এমনও হয় মাঝে মাঝে
আমি বেশ বিরক্ত হলাম
একটা লেখার জন্য প্রায় ২ ঘন্টা নষ্ট করে যখন শেষ পর্যন্ত প্রকাশ করুন বাটনে চাপ দিলাম
এক্সেস ডিনাইড
লেখাটা পুনরায় আগের মতো লেখা সম্ভব না, অবশ্য সাইটে এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে, বেশ আয়োজন করে সময় নিয়ে লিখলে দুটো সমস্যা হয়
অটো লগ আউট করে দেয় সিস্টেম- সিস্টেমের কোনো সমস্যা থাকতেই পারে
কিংবা লেখাটা ফাঁকে ফোঁকরে হারিয়ে যায়। কোনো অটো সেভ অপশন নাই- একটা নির্দিষ্ট সময় পরপর লেখা নিজের মতো সংরক্ষণ হওয়ার সুবিধাটা নাই।
এইখানে ড্রাফটের সুযোগ নাই- লেখা অপ্রকাশিত রাখার সুবিধা আছে- প্রাইভেট করে রাখার সুবিধা আছে-
কিন্তু সেসব দিয়ে তেমন সমস্যার সমাধান হয় না।
হয়তো পরবর্তী কোনো দিন এই বিষয়ে লেখাটা আবার লিখবো- আজকে আবার সেই পরিশ্রম করার ক্ষমতা নাই আমার।
একটা পোষ্ট হারালে একটা বাচ্চা হারানর মত কষ্ট লাগে ।
আহারে! আমারও দু-একবার এমন বিপত্তি সইতে হয়েছিলো।
আমারো একদিন একটা লেখা নাই হইয়া গেছিল
আফসুস
আফসুসে মুড়ি খাই
নিদারুণ বিড়ম্বনা ।। । আমারো হলো আজ, হপ্তা খানেক চুপ মেরে থাকব । দেখব হারামি পি সি টা ক্যামনে ধোকা দেয় ! আপনার পোষ্টটা কবে নাগাদ আশা করতে পারি ! অপেক্ষায় থাকলাম ।।
আমাদের খালি নাই আর নাই। যা আছে তা দেখি না
আমার দুইবার এমন হইছিল। এই খারাপ লাগাটা বলে বোঝানোর মত না।
মন্তব্য করুন