ইউজার লগইন
তুষারপাত, একটি ফটুব্লগ
লিখেছেন: পদ্মলোচন | ডিসেম্বর ১৯, ২০০৯ - ৩:২৯ পূর্বাহ্ন
হৃদয়ে বাংলাদেশ
পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন
পদ্মলোচন এর ব্লগ | ৩২ টি মন্তব্য |  ১৯৪৭ বার পঠিত
হৃদয়ে বাংলাদেশ
কোন জায়গার ছবি? মৌসুমের প্রথম তুষারপাত?
নুশেরা ইউকে ইতে। নাহ। দ্বীতিয় তুষারপাত।
তোমার মাধ্যমে তুষারপাত দেইখা ফেল্লাম :)
কি যে কন না মামা!!!!!!!
বাংলাদেশ লেখাটা কে লিখতাছে...............পক্ষীর লাহান লাগে...........?
নাহ বেটা জাইম্যা লেখছে। চিনোস না জাইম্যারে? আমার বেস্ট ফ্রেন্ড।
অবিরাম ঝরছে তুষার, পেঁজা তুলোর মতো... বাহ্
লোকেন বোস ধন্যবাদ।
জীবনে একবার হইলেও তুষারপাত দেখার আমার খুব শখ। জীবনেও দেখি নাই।
আইসা পড়েন ... আমার এইখান থেইকা বেড়ায় যান।
তুষারপাতের দ্যাশে যাইতে মঞ্চায়
আইস্যা পড়েন্মিয়া। মেলা মজাইবো
ঠান্ডা লাগতেসে ছবি গুলা দেইক্ষা!
কম্পল চাপা দ্যান
পরথম পরথম সবই ভাল্লাগে। কয়দিন পরে পানিভাত মনে হইবে


ছবি গুলান জোস হইছে
হা হা । তাই মনায়। পুরান দোস্তগো কাউরে দেখলাম না এতো খুশি ঐতে
ইসস্ তুষার না পড়ে আইসক্রীম পড়লেই না ভালো হইতো। ছবিগুলান ব্যাপক ভালো হইছে। ছবিতে এইটা জাবির না পাখি ভাই।
আইস্ক্রীম পড়লেও এইরাম ঐতো। আমি দেশে থাকতে ফ্রীজ ছাড়া পানি খাইতাম না। এইনে ফ্রীজের কোক খাইনা :( . ছবিতে এইটা আমার বেস্ট ফ্রেন্ড জামি
আপনের ঐ বন্ধু তো দেখি থ্রি-কোয়াটার্স পরেছিল!!
থ্রী কোয়ার্টার না শর্টস। হা হা হা।
কবে যে আম্রার দ্যাশে তুষারপাত হইপে !!!!
যেইদিন এই দেশে বাংলাদেশের লাহান গরম পরব
বড়ই সৌন্দর্য্য !!!
হৈ মিয়া, আগের ছবিডা দেন। মুমের আলো ভালা লাগে না
হায় হায়! জাবির তোমার আশে পাশে এত আইসক্রিম!!
ফটুক ভালা পাইলাম।
আইস্ক্রীম আছে আপু। খাওয়ার উপায় নাই :(
ছবি কেমনে দেয়? শিখাইয়া দেন।
এই লিংকে যান। http://www.amrabondhu.com/xabir/122
আমিও দিবো ফটুক। আমিও তুলেছি :)
দ্যান না কেরে?
তুষারের মধ্যে বাংলাদেশ আঁকে কেডা?
জামি
মন্তব্য করুন