ইউজার লগইন

আসুন পিকনিকে গিয়ে নিকনিক করি

পিকনিকে গিয়ে নিকনিক করা - কথাটা প্রথম শুনেছিলাম কোন একটা নাটকে, অনেক ছোট বেলায়। নায়ক ছিল আসাদুজ্জামান নূর আর নায়িকা লুৎফন্নাহার লতা। সেই থেকে মাথায় গেঁথে আছে এই নিকনিক করা কথা টা।

কিন্তু এই নিক নিক করা মানে কি বুঝায় ?

স্কুল থেকে কোন পিকনিকে অংশগ্রহন করিনাই কিছু কারনে, ফলে সেই সময়ের কথা বলতে পারবো না তাই। কিন্তু এস এস সি পরীক্ষার কয়েকদিন পর বন্ধুরা মিলে বর্ষাকালে মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে গেছিলাম পিকনিক করতে, সেটাই ছিল প্রথম পিকনিক এবং বন্ধুরা মিলে প্রথম ঘরের বাইরে পা রাখা - একসাথে।

সেই পিকনিকে আমরা ফ্লাইং ডিশ/ফ্রিজবি খেলেছিলাম , কাঠাবিড়ালী ধরেছিলাম , গার্ডেনের পুকুরে সবাই নেমে গোছল করেছিলাম।

তারপর আবার কলেজ থেকে কোন পিকনিকে আর যাওয়া হয়নাই। অফিসের পিকনিকে যেতে হয়েছে কয়েকবার। সেই পিকনিকের নিকনিক অভিজ্ঞতা এমনই ছিল যে পিকনিকে যাবার ইচ্ছাই মরে গেছে একবারে।

পিকনিক মানে এখন ঢাকার বাইরে কোন স্থানে বাউন্ডারীর ভিতর (সেখানে গাছ পালা না থাকে , থাকুক) রিসোর্ট সুযোগ সুবিধাসম্মত স্থানে ধরে বেঁধে ইভেন্ট করানো , গৎবাঁধা কিছু জিনিস - হাউজি, পিলো পাসিং বা মিউজিক্যাল পিলো , মিউজিক্যাল চেয়ার লটারী ধরে নাচ গান করানো , গানের প্রোগ্রামে কোন আনকোরা শিল্পীর গলা ফাটানো গান - আর দুপুরের তেল মশলাদার খাওয়া দাওয়া এইসব। তবে একটা সুবিধা আমি নিছি সেই স্থানের যে গিয়েই একটু পরেই ঘুম , ঘুম থেকে উঠে দুপুরের খাবার খাওয়া , খেয়ে দেয়ে আবার ঘুম। এই ছিল আমার পিকনিক।

আমরা বন্ধুর পিকনিকে আগামী ৫ই ফেব্রুয়ারী , এ সংক্রান্ত স্থায়ী কমিটি "নিরলস পরিশ্রম" করে যাচ্ছে সফল করতে। কিন্তু পিকনিকে সেই একই ঐরকম গৎবাঁধা টাইপ ইভেন্ট হইলে বা দেখলে এইবারও ঘুম দিব, সেটা মনে হয় আর বলতে হবে না।

আবার যদি একদিম কিছুই না করি দেখা যাবে তখন সবাই মিলেই ঘুমাইতেছে পিকনিকে গিয়ে।

তাই পিকনিকে আড্ডা চলবে , পরিচিত হবো সবাই সবার সাথে তবে অনুরোধ যেন ফর্মালি ভাবে এটা না করা হয় , আড্ডা-গল্পের ছলেই সবার সাথে সবাই পরিচিত হয়ে যাবো।

আমাদের সহ ব্লগার নাহীদ আবার লালনের গান জানে। কিন্তু ও এখন প্র্যাক্টিস করতেছে না। কারো সাথে আলাপ না করেই ওরে কইছি লালনের কিছু গান গেয়ে শোনাতে। এখন আপনারা যদি শুনতে চান তো নাহীদ কে নিজের লোক মনে করে ধরেন গান শোনানোর জন্য। আমি আর কিছু বলবো না ওরে।

আর কি কি করা যায় ? আমাদের সাথে যেসব বাচ্চারা যাবে তাদের একটা আর্ট কম্পিটিশন এর ব্যবস্থা করা যায় ? বেশ ভালো রোদ হয় এখন , বাচ্চাদের এর মধ্যে দৌড় ঝাপ না করানোই ভালো মনে হয়। আর আমাদের রিমঝিম মামনির ক্যাটোয়াক তো আছেই । আচ্ছা , বড়দের একটা ফানি ক্যাটওয়াক/ফ্যাশন শো ও করলে কেমন হয় ?

আপনাদের মাথায় কিছু থাকলে শেয়ার করবেন ?

আসুন সবাই মিলে পিকনিকে গিয়ে নিকনিক করি।

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

মেসবাহ য়াযাদ's picture


ম্যালা মাথা ঘামাইছেন ভাই, এইবার রেস্ট নেন। নৈলে পিকনিকে গিয়া ঘুমাইবেন কেমনে... ঘুম পিকনিক সফল হোক

সাঈদ's picture


আইচ্ছা । ঘুমের বন্দোবস্ত কইরেন ।

নুশেরা's picture


ছবি আঁকা ভালো আইডিয়া কিন্তু জিনিসপত্র নেয়ার ঝামেলা আছে। অকুস্থলে কাড়াকাড়ির আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। তাদের ছড়া-গান (বাংলায় হলে ভালো) ইত্যাদি পরিবেশনার জন্য বাবামায়েরা উৎসাহ দিতে পারেন।   
বিবাহিত যুগলদের বলনাচের ব্যবস্থা থাকা আবশ্যক (আবিয়াত্যারা শর্তসাপেক্ষে যোগ দিতে পারিবেক; যেমন মুকুল কাউরে সঙ্গে নিতে পারলে...)
পিকনিকে যেতে অসমর্থ অভাগাদের জন্য এক মিনিট নীরবতা পালন করতে পারেন।

সাঈদ's picture


আমিও কঠিন ভাবে একমত ।

মেসবাহ য়াযাদ's picture


বিবাহিত যুগলদের বলনাচের ব্যবস্থা থাকা আবশ্যক (আবিয়াত্যারা শর্তসাপেক্ষে যোগ দিতে পারিবেক; যেমন মুকুল কাউরে সঙ্গে নিতে পারলে...) পিকনিকে যেতে অসমর্থ অভাগাদের জন্য এক মিনিট নীরবতা পালন করতে পারেন।

কঠিনভাবে একমত...

নুশেরা's picture


যাদের বলনাচের পার্টনার নাই তারা কী করবে? তারা কাগজে টালি বসাবে। বিষয় হবে অচিন্দা কয়বার ভাবীর দিকে তাকালেন, মাসুমভাইকে কতোবার তরুণীরা আংকেল সম্বোধন করলো... ...

সাঈদ's picture


তারা এমনি এমনিই নাচবো। একেলা একেলা ।

রোবোট's picture


নীরবতার সময় বাড়ায়া দেয়া হোক। যেমন ৫ ঘন্টা। কালো ব্যও পরতে পারেন। বিবাহ পাগলদেরকে ডায়াপার বদলানো, থালাবাডি ধোয়া প্রতিযোগীতায় অংশ নিটে উততসাহ দিন। 

নিক নিক হলো কার কি নিক সেটা নিয়া গবেষণা করা।  

টুটুল's picture


রোবোটের সাথে কঠিন ভাবে সহমত Smile

১০

টুটুল's picture


নাহিদ ভাইয়ের গান তো অবশ্যই শোনাতে হবে ... দর্কার পর্লে রওনা দেয়া থেকে রিকুশ শুরু কর্মু Smile

আর বন্ধুরা... এখনো যারা পিকনিকে যাবেন কি যাবেন্না বৈলা ভাবতাছেন... তাদের জন্য হুশিয়ারী Wink
আগামী বৃহষ্পতিবার শেষ দিন চাঁদা জমা দেয়ার Smile

১১

বিষাক্ত মানুষ's picture


কেউ একজন ফি আমানিল্লাহ কইরা আমার টেকা টা দিয়া দেন ... আখেরাতে ৭০ টা হুর পাইবেন

১২

টুটুল's picture


মুকুল্রে জিগাও Wink

১৩

বিষাক্ত মানুষ's picture


মুক্লা কি এখন থিকাই হুর পরী স্বপ্ন দেখে আর হাতের রেখা ঝাপসা করে !! Shock

১৪

টুটুল's picture


হাতের রেখা আছে এখনো? Wink

১৫

বিষাক্ত মানুষ's picture


সেইটা লাখ টাকা দামের প্রশ্ন Wink

১৬

সাঈদ's picture


১৭

মেসবাহ য়াযাদ's picture


১৮

সোহেল কাজী's picture


আবারো লিপজেল মখানো স্মাইল দিয়া গেলাম Smile
তয় আপ্নেগো কপাল খারাপ, আমার কিন্নর কন্ঠের (একচুলী ফাটাবাঁশের) লালন গীতি মিস্কর্লেন Wink

১৯

সাঈদ's picture


তুমি আইলে আবার গানের আসর হৈপে , @কাজী ।

২০

হাসান রায়হান's picture


ঘুমের আইডিয়া পছন্দ হইছে। পিকনিকে গিয়া সবাই ঘুমদিলাম। ঘুম থিকা উইঠা সন্ধায় ফিরা আসলাম। দারুন হইব।

২১

সাঈদ's picture


তাইলে অতদূর যাবার কি দরকার ?

২২

সুমনা's picture


ভাইয়া ফিরে এসে পোস্টায়েন। যাতে যেতে না পারার দুঃখ টা ভুলে যাই।

২৩

সাঈদ's picture


তুমি যাইতে পারবা না শুনে আমার দুঃখ লাগতাছে।

২৪

শওকত মাসুম's picture


পিকনিক নিয়া ম্যালা স্মৃতি, সব কওন যাইবো না।

২৫

সাঈদ's picture


সিরিজ আকারে বলেন।

২৬

শাতিল's picture


মাসুম ভাই আমরা স্মৃতি নিয়ে একটি অনুসন্ধানী রিপোর্ট আশা করছি

২৭

তানবীরা's picture


বস্তা দৌড় বাদ গেছে। মেয়েদের জন্য ফুলটুকি ঃ)

২৮

কাঁকন's picture


পিকনিক মোবারক

২৯

টুটুল's picture


নাহিদ ভাই কি গান প্রাক্টিচ কর্তাছে?
গুড জব Smile

৩০

মেসবাহ য়াযাদ's picture


তাইলে কী সাউন্ড সিস্টেম নিতে হৈবো ? এসপি - থ্রি নাকী ফোর...??

৩১

সাঈদ's picture


মোবাইল থেইক্যা গান বাজামু , এম্পি থ্রী লাগতো না।

৩২

অতিথি পাখি's picture


Frown

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাঈদ's picture

নিজের সম্পর্কে

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।