের জোর বেশী দিছে... নয়তো ....

হাসান রায়হান's picture


নজরুল ভাই জোরে জোরে তেলোয়াত করুক সমস্যা নাই। কিন্তু শুধু শুধু টুপি কিনা পয়সা নষ্ট করার দরকার আছে?

টুটুল's picture


আপদ কালীন মজুদ বস Wink

মেসবাহ য়াযাদ's picture


নজু নাহয় জোরে জোরে তেলাওয়াত করবো, টুপির দরকার নাই তাও বুঝলাম
মাগার আপনের ব্যাপারটা কিলিয়ার না। আপনের তো বয়স হৈছে। টুপি বা তেলাওয়াত কোনেটারই কী দরকার আছে ? বয়স হৈলেতো মানুষ আল্লা কৈতে আন্ডা কয়... আপনের কী হৈবো বড় ভাই ?? LaughingWink

সোহেল কাজী's picture


বাণী বান্ধাইয়া রাখা হউক 

তানবীরা's picture


বাণী বান্ধাইয়া রাখা হউক
বাণী বান্ধাইয়া রাখা হউক
বাণী বান্ধাইয়া রাখা হউক
বাণী বান্ধাইয়া রাখা হউক
বাণী বান্ধাইয়া রাখা হউক

টুটুল's picture


আম্রা চাইনা ইয়াজাদ ভাই, মাসুম ভাই... ... এই বয়সে আর পরিশ্রম করুক। তাগো বয়স হৈছে এখন ঘড়ে বৈসা বৈসা তোলোয়াত করুক। শুধু ইহকাল নয় ... পরকালের জন্য আমাদের এখনি আগাইয়া আসা দর্কার।

জনসংখ্যা হ্রাসে দ্যাশে পচুর তেলোয়াত দর্কার।

তায়েফ আহমাদ's picture


জেবনে বহুত কিসিমের টুপির কথা হুনছি, এইখানে কোন কিসিমের টুপির উল্লেখ করা হৈছে, বুইঝতে ফাইরলাম না!Wink

ভুল বুঝাবুঝি দূর করনের স্বার্থে ত্বরিত ব্যাখ্যা আবশ্যক।

Smile

১০

শওকত মাসুম's picture


চেনা বামুনের যেমন পৈতা লাগে না, অভিজ্ঞ মুসলমানেরও তেমন টুপি লাগে না।

১১

অদ্রোহ's picture


কি কলিকাল আইলো রে বাবা ,মুরুব্বীদের মুখে এসব কি কথা ,তওবা আস্তাগফিরুল্লাহ

১২

ভাস্কর's picture


য়াযাদ ভাই বয়সের লগে তেলাওয়া আর টুপি'র প্রয়োজনীয়তা নিয়া কথা কইলেন...এইটা কি উনার অভিজ্ঞতা নাকি উনি বাস্তবতা জানেন না বইলা কইলেন সেইটা বুঝলাম না।

১৩

মুকুল's picture


এখনতো লুগ্জন টুপির বদলে পাগড়ি বাঁধে! তাগো লাইগা কী সমাচার ?

১৪

সাঈদ's picture


ছ্যা ছ্যা , কি সব লেকা ।

১৫

বিষাক্ত মানুষ's picture


আস্তাগফিরুল্লাহ ... নাউজুবিল্লাহ ...

১৬

অদিতি's picture


সেন্সর বোর্ড বসানো হউক।

১৭

লোকেন বোস's picture


যারা ভদ্রলোক, তাদের প্রতি শুভেচ্ছা। যারা এখনো সুযোগের অভাবে ভদ্রলোকিতা প্রমাণ করতে পারেন্নি। তাদের জন্য সহমর্মিতা।

কিন্তু আমার ধারণা আমরা যার পর নাই ভদ্রলোকিতা কিংবা অভদ্রলোকিতা দেখিয়ে ফেলতে পেরেছি। সম্ভবত এখানেই থামা উচিত।
হয়তো সবার জন্য এধরনের লেখা সমান আনন্দ বয়ে আনবে না।
আনন্দ বজায় থাকুক সবার অন্তরে

১৮

মুক্ত বয়ান's picture


অশ্লীষ!!!

১৯

সাদিয়া's picture


এই সব কি বলে Tongue

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.