ইউজার লগইন

হ্যা জয় যুক্ত হয়েছে !! হ্যা জয় যুক্ত হয়েছে !! হ্যা জয় যুক্ত হয়েছে !! এখন স্থান সংক্রান্ত বিল উত্থাপন করেন।

জয়িতাবু'র ঘুরে আসার প্রস্তাবনা "চলনা ঘুরে আসি" বিল কন্ঠ ভোটে পাশ হয়েছে ।

এখন ঘুরতে যাওয়ার স্থানের নাম দেবার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্যদের কাছে ।

আপনারা এই পোষ্টে এসে আপনাদের মনোনীত স্থান এর নাম প্রস্তাব আকারে পেশ করুন , মহান ব্লগে আলোচনার জন্য।

সবাইকে ধন্যবাদ।


পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


সাঈদ ভাই একটা ডিটেইলস দেন...

সকাল ৯:০০টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কি কি করবো ... দুপুরে কোথায় খাওয়া দাওয়া করবো ... বিকালে কি করবো.. ইত্যাদি সহ :)

সাঈদ's picture


আহা সবাইরে প্রস্তাব দিতে কইলাম আর আপনি আমারে জিগান।

আপনার এইটা সম্পুরক প্রস্তাব হিসাবে পরে আলোচনা হবে।

(আমার শখ তো পিকনিকে গিয়া আমরা কুত কুত খেলার একটা ইভেন্ট করুম। সিনেমার গানের স্টাইলে গানের ইভেন্ট করুম , আপনি আর ভাবী গান গাইবেন। যাত্রা করুম , আর ঢাকা থেইক্যা আগে থেইক্যা প্যাকেট লাঞ্চ নিয়া যামু, ঐখানে গিয়া খড়ির চুলা বানায়ে গরম কইরা খামু। পারলে বড়ো নৌকা/ট্রলার ভাড়া কইরা ঐখানে ঘুরুম আর ইভেন্ট করুম।)

রায়েহাত শুভ's picture


তারিখ ফিক্স হৈছে নাকি??? ২২ তারিখ হৈলে কৈলাম আমি নাই ২৯ হৈলে আছি এবং পদ্মার চরে হৈলে খুশিতে পাঁচ-সাতটা লাফ দেওনের ইমো হৈবে

সাঈদ's picture


২২ তারিখ হৈলেও আমি নাই। পদ্মার চর - আইডিয়া টা খারাপ না। ঝাতিকে ডিটেইলস জানান।

রায়েহাত শুভ's picture


আমার কিছু দুস্ত একবার পিকনিকে গেসিলো পদ্মার চরে... এর বেশি আর বিস্তারিত কিসু ঝানিনা :(

জ্যোতি's picture


এক কাপ কফি দেন তো।মাথা ব্যাথা করতাছে।জম্পেশ করে বসি!

সাঈদ's picture


নেন খান ।

নজরুল ইসলাম's picture


29 তারিখ পারবো না, শুটিং আছে। :(

সাঈদ's picture


তাইলে আপ্নের শুটিং স্পটেই আমাগো পিকনিক ভেন্যু।

১০

রায়েহাত শুভ's picture


তৈলে তো মজাই হয় :D

১১

জ্যোতি's picture


তারিখ ঠিক করেন , জায়গা ঠিক করেন...তাপরপর প্ল্যান এমনেই হবে।

১২

সাঈদ's picture


২২ বাদ ( আমার ও বৃত্তবন্দির সমস্যা)

২৯ বাদ (নজরুল ভাইয়ের সমস্যা)

এর পরের সপ্তাহে ফেব্রুয়ারির ৫ তারিখে করলে কার কার সমস্যা হাত তুলেন।

১৩

সাঈদ's picture


কোরামই তো হৈল না , আলুচনা কি হপে !!!

১৪

সুবর্ণা's picture


পিকনিকে যাইতে মঞ্চায়। দিন তারিখ ঠিক হলে বুঝতে পারবো।

১৫

মেসবাহ য়াযাদ's picture


দেক্তাসি, হাসতাছি....

১৬

সাঈদ's picture


আপ্নেরে কইষ্যা মাইনাচ । আলুচনা করেন জলদি। নইলে কিন্তু স্পীকার ওয়াক আউট করবো কইলাম।

১৭

জ্যোতি's picture


সবাই বসে ঠিক করেন।দেখছি...তারিখ বলেন...লোক ত বেশী নাই।জায়গা বলেন....তারপর কে কি বলে দেখা যাক।

১৮

সাঈদ's picture


হুম , এইবার হইলো কথা জয়িতাবু।

লোক কতজন হবে ? মাইক্রোবাস নাকি বড় বাস ভাড়া করে যাবো ?

আর কোথায় যাওয়া যায়, কেউ তো কিছু কয়না । সবাই মনে হয় সেফ সাইডে আছে , মেসবাহ ভাইয়ের মত - দেকি না কি করে এরাম চিন্তায়।

পদ্মা রিসোর্ট, মেঘনা রিসোর্ট এইগুলা কেমন আমি জানিনা ঠিক, কত সময় লাগে যাইতে তাও জানিনা।

তবে পদ্মার চরে গেলে খারাপ হয়না।

অথবা চলেন অন্য রকম পিকনিক করি। ঢাকার আশে পাশের কোন গ্রামে চলে যাই। গ্রামে ঘুরবো , মজা করবো , খাবো দাবো সাথে কিছু শীত বস্ত্র নিয়ে যেতে পারি সেগুলো দুঃস্থ লোককে দান করে চলে আসবো।

১৯

টুটুল's picture


বস... ১লা জানুয়ারী বাস ভাড়া করছিলাম আমরা পিকনিকের জন্য ... বড় বাস ৭,৫০০ টাকা
ফুড পার হেড পর্ছিলো ২৫০

লোকজন ৫০ না হৈলে কৈলাম পোষাবে না
খাওন = ২৫০ টাকা x ৫০জন = ১২,৫০০
ভাড়া = ৭৫০০ / ৫০ জন = ১৫০
২৫০+১৫০=৪০০ :)

আপ্নারে আম্রা পিকনিক কমিটির কনভেইনর বানাইলাম :).. ভেনু পরে ... তারিখ আগে ঠিক করেন বস...

২০

টুটুল's picture


রায়হান ভাই, মাসুম ভাই, নজরুল ভাই, মেসবাহ ভাই, জয়ীতা, জেবীন, মাথু, বিমা, ছালু, সাঈদ, টুটুল, বৃত্তবন্দী, সুবর্ণা আপা, রনি

২১

সাঈদ's picture


খাইছে । আমার দৌড় এই পর্যন্তই।

২২

টুটুল's picture


পিকনিকের দিন দৌড়াদৌড়ি কৈরেন ;)
এখন হাত লাগান :)

২৩

সাঈদ's picture


আগামী ৫ই ফেব্রুয়ারী পিকনিকের দিন ধার্য্য করেছেন পিকনিক সংক্রান্ত স্থায়ী কমিটি।

আপনাদের নাম নিবন্ধন করুন এখানে।

২৪

রায়েহাত শুভ's picture


নাম নিবন্ধিত করলাম...

২৫

সাঈদ's picture


নিবন্ধিত করা হইল।

২৬

জ্যোতি's picture


			
২৭

সাঈদ's picture


উখে।

২৮

আপন_আধার's picture


নিবন্ধনের লাস্ট ডেট কবে ?

২৯

সাঈদ's picture


নিবন্ধন করেন আগে তারপর লাস্ট ডেট খুইজেন।

৩০

আপন_আধার's picture


 করলাম

৩১

সাঈদ's picture


থ্যাঙ্ক্যু । আসল কথা হইলো এইটার লাস্ট ডেট নাইক্কা।

৩২

আপন_আধার's picture


না মাইনে কইবার চাইছিলাম যে, ৫ ফেব্রুয়ারী ফ্রী থাকমু কিনা তা অহনই কইতে পার্তাছিনা। হেল্লিগা জিগাইছিলাম

৩৩

পদ্মলোচন's picture


বেস্ট অফ লাক। পড়তাছি আর জ্বলতাছি। অনেক মজা হোক এই কামনা থাকলো। ফুন দিতারি ঐদিন সবাইরে পচামু

৩৪

সাঈদ's picture


আফসুস করিস না ব্রো, তোরা আইলে আবার ঘুরুন্তিস হইপে।

৩৫

মেসবাহ য়াযাদ's picture


৫ তারিখ পাক্কা, বাঁইচা থাকলে যামু্। ২ জন।

২  টা বড় হাইস মাইক্রো নেয়া যায়। ২০/২২ জন ধরবে। খরচ পড়বে ৪ হাজার + গ্যাস। যায়গা ঠিক হৈলে মাইক্রো কনফার্ম করুম...

 

৩৬

সাঈদ's picture


সাহস পাইলাম আপ্নের কথায়। পাক্কা কথা থাকলো।

৩৭

মেসবাহ য়াযাদ's picture


নূহাশ পল্লীতে করন যায় ? কথা কৈছি, বিকালে ফাইনাল জানাইবো। দেখি, ৫ তারিখ খালী থাকলেই হয়...

৩৮

সাঈদ's picture


ওয়াও , তাইলে তো আরো ভালো। দেখেন , কি বলে। দারুন হবে করা গেলে ।

৩৯

মেসবাহ য়াযাদ's picture


বাই দ্য বাই, আপনি কি ঢাকায় ? তাইলে বিকালে চইলা আসেন। ধানমন্ডি ৫ নং এ। টুটুল, রায়হান ভাই, বিমা, জয়িতা আসবে... আলাপ করা যাবে

৪০

সাঈদ's picture


আমি তো ঢাকায় মাগার অফিসের পর জরুরী কাম আছে , যাইতে পারুম না মনে লয়। :(((

৪১

নীড় সন্ধানী's picture


খেলুম না, আমার ছুটি নাই!! :(

৪২

সাঈদ's picture


:((((((

৪৩

মাহবুব সুমন's picture


৪৪

শাতিল's picture


বইসা বইসা ফুটু দেখতে হইপে 

যাইতে পারুম না

৪৫

সোহেল কাজী's picture


যান ঘুইরা আহেন।

৪৬

তানবীরা's picture


মাইনষের এতো ফুটানী ক্যান? আর ইউরোপ আম্রিকা থেকে কিছু শিখে না ক্যান এরা? পিকনিক করতে হয় গরমের সময়, শীতের সময় কিসের পিকনিক শুনি?

৪৭

টুটুল's picture


আম্রা গরিপ দেশ :) আম্রিকা উ্যরুপের মত বড়লুক্না :) খিয়ালা কৈরা ... এর লাইগ্গা শীতের কুয়াশায় লুকাইয়া এক্টা কিছু কৈরা আসি আর্কি ;)

৪৮

তানবীরা's picture


খিয়ালা কৈরা মানে কি?

যদি ভাবি খিয়াল কৈরা তাহলে আমাদের মতো দিন মজুরদের কথা কি কর্পোরেটেড পৃথিবীর খিয়াল করা উচিত না? গরীব বইলা কি আমাদের পিকনিকের অধিকার নাই? জবাব দাও হে পাষন্ড টুটুলদা আজ তোমায় জবাব দিতেই হবে...।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাঈদ's picture

নিজের সম্পর্কে

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।