ইভান'এর ব্লগ
World Cup 2010 এর কোন ম্যাচ একসাথে সবাই মিলে কি দেখা সম্ভব ?
আমরাবন্ধু'র সবাই মিলে কোথাও কি এই World Cup'2010 এর ম্যাচ দেখার আয়োজন করা যায় ??
কারো বাসায় প্রজেক্টর থাকলে, বড স্ক্রীন'এর টিভি থাকলে অথবা কোন সমস্যা না থাকলে সবাই মিলে মনে হয় এক/দুইটা ম্যাচ দেখা যায়...
সেটাও সম্ভব না হইলে কোন ক্যাফে'তেও সবাই মিলে দেখতে পারি..
নিজের ব্লগ !! মজাই আলাদা...এবি'র যারা যারা এই ব্লগ চালু করার পিছে কাজ করছে, সবাইকে অনেক ধন্যবাদ
দুনিয়াতে কত শত ব্লগ...বাংলাদেশেও কত ব্লগ...কিন্তু কোন ব্লগকেই নিজের ব্লগ বলে মনে হয় না...আজকে টুটুল ভাইয়ের কাছে পাইলাম ঠিকানা... মনে হইলো এতোদিনের নিজের ব্লগে ব্লগিং করতে আসছি...
যারা যারা এই ব্লগ চালু করার পিছনে নিজেদের শ্রম - বুদ্ধি - উপদেশ দিছে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ... সাথে চুম্মা
সত্যি খুব ভালো লাগতেছে... এবি শুরু হইছিলো ইমেইল এ আড্ডাবাজি করতে করতে...এইটা এখন ব্লগে চলে আসায় খুব ভালো হয়েছে কারণ কারো এতো সময় নাই মেইল চেক করার জন্য...