স্বাপ্নিক
স্বপ্ন গুলো এখন অবিন্যস্ত অক্ষরে গাঁথা
কবিতার মত কল্পনার পৃষ্ঠায়; ধুসরিত
মলাটে কোন পড়ে থাকা উপন্যাসের
সাদা কালো অক্ষরের আঁকা আশা নিরাশার
কল্পিত উপাখ্যানের মত ।
ঢেউয়ের আঘাতে মাস্তুল ভাঙ্গা নৌকার ক্লান্ত
নাবিকের চোখের তারায় , যে তারা হারিয়ে
কূল হারিয়েছে ।
স্বপ্নগুলো এখন শরীর ভাড়া দেয়া মানুষগুলোর
বুকে, যেখানে প্রতি রাতে লেগে থাকে নতুন
মানুষের মাংসের গন্ধ, রক্তের গন্ধ।
রিক্ত মানুষের হেঁটে চলা পথের ধূলোয়, ঘামে ভেঁজা
শার্ট এর বুক পকেটে ভিঁজে যাওয়া
মা'র দেয়া চিঠির ভাঁজে;
কুয়াশা ঘেরা কোন কৃষ্ণ তিথির রাতের মত
চেপে অন্ধকার বুকের ভিতর ।।
দিলে বহুত চোট পাইলাম। এই কথা গুলান কইতে গিয়াই কইতে পাইনাই। কবিতায় স্তব্ধ। আইজ যে কি কি হইলো। পাখি উদাস করল। আর আপ্নে দিলেন সেইখানে গাওয়া ঘি। আইজ রাইতে আবার কিবোর্ড নিয়া বইতে হইবেক।
বইয়া যাও কী বোর্ড নিয়া।
ঢেউয়ের আঘাতে মাস্তুল ভাঙ্গা নৌকার ক্লান্ত
নাবিকের চোখের তারায় , যে তারা হারিয়ে
কূল হারিয়েছে ।ভিবছিলাম কিছু লিখি মাথাটা ফাঁকা করি কিন্তু এইখানে সব পোষ্ট দেইখা মাথাটা আউলাইয়া গেলো!!!!!!!!!!!!!!!!!!!
হায় হায় কন কি ? মাথা ঠিক করেন।
মন্তব্য নিষ্প্রয়োজন !!
সাঈদ ভাই কি পোষ্ট দিয়া ভাগছেন্নি?
এই লোক নিয়ে মাঝে মাঝে চিন্তায় থাকি !!
বুঝা যায় না অবস্থা !!
কই গো সাঈদ ভাই ? আপ্নে কই ?.....................
তারাতারি আহেন , নইলে আপ্নারে আর গেদু চাচারে যেমনে কান্দাইছি বিয়ার লেইগা গাঞ্জার্ পোষ্টে আমার রি-ষ্টার্ট দিমু , গাঞ্জার আসর !!
খেক খেক খেক। উনি মুনয় তামুক কিনতে গেছে
অফিস থেইক্যা আইতে আইতে গাড়ীর ভিতর লাইন গুলা মাথায় আইছিল, বাসায় আইসা পোষ্ট দিয়া গেছিলাম ফ্রেশ হইতে। তামুক রেডী থাকে অল টাইম।
অতিথি পাখি কি হইছে ? গাঞ্জা নিয়া একটা পোষ্ট দিমুনে কাল্কা। সত্য ঘটনা নিয়া ।
অঃটঃ মনে কি ভাব এসেছে ?
স্বপ্নগুলো এখন শরীর ভাড়া দেয়া মানুষগুলোর
বুকে....................
***********************
মারাত্মক হইছে!!!
ধন্যবাদ দাদা।
ছুঁয়ে যাওয়া কবিতা
ধন্যবাদ আপু।
মন্তব্য করুন