অতৃপ্ত কোডার'এর ব্লগ
বর্তমান সরকার, শিক্ষাব্যবস্থা এবং একজন ছাত্রের বিশ্লেষণ
কয়েকদিন ধরেই সংবাদপত্রের সম্পাদকীয় আর গুণীজনদের জন্য বরাদ্দকৃত বিশেষায়িত পাতাগুলো পড়ছি। বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে তারা যা লিখেছেন তাতে আমি স্তম্ভিত, বিশেষক্ষেত্রে কষ্টও পেয়েছি :(। আর বিজ্ঞ সাংবাদিকদের লেখাগুলো পড়ে তো হাসতে হাসতে আমার পেটই ফেটে যাওয়ার জোগাড়। আমার একটাই প্রশ্ন, তারা কি কখনো ছাত্র-ছাত্রীদের জিজ্ঞেস করেছেন বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে তাদের সমস্যা কি? আমি জানি, তারা কেউই জিজ্ঞাসা করেননি আর করলেও সেটা আওয়াজ ছাড়াই চেপে গেছেন। এসব নিয়ে আমি এই পোস্টেরই কোন একদিকে কিছু কথা বলব। তবে তার আগে মজার কিছু বলি।
আমার প্রবচনগুচ্ছ
আমার লেখা ৭০ টা প্রবচনের মধ্য থেকে টোকাইয়া-টাকাইয়া ৬০ টা প্রবচন সংকলন এখানে প্রকাশ করলাম। কেমন হল জানাবেন।
১। প্রেম প্রতিক্ষা হল বৃষ্টি প্রতিক্ষার মত। গ্রীষ্মের খর রৌদ্রে শুকিয়ে কাঠ হয়ে গেলেও আপনি এক ফোঁটা বৃষ্টি পাবেন না। অথচ বর্ষাকালে অতিবৃষ্টিতে আপনার জীবন হবে বিপর্যস্ত।
২। যে প্রেমিক বন্ধুর ডাকে প্রেমিকার পাশ থেকে উঠে চলে যায়, তাকে ছেড়ে দেয়া ওয়াজিব। আর যে বন্ধু প্রেমিকার ডাকে বন্ধুর পাশ থেকে উঠে চলে যায়, তাকে ছেড়ে দেয়া ফরযে আইন।
৩। আপনার প্রেমিকা যদি সন্দেহের বশে আপনাকে প্রশ্ন করে পর্যুদস্ত করে তোলে তাহলে বুঝবেন সে একজন সাবেক বারবণিতা। কারণ, পোড় খাওয়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়।
৪। কারও মাথায় আকাশ ভেঙে পড়লে কবি তাকে সান্ত্বনা দেয়। অথচ কবি যখন বিপদে পড়ে তখন তার কবিত্ব শুধু খসেই যায় না, রীতিমত উর্ধ্বপাতিত হয়ে উড়ে যায় ;যেমনটা হয়েছে আমার ক্ষেত্রে।